ETV Bharat / state

Street Dog : সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর, গ্রহীতা আরও দুই - সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর, গ্রহীতা আরও দুই

দু'টি পথ কুকুরের রক্তে বাঁচল আরও দুই পথ কুকুর ৷ সিউড়ি পশু হাসপাতালে চিকিৎসাধীন দু'টি কুকুরের রক্তের প্রয়োজন পড়লে আরও দু'টি সুস্থ পথ কুকুরের থেকে তা নেওয়া হয় ৷ এরাজ্যে এমন ঘটনা সম্ভবত এই প্রথম ৷

সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর
সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর
author img

By

Published : Sep 13, 2021, 10:32 AM IST

Updated : Sep 13, 2021, 2:02 PM IST

সিউড়ি, 13 সেপ্টেম্বর : 'রক্তদান, জীবনদান', এই বাক্য এতকাল মানুষের রক্তদান আন্দোলনে শোনা গিয়েছে । এবার তা পথ কুকুরের ক্ষেত্রে প্রযোজ্য হল ৷ অসুস্থ দু'টি পথ কুকুরকে রক্ত দিল আরও দুটি পথ কুকুর । বীরভূম জেলার সিউড়ি পশু হাসপাতালের এমন ঘটনা রাজ্যে সম্ভবত এই প্রথম ৷ শ্বাপদদের রক্ত সংগ্রহের জন্য বিশেষ কিট নিয়ে আসা হয়েছে পুনে থেকে ।

সিউড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন আগে দু'টি অসুস্থ পথ কুকুরকে উদ্ধার করে । সিউড়ি পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, একটি কুকুরের পায়ে গভীর ক্ষত ক্যান্সারের দিকে এগোচ্ছে । অন্যটির দেহে মিলেছে বৃহদাকার একটি টিউমার । পশু হাসপাতালের চিকিৎসক সৌরভ কুমার প্রথমে পায়ে ক্ষত থাকা কুকুরটির বাম পায়ে অস্ত্রোপচার করে সেটি বাদ দেন । পরে দ্বিতীয় কুকুরটির দেহেও অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছে । এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাদের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে ৷ এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রাস্তা থেকে সুস্থ পথ কুকুর ধরে আনেন । প্রাণীদের রক্তের গ্রুপ সনাক্ত করা হয় । তাদের রক্ত সংগ্রহের জন্য বিশেষ ধরনের কিট পুনে থেকে আনানো হয় ৷ এরপর সুস্থ কুকুরদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে অসুস্থ কুকুর দু'টির দেহে দেওয়া হয় ।

পথ কুকুরদের রক্তদানের গোটা ব্যবস্থাটি করেন সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন

এমন ঘটনা রাজ্যে সম্ভবত এই প্রথম ৷ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রাজর্ষি ঘোষ বলেন, "দীর্ঘদিন ধরে আমরা পথ কুকুরদের নিয়ে কাজ করছি ৷ রক্তদাতা ও রক্তগ্রহিতা চার কুকুরকেই আমাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে । এখন সকলেই ভাল আছে ।" এতকাল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল 'রক্তদান, জীবনদান' ৷ এবার সেই প্রবাদের নজিরবিহীন ব্যবহার করে দেখাল সিউড়ি পশু হাসপাতালে ।

আরও পড়ুন : Jalpaiguri : খাদ্যের পাহারায় স্বয়ং খাদক, উদ্ধারে গিয়ে অবাক পরিবেশপ্রেমী সংগঠন

সিউড়ি, 13 সেপ্টেম্বর : 'রক্তদান, জীবনদান', এই বাক্য এতকাল মানুষের রক্তদান আন্দোলনে শোনা গিয়েছে । এবার তা পথ কুকুরের ক্ষেত্রে প্রযোজ্য হল ৷ অসুস্থ দু'টি পথ কুকুরকে রক্ত দিল আরও দুটি পথ কুকুর । বীরভূম জেলার সিউড়ি পশু হাসপাতালের এমন ঘটনা রাজ্যে সম্ভবত এই প্রথম ৷ শ্বাপদদের রক্ত সংগ্রহের জন্য বিশেষ কিট নিয়ে আসা হয়েছে পুনে থেকে ।

সিউড়িতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন আগে দু'টি অসুস্থ পথ কুকুরকে উদ্ধার করে । সিউড়ি পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, একটি কুকুরের পায়ে গভীর ক্ষত ক্যান্সারের দিকে এগোচ্ছে । অন্যটির দেহে মিলেছে বৃহদাকার একটি টিউমার । পশু হাসপাতালের চিকিৎসক সৌরভ কুমার প্রথমে পায়ে ক্ষত থাকা কুকুরটির বাম পায়ে অস্ত্রোপচার করে সেটি বাদ দেন । পরে দ্বিতীয় কুকুরটির দেহেও অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছে । এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাদের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে ৷ এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রাস্তা থেকে সুস্থ পথ কুকুর ধরে আনেন । প্রাণীদের রক্তের গ্রুপ সনাক্ত করা হয় । তাদের রক্ত সংগ্রহের জন্য বিশেষ ধরনের কিট পুনে থেকে আনানো হয় ৷ এরপর সুস্থ কুকুরদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে অসুস্থ কুকুর দু'টির দেহে দেওয়া হয় ।

পথ কুকুরদের রক্তদানের গোটা ব্যবস্থাটি করেন সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন

এমন ঘটনা রাজ্যে সম্ভবত এই প্রথম ৷ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রাজর্ষি ঘোষ বলেন, "দীর্ঘদিন ধরে আমরা পথ কুকুরদের নিয়ে কাজ করছি ৷ রক্তদাতা ও রক্তগ্রহিতা চার কুকুরকেই আমাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে । এখন সকলেই ভাল আছে ।" এতকাল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল 'রক্তদান, জীবনদান' ৷ এবার সেই প্রবাদের নজিরবিহীন ব্যবহার করে দেখাল সিউড়ি পশু হাসপাতালে ।

আরও পড়ুন : Jalpaiguri : খাদ্যের পাহারায় স্বয়ং খাদক, উদ্ধারে গিয়ে অবাক পরিবেশপ্রেমী সংগঠন

Last Updated : Sep 13, 2021, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.