ETV Bharat / state

পৌষমেলা করতে বিশ্বভারতী অপারগ, জানালেন উপাচার্য - poushmela

পৌষমেলা করতে অপারগ বিশ্বভারতী । তবে, পৌষ উৎসব হবে রীতি মেনেই । ফের একবার জানালেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।

কর্মসমিতির বৈঠক
author img

By

Published : Jun 15, 2019, 11:24 PM IST

শান্তিনিকেতন, 15 জুন : "পৌষমেলা করতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অপারগ ।" আজ ফের একবার একথা বলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তবে, আগের মতোই পৌষ উৎসব হবে । আজ সেকথাও জানিয়ে দিন তিনি ।

আজ বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ ধরে কর্মসমিতির বৈঠক চলে । সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যক্ষ ও আধিকারিকরা । বৈঠক শেষে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সাংবাদিকদের জানিয়ে দেন পৌষমেলা করতে অপারগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

তিনি বলেন, "পৌষমেলা করতে বিশ্বভারতী অপারগ । সেটা আমি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছি । এটা নিয়ে সংশয়ের কোনও কারণ নেই । পৌষমেলা ও পৌষ উৎসব কিন্তু আলাদা । পৌষ উৎসব করার দায়িত্ব বিশ্বভারতীর । সেটা আমরা করব । পৌষমেলার সঙ্গে বিশ্বভারতীর কোনও যোগাযোগ নেই । আমরা পৌষমেলা করতে পারছি না । এটা আগেও বলেছি । এখনও বলছি । ভবিষ্যতেও বলব । কোর্টে আলোচনাও হয়েছে । প্রধানমন্ত্রী যেহেতু আমাদের চ্যান্সেলার তাই তাঁর দ্বারস্থ হব । দেখি কী হয় ।"

4 জুন বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে । যেখানে প্রথম জানানো হয় পৌষমেলা পরিচালনার দায়িত্ব এখন থেকে আর বিশ্বভারতীর পক্ষে নির্বাহ করা সম্ভব নয় ।

শান্তিনিকেতন, 15 জুন : "পৌষমেলা করতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অপারগ ।" আজ ফের একবার একথা বলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তবে, আগের মতোই পৌষ উৎসব হবে । আজ সেকথাও জানিয়ে দিন তিনি ।

আজ বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ ধরে কর্মসমিতির বৈঠক চলে । সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যক্ষ ও আধিকারিকরা । বৈঠক শেষে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সাংবাদিকদের জানিয়ে দেন পৌষমেলা করতে অপারগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

তিনি বলেন, "পৌষমেলা করতে বিশ্বভারতী অপারগ । সেটা আমি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছি । এটা নিয়ে সংশয়ের কোনও কারণ নেই । পৌষমেলা ও পৌষ উৎসব কিন্তু আলাদা । পৌষ উৎসব করার দায়িত্ব বিশ্বভারতীর । সেটা আমরা করব । পৌষমেলার সঙ্গে বিশ্বভারতীর কোনও যোগাযোগ নেই । আমরা পৌষমেলা করতে পারছি না । এটা আগেও বলেছি । এখনও বলছি । ভবিষ্যতেও বলব । কোর্টে আলোচনাও হয়েছে । প্রধানমন্ত্রী যেহেতু আমাদের চ্যান্সেলার তাই তাঁর দ্বারস্থ হব । দেখি কী হয় ।"

4 জুন বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে । যেখানে প্রথম জানানো হয় পৌষমেলা পরিচালনার দায়িত্ব এখন থেকে আর বিশ্বভারতীর পক্ষে নির্বাহ করা সম্ভব নয় ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.