ETV Bharat / state

পর্যটকদের ফিরিয়ে আনতে আজ পুরী থেকে 3টি স্পেশাল ট্রেন - special train

যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে পুরী থেকে তিনটি স্পেশাল ট্রেন দেওয়া হল আজ ।

পুরীর সৈকতে চলছে ঘোষণা
author img

By

Published : May 2, 2019, 2:18 PM IST

কলকাতা, 2 মে : ক্রমশ জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই 74টি ট্রেন বাতিল করা হয়েছে। তাই যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে পুরী থেকে তিনটি ট্রেন দেওয়া হল আজ । ট্রেনগুলি ছাড়ার সময় যথাক্রমে বেলা দেড়টা বিকেল ৩টে ও সন্ধ্যা ৬টা । দেড়টার ট্রেনটি শালিমার এবং ৩টে ও ৬টার ট্রেন দুটি হাওড়া পর্যন্ত আসবে ।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন । স্টেশনে গিয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন ।

ট্রেনটিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন সংগ্রহ করা যাবে । এছাড়াও ট্রেনটিতে জেনেরাল, স্লিপার, 3A ও 2A আসন থাকছে । প্রতিটি ট্রেনই খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জজপুর, কেন্দুঝাড় রোড, ভদ্রক, বলেশ্বর ও খড়গপুর
হয়ে আসবে ।

পাশাপাশি পর্যটকরা যাতে সময়ে ট্রেনটি ধরতে পারেন তাই পুরীর সৈকতের বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে ঘোষণা করা হচ্ছে ।

কলকাতা, 2 মে : ক্রমশ জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই 74টি ট্রেন বাতিল করা হয়েছে। তাই যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে পুরী থেকে তিনটি ট্রেন দেওয়া হল আজ । ট্রেনগুলি ছাড়ার সময় যথাক্রমে বেলা দেড়টা বিকেল ৩টে ও সন্ধ্যা ৬টা । দেড়টার ট্রেনটি শালিমার এবং ৩টে ও ৬টার ট্রেন দুটি হাওড়া পর্যন্ত আসবে ।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন । স্টেশনে গিয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন ।

ট্রেনটিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন সংগ্রহ করা যাবে । এছাড়াও ট্রেনটিতে জেনেরাল, স্লিপার, 3A ও 2A আসন থাকছে । প্রতিটি ট্রেনই খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জজপুর, কেন্দুঝাড় রোড, ভদ্রক, বলেশ্বর ও খড়গপুর
হয়ে আসবে ।

পাশাপাশি পর্যটকরা যাতে সময়ে ট্রেনটি ধরতে পারেন তাই পুরীর সৈকতের বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে ঘোষণা করা হচ্ছে ।

Wb_kol_special trains from puri_copy_7206406 কলকাতা 2 মে: সাইক্লোন ফোনির দাপটে দক্ষিণ পূর্ব ও পূর্ব রেল পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ পূর্ব রেলের তরফে আজও বাতিল করা হল আরও অনেকগুলি দূরপাল্লার ট্রেন। ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য ও যাত্রী সুরক্ষার কথা ভেবে দক্ষিণ পূর্ব রেল পুরী থেকে আজ একটি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। পুরী থেকে শালিমার স্টেশন পর্যন্ত একটি ট্রেন দেওয়া হয়েছে। যাত্রীদের ফিরিয়ে আনার জন্যই এই ট্রেনটি দেওয়া হল। ট্রেনটি পুরী থেকে 1:30 টার সময় ছাড়বে। এছাড়াও বেলা 3 টের সময় ও যথাক্রমে সন্ধে 6টার সময় ছাড়বে। যাত্রীরা অনলাইন বুকিং ও করতে পারেন। পাশাপাশি স্টেশনে গিয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন। ট্রেনটিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন সংগ্রহ করা যাবে। এছাড়াও ট্রেনটিতে জেনারেল, স্লিপার, 3এ ও 2এ আসন থাকছে। দুপুর 1:30টার ট্রেনটি খুরদা রোড,ভুবনেশ্বর, কটক, জজপুর,কেন্দুঝাড় রোড, ভদ্রক, বলেশ্বর ও খড়গপুর হয়ে আসবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.