ETV Bharat / state

বাবা বেকার, চাকরি জোটেনি নিজেরও; মানসিক অবসাদে আত্মঘাতী যুবক - বেকার

দীর্ঘ চেষ্টার পরও জোটেনি চাকরি। আর তাই অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন যুবক।

ছেলের মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েছেন মা
author img

By

Published : Mar 16, 2019, 1:59 PM IST

সিউড়ি, ১৬ মার্চ : দীর্ঘ চেষ্টার পরও জোটেনি চাকরি। আর তাই অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন যুবক। এই অভিযোগ তুলল মৃতের পরিবার। নাম উৎপল ঘোষ। সিউড়ির সমন্বয়পল্লির ঘটনা।

উৎপল তিনবছর আগে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিতে শুরু করেন। কিন্তু পাননি। অপরদিকে উৎপলের বাবা সুজয় ঘোষ রোজ়ভ্যালির এজেন্ট ছিলেন। কিন্তু বর্তমানে তিনিও বেকার। ফলে পারিবারিক চাপে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন উৎপল।

পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে কারও সঙ্গে ভালোভাবে কথা বলছিলেন না। খাওয়া-দাওয়াও ঠিকভাবে করছিলেন না উৎপল। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে দরজা ধাক্কা দেয় পরিবারের লোকজন। অন্যান্য দিন উৎপলের ঘরের দরজা খোলা থাকলেও আজ বন্ধ ছিল। খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পুলিশ এসে দরজা ভাঙে। দেখে পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে উৎপলের দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

সিউড়ি, ১৬ মার্চ : দীর্ঘ চেষ্টার পরও জোটেনি চাকরি। আর তাই অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন যুবক। এই অভিযোগ তুলল মৃতের পরিবার। নাম উৎপল ঘোষ। সিউড়ির সমন্বয়পল্লির ঘটনা।

উৎপল তিনবছর আগে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিতে শুরু করেন। কিন্তু পাননি। অপরদিকে উৎপলের বাবা সুজয় ঘোষ রোজ়ভ্যালির এজেন্ট ছিলেন। কিন্তু বর্তমানে তিনিও বেকার। ফলে পারিবারিক চাপে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন উৎপল।

পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে কারও সঙ্গে ভালোভাবে কথা বলছিলেন না। খাওয়া-দাওয়াও ঠিকভাবে করছিলেন না উৎপল। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে দরজা ধাক্কা দেয় পরিবারের লোকজন। অন্যান্য দিন উৎপলের ঘরের দরজা খোলা থাকলেও আজ বন্ধ ছিল। খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পুলিশ এসে দরজা ভাঙে। দেখে পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে উৎপলের দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.