কলকাতা, ৭ মার্চ : DA মামলায় রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আর SAT(স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) মহার্ঘভাতার ভবিষ্যৎ ঠিক করবে। আজ এই নির্দেশ দেয় বিচারক হরিশ ট্যান্ডন ও ববি শেখ শরাফের ডিভিশন বেঞ্চ। ফলে বুধবার (১৩ মার্চ) SAT-র রায়দানে কোনও বাধা রইল না।
DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। গত বছরের ৩১ অগাস্ট এই রায় দেয় কলকাতা হাইকোর্ট। DA সংক্রান্ত দুটি বিষয় দু'মাসের মধ্যে SAT-কে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। প্রথমটি রাজ্য সরকারি কর্মচারীদের DA-র হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হবে কি না। আর দ্বিতীয়টি, রাজ্যেরই কয়েকজন কর্মচারী রয়েছে যারা দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত। তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই DA পান। রাজ্যে নিযুক্ত কর্মচারীরাও কি তাদের হারেই DA পাবেন কি না?
সেই মতো ১৫ নভেম্বর SAT-এ DA মামলার শুনানি শেষ হয়। তারপর ৬ ডিসেম্বর SAT-এ রাজ্য সরকার জানায়, হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। পরবর্তীতে SAT জানায়, তাদের আপাতত কিছুই করার নেই। কারণ হাইকোর্টের আদেশনামা পাওয়ার প্রয়োজন রয়েছে। হাইকোর্ট যেহেতু রাজ্য সরকারের করা মামলাটি গ্রহণ করেছে, সেজন্য SAT-এর পক্ষে একই মামলায় রায় দান সম্ভব নয়।
হাইকোর্টের ৩১ অগাস্টের রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করা হয়। আজ সেই পিটিশন খারিজ করে দেয় বিচারক হরিশ ট্যান্ডন ও ববি শেখ শরাফের ডিভিশন বেঞ্চ। ৩১ অগাস্টের
রায় বহাল রাখে। তারপর কেন্দ্রীয় হারে DA পাওয়া নিয়ে রাজ্যের কয়েক লাখ সরকারি কর্মীরা আশায় বুক বাঁধছেন।