ETV Bharat / state

Kunal Slams Suvendu: বীরভূম থেকে শুভেন্দুকে গুড়-পাটালি দেওয়ার পরামর্শ কুণালের - কুণাল ঘোষ

শুক্রবার বীরভূমের নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল মাঠে সভা করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন শাসক দলের নেতারা ৷ পরে কুণাল ঘোষ (Kunal Ghosh) শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গুড়-পাটালি দেওয়ার পরামর্শ দেন ৷

Kunal Slams Suvendu
Kunal Slams Suvendu
author img

By

Published : Dec 30, 2022, 7:24 PM IST

নলহাটি (বীরভূম), 30 ডিসেম্বর: ভোট এলেই বিরোধীদের গুড়-বাতাসা দেওয়ার নিদান দিতেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ এবার তাঁর অনুপস্থিতিতে বীরভূমের নলহাটি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গুড়-পাটালি দেওয়ার কথা বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

দিন কয়েক আগে বীরভূমে সভা করে বিজেপি (BJP) ৷ সেই সভায় মূলবক্তা ছিলেন বিরোধী দলনেতা ৷ শুক্রবার নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল মাঠে তারই পালটা সভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে হাজির ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সভার পর সাংবাদিককের মুখোমুখি হয়ে এই কথা বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নানা ধরনের আকর্ষণীয় রাজনৈতিক সংলাপ দিতে সিদ্ধহস্ত ছিলেন অনুব্রত মণ্ডল ৷ কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছেন তিনি ৷ আবার কখনও বিরোধীদের নকুলদানা, গুড়-বাতাসা দেওয়ার কথা বলেছেন ৷ আপাত নিরীহ এই কথাগুলিকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই দাবি করত বিরোধীরা ৷ তাদের দাবি ছিল, আসলে এসবের আড়ালে বিরোধীদের শায়েস্তা করার কথা বলছেন তৃণমূলের কেষ্ট ৷

কিন্তু গরুপাচার কাণ্ডে তিনি এখন জেলে ৷ ফলে সামনে পঞ্চায়েত ভোট এলেও তাই তাঁর রাজনৈতিক সংলাপ এখন কার্যত হারিয়ে গিয়েছে বীরভূমের রাজনীতি থেকে ৷ শুক্রবার সেটাই অনেকটা ফেরালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তবে কেষ্ট মণ্ডল যে কায়দায় বলতেন, তিনি সেরকম কিছু বলেছেন না বলেও এদিন জানিয়েছেন ৷

Kunal Slams Suvendu
বীরভূমের নলহাটিতে তৃণমূলের সভায় কুণাল ঘোষ

তবে তাঁর দাবি, সম্প্রতি বীরভূমে এসে শুভেন্দু অধিকারী গুড়-বাতাসা না পেয়ে কষ্ট পেয়েছে, তাই পরেরবার এলে তাঁকে যেন গুড়-পাটালি দেওয়া হয়, সেটাই তিনি বলতে চেয়েছেন ৷

এদিকে এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের একাধিক বিধায়ক-সহ জেলা নেতৃত্ব । এদিন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি-তে যাওয়া বিল্পব ওঝাকে কটাক্ষ করেছেন কুণাল ৷ তিনি বলেন, "বিপ্লব ওঝা বিজেপিতে যাওয়ার আগে বললেন, আমাকে কেউ ডাকে না । তাহলে তৃণমূল যাকে ডাকে না তাকে ডেকে নিয়ে গিয়ে মালা পরাচ্ছে বিজেপি । যাকে তৃণমূল বোঝা মনে করছে, সেই বোঝা চলে গিয়েছে ।"

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

নলহাটি (বীরভূম), 30 ডিসেম্বর: ভোট এলেই বিরোধীদের গুড়-বাতাসা দেওয়ার নিদান দিতেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ এবার তাঁর অনুপস্থিতিতে বীরভূমের নলহাটি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গুড়-পাটালি দেওয়ার কথা বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

দিন কয়েক আগে বীরভূমে সভা করে বিজেপি (BJP) ৷ সেই সভায় মূলবক্তা ছিলেন বিরোধী দলনেতা ৷ শুক্রবার নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল মাঠে তারই পালটা সভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে হাজির ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সভার পর সাংবাদিককের মুখোমুখি হয়ে এই কথা বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নানা ধরনের আকর্ষণীয় রাজনৈতিক সংলাপ দিতে সিদ্ধহস্ত ছিলেন অনুব্রত মণ্ডল ৷ কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছেন তিনি ৷ আবার কখনও বিরোধীদের নকুলদানা, গুড়-বাতাসা দেওয়ার কথা বলেছেন ৷ আপাত নিরীহ এই কথাগুলিকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই দাবি করত বিরোধীরা ৷ তাদের দাবি ছিল, আসলে এসবের আড়ালে বিরোধীদের শায়েস্তা করার কথা বলছেন তৃণমূলের কেষ্ট ৷

কিন্তু গরুপাচার কাণ্ডে তিনি এখন জেলে ৷ ফলে সামনে পঞ্চায়েত ভোট এলেও তাই তাঁর রাজনৈতিক সংলাপ এখন কার্যত হারিয়ে গিয়েছে বীরভূমের রাজনীতি থেকে ৷ শুক্রবার সেটাই অনেকটা ফেরালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তবে কেষ্ট মণ্ডল যে কায়দায় বলতেন, তিনি সেরকম কিছু বলেছেন না বলেও এদিন জানিয়েছেন ৷

Kunal Slams Suvendu
বীরভূমের নলহাটিতে তৃণমূলের সভায় কুণাল ঘোষ

তবে তাঁর দাবি, সম্প্রতি বীরভূমে এসে শুভেন্দু অধিকারী গুড়-বাতাসা না পেয়ে কষ্ট পেয়েছে, তাই পরেরবার এলে তাঁকে যেন গুড়-পাটালি দেওয়া হয়, সেটাই তিনি বলতে চেয়েছেন ৷

এদিকে এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের একাধিক বিধায়ক-সহ জেলা নেতৃত্ব । এদিন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি-তে যাওয়া বিল্পব ওঝাকে কটাক্ষ করেছেন কুণাল ৷ তিনি বলেন, "বিপ্লব ওঝা বিজেপিতে যাওয়ার আগে বললেন, আমাকে কেউ ডাকে না । তাহলে তৃণমূল যাকে ডাকে না তাকে ডেকে নিয়ে গিয়ে মালা পরাচ্ছে বিজেপি । যাকে তৃণমূল বোঝা মনে করছে, সেই বোঝা চলে গিয়েছে ।"

আরও পড়ুন: জয় শ্রীরামে বিজেপির অসৌজন্যতা দেখছে তৃণমূল, মমতার বিরুদ্ধে পালটা তোপ শুভেন্দু-রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.