ETV Bharat / state

BJP রামকে পোলিং এজেন্ট বানিয়ে দিয়েছে : ফিরহাদ - mamata

রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত শব্দ এখন রাম । এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করে চলেছে BJP নেতৃত্ব । সেই প্রসঙ্গেই আজ ফিরহাদ হাকিম বলেন, "রামকে তো আজকে ওরা পোলিং এজেন্ট বানিয়ে দিয়েছে । ইলেকশনের সময় শুধু রাম । তারপর তো রামকে ভুলে যায় ।"

ফিরহাদ
author img

By

Published : May 6, 2019, 10:50 PM IST

কলকাতা, 6 মে : "রামকে তো আজকে ওরা পোলিং এজেন্ট বানিয়ে দিয়েছে । ইলেকশনের সময় শুধু রাম । তারপর তো রামকে ভুলে যায় । এইভাবেই তো BJP আজকে দাঁড়িয়ে আছে ।" আজ রাজ্যে চলতে থাকা "জয় শ্রীরাম" বিতর্কে BJP-কে এক হাত নিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত শব্দ এখন রাম । এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করে চলেছে BJP নেতৃত্ব । সেই প্রসঙ্গেই আজ ফিরহাদ হাকিম বলেন, "কোনও মানুষই শ্রীরামের বিরুদ্ধে নয় । কিন্তু রামকে রাজনৈতিক কারণে যেভাবে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে আমরা । ঠাকুর রামচন্দ্রকে ওরা কোথায় নামিয়েছে ? রামভক্ত নয় ওরা । ওরা রামের নামে বদনাম করছে ।"

তিনি আরও বলেন, "তিনি (নরেন্দ্র মোদি) তো রামচন্দ্রকে সবথেকে বেশি অপমান করেছেন । রামচন্দ্রকে ওরা রাজনৈতিক স্বার্থে একটি ধর্মের, একটি সম্প্রদায়ের বানিয়ে দিয়েছে । নরেন্দ্র মোদি জানেন তিনি চলে গেছেন তাই তিনি যা ইচ্ছে করে যাচ্ছেন ।" মোদির সমালোচনা করে তিনি বলেন, "নরেন্দ্র মোদি যে ভাষায় মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তা নিন্দনীয় । ভারসাম্য হারিয়েছেন নরেন্দ্র মোদি । তাই এই সব কথা বলছেন । আসলে নরেন্দ্র মোদির বুঝে গেছেন তাঁর পায়ের তলায় মাটি নেই ।"

এদিকে রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে সকাল থেকে অশান্তির খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে । দুষ্কৃতীদের মারে ঠোঁট ফেটেছে BJP প্রার্থী অর্জুন সিংয়ের । অবশ্য ফিরহাদ হাকিম বলেন, "আজকের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে । অর্জুন সিং বুথে বুথে গিয়ে গুন্ডামি করছিল তাই মার খেয়েছে । আজ এক মহিলার সঙ্গে অভদ্র আচরণ করায় অর্জুন সিংয়ের উপর জনতা রেগে যায় । তাই তারা অর্জুন সিংকে মেরেছে ।"

পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ খারিজ করার দাবি তোলেন ফিরহাদ হাকিম । ফিরহাদ প্রশ্ন তোলেন, "কী ভাবে একজন প্রার্থী বুথের ভেতর ঢুকে EVM ভাঙচুর করে ?"

কলকাতা, 6 মে : "রামকে তো আজকে ওরা পোলিং এজেন্ট বানিয়ে দিয়েছে । ইলেকশনের সময় শুধু রাম । তারপর তো রামকে ভুলে যায় । এইভাবেই তো BJP আজকে দাঁড়িয়ে আছে ।" আজ রাজ্যে চলতে থাকা "জয় শ্রীরাম" বিতর্কে BJP-কে এক হাত নিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত শব্দ এখন রাম । এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করে চলেছে BJP নেতৃত্ব । সেই প্রসঙ্গেই আজ ফিরহাদ হাকিম বলেন, "কোনও মানুষই শ্রীরামের বিরুদ্ধে নয় । কিন্তু রামকে রাজনৈতিক কারণে যেভাবে ব্যবহার করা হয় তার বিরুদ্ধে আমরা । ঠাকুর রামচন্দ্রকে ওরা কোথায় নামিয়েছে ? রামভক্ত নয় ওরা । ওরা রামের নামে বদনাম করছে ।"

তিনি আরও বলেন, "তিনি (নরেন্দ্র মোদি) তো রামচন্দ্রকে সবথেকে বেশি অপমান করেছেন । রামচন্দ্রকে ওরা রাজনৈতিক স্বার্থে একটি ধর্মের, একটি সম্প্রদায়ের বানিয়ে দিয়েছে । নরেন্দ্র মোদি জানেন তিনি চলে গেছেন তাই তিনি যা ইচ্ছে করে যাচ্ছেন ।" মোদির সমালোচনা করে তিনি বলেন, "নরেন্দ্র মোদি যে ভাষায় মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তা নিন্দনীয় । ভারসাম্য হারিয়েছেন নরেন্দ্র মোদি । তাই এই সব কথা বলছেন । আসলে নরেন্দ্র মোদির বুঝে গেছেন তাঁর পায়ের তলায় মাটি নেই ।"

এদিকে রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে সকাল থেকে অশান্তির খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে । দুষ্কৃতীদের মারে ঠোঁট ফেটেছে BJP প্রার্থী অর্জুন সিংয়ের । অবশ্য ফিরহাদ হাকিম বলেন, "আজকের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে । অর্জুন সিং বুথে বুথে গিয়ে গুন্ডামি করছিল তাই মার খেয়েছে । আজ এক মহিলার সঙ্গে অভদ্র আচরণ করায় অর্জুন সিংয়ের উপর জনতা রেগে যায় । তাই তারা অর্জুন সিংকে মেরেছে ।"

পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ খারিজ করার দাবি তোলেন ফিরহাদ হাকিম । ফিরহাদ প্রশ্ন তোলেন, "কী ভাবে একজন প্রার্থী বুথের ভেতর ঢুকে EVM ভাঙচুর করে ?"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.