কেশপুর, 4 মে : দুই তৃণমূল কংগ্রেস নেতাকে বাড়ি থেকে বের করে "কুকুরের মতো" মারার হুঁশিয়ারি দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । ভারতীর মন্তব্য কমিশনের নজরে আসে । তারপর পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে ভারতীর বিরুদ্ধে রিপোর্ট তলব করল কমিশন ।
আজ আনন্দপুর থানার গাড়রবাগে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন ভারতী । সেখানে দলের কর্মীরা ভারতীকে অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই । তা শুনে ভারতী বলেন , "নিজেরা করে খাচ্ছে । ভোট করতে দেবে না ! ভয় দেখাচ্ছে । " তারপর হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন , "ভয় দেখাক না ! বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মতো মারব । বলছি তো ।" তাঁর এই মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ।
তবে, ভারতীর বিরুদ্ধে হুমকির অভিযোগ এই প্রথম নয় । কেশপুর, আনন্দপুর থানার OC-কে হুমকি দিয়েছিলেন ভারতী ।
এই সংক্রান্ত আরও খবর : ভারতীর SMS প্রকাশ্যে আনার হুঁশিয়ারি মমতার