ETV Bharat / state

দোল পূর্ণিমায় তারাপীঠে পুজো দিলেন শতাব্দী - birbhum

আজ দোলপূর্ণিমায় তারাপীঠের মন্দিরে পুজো দিলেন শতাব্দী রায়।

শতাব্দী রায়
author img

By

Published : Mar 21, 2019, 11:31 PM IST

তারাপীঠ, ২১ মার্চ: দোল পূর্ণিমায় আজ তারাপীঠে পুজো দিতে গেলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। পুজোর পর স্থানীয় কয়েকজনের সঙ্গে দোল খেলেন তিনি।

দিন কয়েক আগেই তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন দু'বারের সাংসদ শতাব্দী রায়। আজ বসন্ত উৎসব উপলক্ষে ফের তারাপীঠ মন্দিরে হাজির হন তিনি। মা তারার পায়ে আবির দেন। এরপরে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় হাঁটেন। স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে আবিরও খেলেন তিনি।

এবার প্রচারে কোনওরকম খামতি রাখতে নারাজ সাংসদ। কখনও তারাপীঠ কখনও নলাটেশ্বরী কখনও বা নন্দকেশরী তলায় পুজো দিচ্ছেন তিনি। পাশাপাশি করছেন প্রচার।

শতাব্দী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনবার আমার প্রতি ভরসা রেখেছেন। আমার আশা আমরা আগের থেকে আরও বেশি ভোটে জিতব। আগের থেকে সংগঠন অনেক বেশি মজবুত হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অনেক উপকার করেছেন। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী প্রকল্প চালু করেছেন মানুষের জন্য। যাঁরা এই সব সুবিধা পেয়েছেন তাঁরা আমাদের ভোট দেবেন বলে আশা রাখছি। সবাই অকৃতজ্ঞ নন। ভোট আরও বাড়বে।"

তারাপীঠ, ২১ মার্চ: দোল পূর্ণিমায় আজ তারাপীঠে পুজো দিতে গেলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। পুজোর পর স্থানীয় কয়েকজনের সঙ্গে দোল খেলেন তিনি।

দিন কয়েক আগেই তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন দু'বারের সাংসদ শতাব্দী রায়। আজ বসন্ত উৎসব উপলক্ষে ফের তারাপীঠ মন্দিরে হাজির হন তিনি। মা তারার পায়ে আবির দেন। এরপরে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় হাঁটেন। স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে আবিরও খেলেন তিনি।

এবার প্রচারে কোনওরকম খামতি রাখতে নারাজ সাংসদ। কখনও তারাপীঠ কখনও নলাটেশ্বরী কখনও বা নন্দকেশরী তলায় পুজো দিচ্ছেন তিনি। পাশাপাশি করছেন প্রচার।

শতাব্দী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনবার আমার প্রতি ভরসা রেখেছেন। আমার আশা আমরা আগের থেকে আরও বেশি ভোটে জিতব। আগের থেকে সংগঠন অনেক বেশি মজবুত হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অনেক উপকার করেছেন। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী প্রকল্প চালু করেছেন মানুষের জন্য। যাঁরা এই সব সুবিধা পেয়েছেন তাঁরা আমাদের ভোট দেবেন বলে আশা রাখছি। সবাই অকৃতজ্ঞ নন। ভোট আরও বাড়বে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.