ETV Bharat / state

BJP-র ব়্যালি আটকানোয় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ - party office vandalized

অভিযোগ, গ্রাম থেকে BJP মহিলা কর্মীরা বাঁশ, লাঠি, তীর-ধনুক নিয়ে বেরিয়ে আসেন। তৃণমূল কার্যালয়ের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।

পার্টি অফিসে ভাঙচুর
author img

By

Published : Apr 16, 2019, 9:43 PM IST

Updated : Apr 16, 2019, 11:34 PM IST

পাড়ুই, 16 এপ্রিল : তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। অমরপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুল গ্রামের ঘটনা। BJP-র ব়্যালি আটকানোয় এই হামলা করা হয়েছে বলে অভিযোগ।

দেখুন ভিডিয়ো

আজ পাহাড়পুর গ্রামে লোকসভা নির্বাচনের প্রচারে BJP-র তরফে একটি সাইকেল ব়্যালি হচ্ছিল। অভিযোগ, অমরপুর অঞ্চল তৃণমূল যুব কার্যালয়ের সামনে দিয়ে ব়্যালিটি যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা পথ আটকায়। এরপরই BJP-র বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রাম থেকে BJP মহিলা কর্মীরা বাঁশ, লাঠি, তীর-ধনুক নিয়ে বেরিয়ে আসেন। তৃণমূল কার্যালয়ের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয়। সেই সময় কার্যালয় থেকে তৃণমূল কর্মীরা পালিয়ে যান।

পাড়ুই ও সাঁইথিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হয়নি।

পাড়ুই, 16 এপ্রিল : তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। অমরপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুল গ্রামের ঘটনা। BJP-র ব়্যালি আটকানোয় এই হামলা করা হয়েছে বলে অভিযোগ।

দেখুন ভিডিয়ো

আজ পাহাড়পুর গ্রামে লোকসভা নির্বাচনের প্রচারে BJP-র তরফে একটি সাইকেল ব়্যালি হচ্ছিল। অভিযোগ, অমরপুর অঞ্চল তৃণমূল যুব কার্যালয়ের সামনে দিয়ে ব়্যালিটি যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা পথ আটকায়। এরপরই BJP-র বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রাম থেকে BJP মহিলা কর্মীরা বাঁশ, লাঠি, তীর-ধনুক নিয়ে বেরিয়ে আসেন। তৃণমূল কার্যালয়ের চেয়ার, টেবিল ভেঙে দেওয়া হয়। সেই সময় কার্যালয় থেকে তৃণমূল কর্মীরা পালিয়ে যান।

পাড়ুই ও সাঁইথিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হয়নি।

sample description
Last Updated : Apr 16, 2019, 11:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.