কলকাতা, 2 মে : ক্রমশ জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই 74টি ট্রেন বাতিল করা হয়েছে। তাই যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে পুরী থেকে তিনটি ট্রেন দেওয়া হল আজ । ট্রেনগুলি ছাড়ার সময় যথাক্রমে বেলা দেড়টা বিকেল ৩টে ও সন্ধ্যা ৬টা । দেড়টার ট্রেনটি শালিমার এবং ৩টে ও ৬টার ট্রেন দুটি হাওড়া পর্যন্ত আসবে ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন । স্টেশনে গিয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন ।
ট্রেনটিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন সংগ্রহ করা যাবে । এছাড়াও ট্রেনটিতে জেনেরাল, স্লিপার, 3A ও 2A আসন থাকছে । প্রতিটি ট্রেনই খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জজপুর, কেন্দুঝাড় রোড, ভদ্রক, বলেশ্বর ও খড়গপুর
হয়ে আসবে ।
পাশাপাশি পর্যটকরা যাতে সময়ে ট্রেনটি ধরতে পারেন তাই পুরীর সৈকতের বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে ঘোষণা করা হচ্ছে ।