ETV Bharat / state

Allegation Against TMC Leader: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আগ্নেয়াস্ত্র উপহার তৃণমূল নেতার ! সোশাল মিডিয়ায় ছবি ঘিরে বিতর্ক - Post goes viral

বিবাহ বার্ষিকীতে স্ত্রী'র হাতে অত্যাধুনিক মেশিনগান তুলে দিয়েছিলেন বীরভূমের বগটুইয়ের তৃণমূল নেতা রিয়াজুল হক ৷ তবে ওই আগ্নেয়াস্ত্রটি আসন না নকল তা জানা যায়নি ৷ সোশাল মিডিয়া এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷

ETV Bharat
রিয়াজুল হক
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 10:39 PM IST

রামপুরহাট, 29 অগস্ট: যেরকম সেরকম উপহার না, বিবাহ বার্ষিকীতে স্ত্রীর হাতে অত্যাধুনিক মেশিনগান তুলে দিলেন এক তৃণমূল নেতা ৷ যদিও এই আগ্নেয়াস্ত্রটি নকল না আসল তা জানা যায়নি ৷ তবে স্ত্রীর হাতে সেই আগ্নেয়াস্ত্র ধরিয়ে একটি রিল বানিয়ে মঙ্গলবার তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রিয়াজুল হক নামে ওই তৃণমূল নেতা ৷ তার পরেই শুরু হয়েছে বিতর্ক ৷ শোরগোল শুরু হয়েছে জেলা রাজনীতিতে ৷ যদিও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্যও করতে চাননি বীরভূমের বগটুইয়ের ওই তৃণমূল নেতা ।

এই রিয়াজুল হক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রামপুরহাট 1 নম্বর ব্লকের সভাপতি ছিলেন । মাস দুয়েক আগে তিনি পদ থেকে ইস্তফা দেন । এদিন, ওই তৃণমূল নেতা তার ফেসবুকে প্রোফাইল থেকে একটি রিল তৈরি করে পোষ্ট করেন, সেখানে দেখা যায় তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের হাতে একটি অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয়াস্ত্র রয়েছে । একদা বগটুই এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতার এই পোষ্টে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল হক । তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য ও জেলার বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গেও তাকে দেখা গিয়েছে । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের সঙ্গেও একাধিক ছবি রয়েছে এই তৃণমূল নেতার । জানা গিয়েছে, দলের অন্তর কলহের জেরে সম্প্রতি পদ থেকে অব্যাহতি নিলেও রিয়াজুল তৃণমূল কংগ্রেসেই আছেন । যদিও এই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা স্পষ্ট নয় ছবিতে ।

আরও পড়ুন: আমার সঙ্গে লড়তে গেলে দম লাগবে, নন্দীগ্রামের স্থায়ী সমিতিতে জিতে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

এই বিষয়ে ইটিভি ভারতের তরফে রিয়াজুল সেখের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি । তবে ছবিতে দেখে যতটুকু বোঝা গিয়েছে, এই আগ্নেয়াস্ত্রটি আইডাব্লুআই গালিল । অর্থাৎ, খুবই অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্রটি । তবে প্রশ্ন উঠছে, যদি ওই আগ্নেয়াস্ত্রটি আসলও হয়, তাহলে কীভাবে সেটি তাদের হাতে এল এই প্রশ্ন উঠছে ৷ কারণ এই আগ্নেয়াস্ত্র ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করেন । তাও খুব সীমিত সংখ্যায় ৷ তাই সোসাল সাইটে তৃণমূল নেতার এই ছবি পোস্ট করার পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷

রামপুরহাট, 29 অগস্ট: যেরকম সেরকম উপহার না, বিবাহ বার্ষিকীতে স্ত্রীর হাতে অত্যাধুনিক মেশিনগান তুলে দিলেন এক তৃণমূল নেতা ৷ যদিও এই আগ্নেয়াস্ত্রটি নকল না আসল তা জানা যায়নি ৷ তবে স্ত্রীর হাতে সেই আগ্নেয়াস্ত্র ধরিয়ে একটি রিল বানিয়ে মঙ্গলবার তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রিয়াজুল হক নামে ওই তৃণমূল নেতা ৷ তার পরেই শুরু হয়েছে বিতর্ক ৷ শোরগোল শুরু হয়েছে জেলা রাজনীতিতে ৷ যদিও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্যও করতে চাননি বীরভূমের বগটুইয়ের ওই তৃণমূল নেতা ।

এই রিয়াজুল হক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রামপুরহাট 1 নম্বর ব্লকের সভাপতি ছিলেন । মাস দুয়েক আগে তিনি পদ থেকে ইস্তফা দেন । এদিন, ওই তৃণমূল নেতা তার ফেসবুকে প্রোফাইল থেকে একটি রিল তৈরি করে পোষ্ট করেন, সেখানে দেখা যায় তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের হাতে একটি অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয়াস্ত্র রয়েছে । একদা বগটুই এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতার এই পোষ্টে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল হক । তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য ও জেলার বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গেও তাকে দেখা গিয়েছে । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের সঙ্গেও একাধিক ছবি রয়েছে এই তৃণমূল নেতার । জানা গিয়েছে, দলের অন্তর কলহের জেরে সম্প্রতি পদ থেকে অব্যাহতি নিলেও রিয়াজুল তৃণমূল কংগ্রেসেই আছেন । যদিও এই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা স্পষ্ট নয় ছবিতে ।

আরও পড়ুন: আমার সঙ্গে লড়তে গেলে দম লাগবে, নন্দীগ্রামের স্থায়ী সমিতিতে জিতে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

এই বিষয়ে ইটিভি ভারতের তরফে রিয়াজুল সেখের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি । তবে ছবিতে দেখে যতটুকু বোঝা গিয়েছে, এই আগ্নেয়াস্ত্রটি আইডাব্লুআই গালিল । অর্থাৎ, খুবই অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্রটি । তবে প্রশ্ন উঠছে, যদি ওই আগ্নেয়াস্ত্রটি আসলও হয়, তাহলে কীভাবে সেটি তাদের হাতে এল এই প্রশ্ন উঠছে ৷ কারণ এই আগ্নেয়াস্ত্র ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করেন । তাও খুব সীমিত সংখ্যায় ৷ তাই সোসাল সাইটে তৃণমূল নেতার এই ছবি পোস্ট করার পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.