ETV Bharat / state

কোরোনার জের, বন্ধ বিশ্বভারতীর বুধবারের ব্রহ্ম উপাসনা - closed

অনির্দিষ্টকালের জন্য প্রায় ১৫০ বছর ধরে চলে আসা উপাসনা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । কোরোনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ViswaBharati
বিশ্বভারতী
author img

By

Published : Mar 17, 2020, 4:01 PM IST

Updated : Mar 17, 2020, 5:59 PM IST

শান্তিনিকেতন, 17 মার্চ : বিশ্বভারতীতে বন্ধ হয়ে গেল বুধবারের উপাসনা । কোরোনা আতঙ্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফের কবে থেকে উপাসনা শুরু হবে সেবিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে ।

বুধবার দিন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর । সেই থেকে প্রায় 150 বছর ধরে প্রতি বুধবার সকালে বিশ্বভারতীতে হয় ব্রহ্ম উপাসনা । বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক, পড়ুয়ারা অংশ নেয় এই উপাসনায় । বুধবার ছাড়া বিশেষ দিনগুলিতে উপসনা গৃহের বৈদিক মন্ত্র পাঠ ও সংগীতের মধ্যে দিয়ে হয়ে থাকে ব্রহ্ম উপাসনা । সেই চিরচরিত উপাসনাই বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

বন্ধ বিশ্বভারতীর বুধবারের ব্রহ্ম উপাসনা

কোরোনা ভাইরাসের জন্য সবরকম জমায়েত এড়াতেই ব্রহ্ম উপাসনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে । এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে । বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "পঠনপাঠনের পাশাপাশি বন্ধ থাকবে বুধবারের উপাসনা । কবে থেকে উপাসনা শুরু হবে তা নোটিস দিয়ে জানানো হবে ।"

শান্তিনিকেতন, 17 মার্চ : বিশ্বভারতীতে বন্ধ হয়ে গেল বুধবারের উপাসনা । কোরোনা আতঙ্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফের কবে থেকে উপাসনা শুরু হবে সেবিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে ।

বুধবার দিন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর । সেই থেকে প্রায় 150 বছর ধরে প্রতি বুধবার সকালে বিশ্বভারতীতে হয় ব্রহ্ম উপাসনা । বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক, পড়ুয়ারা অংশ নেয় এই উপাসনায় । বুধবার ছাড়া বিশেষ দিনগুলিতে উপসনা গৃহের বৈদিক মন্ত্র পাঠ ও সংগীতের মধ্যে দিয়ে হয়ে থাকে ব্রহ্ম উপাসনা । সেই চিরচরিত উপাসনাই বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

বন্ধ বিশ্বভারতীর বুধবারের ব্রহ্ম উপাসনা

কোরোনা ভাইরাসের জন্য সবরকম জমায়েত এড়াতেই ব্রহ্ম উপাসনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে । এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে । বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "পঠনপাঠনের পাশাপাশি বন্ধ থাকবে বুধবারের উপাসনা । কবে থেকে উপাসনা শুরু হবে তা নোটিস দিয়ে জানানো হবে ।"

Last Updated : Mar 17, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.