ETV Bharat / state

Work Crisis: লরি আটকে টাকা আদায় করে সংসার চালাচ্ছেন আদিবাসী মহিলারা, কিন্তু কেন ? - রামপুরহাটের খবর

পেটের দায়ে অগত্যা রাস্তায় নেমে গাড়ি আটকে পয়সা নিচ্ছেন ওরা(Work Crisis)৷ এটাই বর্তমান পেশা হয়ে দাঁড়িয়েছে রামপুরহাটের বারোমশিয়া এলাকার আদিবাসী মহিলাদের ৷ কিন্তু এ হেন কাজের পিছনে কারণ কী ?

ETV Bharat
লরি আটকে টাকা আদায় করে সংসার চালাচ্ছেন আদিবাসী মহিলারা
author img

By

Published : Nov 21, 2022, 7:34 PM IST

রামপুরহাট, 21 নভেম্বর: নেই 100 দিনের কাজ, অনাবৃষ্টির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চাষবাসও ৷ আবার আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতায় পাথর শিল্পাঞ্চলেও কমেছে শ্রমিক নির্ভরতা ৷ তাই সংসার চালাতে অগত্যা রাস্তায় লাঠি হাতে চলন্ত লরি দাঁড় করিয়ে টাকা আদায় করছেন মহিলারা । এটা একরকম পেশা হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট বারোমেশিয়া(Tribal Women are Collecting Money by Stopping Vehicle in Rampurhat)৷

এখানকার বাসিন্দাদের অভিযোগ, আধুনিক যন্ত্রের ব্যবহারে শ্রমিকদের কাজ কমে গিয়েছে ৷ যার জন্য এলাকার পাথর শিল্পাঞ্চলেও মিলছে না কাজ । 100 দিনের কাজও বন্ধ অনেকদিন ধরে ৷ অনাবৃষ্টির কারণে এই বছর এলাকায় হয়নি চাষ আবাদও । তাই বাধ্য হয়ে তাঁরা লাঠি হাতে চলন্ত লরি আটকে টাকা আদায় করছেন ৷ মহিলাদের সাফ জবাব, টাকা আদায় না করলে খাবো কি ? এরকমই দৃশ্য দেখা যাচ্ছে রামপুরহাট-দুমকা রাস্তার প্রায় শতাধিক জায়গায় ।

ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট বারোমেশিয়া পাথর শিল্পাঞ্চল এলাকায় প্রায় কয়েকশো পাথর কল রয়েছে । একসময় এই কলগুলিতে পাথর ভাঙার কাজ করতেন এলাকার কয়েক হাজার আদিবাসী । বর্তমানে এই পাথর কলগুলি অধিকাংশ অত্যাধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে । ফলে মানুষের কাজ আধুনিক যন্ত্র করে দেওয়ার ফলে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন এলাকার আদিবাসীরা ।

লরি আটকে টাকা আদায় করে সংসার চালাচ্ছেন আদিবাসী মহিলারা
তবে লরিচালকদের দাবি, এক লরি পাথর নিয়ে যেতে এই চার কিলোমিটার রাস্তায় এভাবে টাকা দিতে গিয়ে প্রায় 800-1000 টাকা বেরিয়ে যাচ্ছে ।এই বিষয়ে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আমানতুল্লা মিলন জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় বন্ধ রয়েছে 100 দিনের কাজ ৷ কেবল বৃষ্টির উপর চাষবাসের ভরসা এখানে ৷ কিন্তু বিগত বছর থেকে সেইভাবে বৃষ্টি না-হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও ৷ তবে পাথর কলে কাজের বিষয়টি মোটেই ঠিক নয় ৷

আরও পড়ুন : বর্ষা নেই দুয়ারে, 'বিনা কর্ষণ' পদ্ধতিতে চাষ করে লাভের আশা চাষিদের

রামপুরহাট, 21 নভেম্বর: নেই 100 দিনের কাজ, অনাবৃষ্টির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চাষবাসও ৷ আবার আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতায় পাথর শিল্পাঞ্চলেও কমেছে শ্রমিক নির্ভরতা ৷ তাই সংসার চালাতে অগত্যা রাস্তায় লাঠি হাতে চলন্ত লরি দাঁড় করিয়ে টাকা আদায় করছেন মহিলারা । এটা একরকম পেশা হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট বারোমেশিয়া(Tribal Women are Collecting Money by Stopping Vehicle in Rampurhat)৷

এখানকার বাসিন্দাদের অভিযোগ, আধুনিক যন্ত্রের ব্যবহারে শ্রমিকদের কাজ কমে গিয়েছে ৷ যার জন্য এলাকার পাথর শিল্পাঞ্চলেও মিলছে না কাজ । 100 দিনের কাজও বন্ধ অনেকদিন ধরে ৷ অনাবৃষ্টির কারণে এই বছর এলাকায় হয়নি চাষ আবাদও । তাই বাধ্য হয়ে তাঁরা লাঠি হাতে চলন্ত লরি আটকে টাকা আদায় করছেন ৷ মহিলাদের সাফ জবাব, টাকা আদায় না করলে খাবো কি ? এরকমই দৃশ্য দেখা যাচ্ছে রামপুরহাট-দুমকা রাস্তার প্রায় শতাধিক জায়গায় ।

ঝাড়খণ্ড লাগোয়া রামপুরহাট বারোমেশিয়া পাথর শিল্পাঞ্চল এলাকায় প্রায় কয়েকশো পাথর কল রয়েছে । একসময় এই কলগুলিতে পাথর ভাঙার কাজ করতেন এলাকার কয়েক হাজার আদিবাসী । বর্তমানে এই পাথর কলগুলি অধিকাংশ অত্যাধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে । ফলে মানুষের কাজ আধুনিক যন্ত্র করে দেওয়ার ফলে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন এলাকার আদিবাসীরা ।

লরি আটকে টাকা আদায় করে সংসার চালাচ্ছেন আদিবাসী মহিলারা
তবে লরিচালকদের দাবি, এক লরি পাথর নিয়ে যেতে এই চার কিলোমিটার রাস্তায় এভাবে টাকা দিতে গিয়ে প্রায় 800-1000 টাকা বেরিয়ে যাচ্ছে ।এই বিষয়ে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আমানতুল্লা মিলন জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় বন্ধ রয়েছে 100 দিনের কাজ ৷ কেবল বৃষ্টির উপর চাষবাসের ভরসা এখানে ৷ কিন্তু বিগত বছর থেকে সেইভাবে বৃষ্টি না-হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও ৷ তবে পাথর কলে কাজের বিষয়টি মোটেই ঠিক নয় ৷

আরও পড়ুন : বর্ষা নেই দুয়ারে, 'বিনা কর্ষণ' পদ্ধতিতে চাষ করে লাভের আশা চাষিদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.