ETV Bharat / state

অস্ত্র মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

বাড়িতে মজুত ছিল অস্ত্র। গোপনসূত্রে তা জানতে পেরে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার হয় তৃণমূল নেতা চণ্ডীচরণ মণ্ডল।

ধৃত তৃণমূল নেতা
author img

By

Published : Mar 28, 2019, 9:38 AM IST

Updated : Mar 28, 2019, 12:29 PM IST

কাঁকরতলা (বীরভূম), 28 মার্চ : অস্ত্র মজুত ও ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোরও অভিযোগ রয়েছে। ধৃত চণ্ডীচরণ মণ্ডল খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য। গতকাল তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। সব অভিযোগ অস্বীকার করেছেন চণ্ডীচরণ। জানিয়েছেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জেল থেকে বেরোলে দল এবং পদ থেকে ইস্তফা দেবেন।

মঙ্গলবার রাতে চণ্ডীচরণকে গ্রেপ্তার করে কাঁকরতলা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে 341, 448, 143, 325, 326, 307, 120 B, 379, 34 IPC ও 25, 27 (আগ্নেয়াস্ত্র মজুত ও ব্যবহার) ধারায় মামলা রুজু করে পুলিশ। গতকাল তাঁকে আদালতে তোলার সময় পুলিশের তরফ থেকে তদন্তকারী অফিসাররা সাত দিন জেল হেপাজতের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারক তাঁকে তিনদিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

ভিডিয়োয় শুনুন ধৃত তৃণমূল নেতার বক্তব্য

এবিষয়ে চণ্ডীচরণ বলেন, "কী হয়েছে জানি না। আমাকে হঠাৎ রাত ১টায় পুলিশ এসে ধরে নিয়ে যায়। কারণ জানতে পারিনি। বিনা প্ররোচনায় আমাকে বেধড়ক মারধর করে পুলিশ। জঙ্গিদের মতো অত্যাচার করে আমার উপর। রাজনৈতিক ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি জেল থেকে বেরিয়ে পদ থেকে ইস্তফা দেব ও দল ছেড়ে দেব।"

কাঁকরতলা (বীরভূম), 28 মার্চ : অস্ত্র মজুত ও ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোরও অভিযোগ রয়েছে। ধৃত চণ্ডীচরণ মণ্ডল খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য। গতকাল তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। সব অভিযোগ অস্বীকার করেছেন চণ্ডীচরণ। জানিয়েছেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জেল থেকে বেরোলে দল এবং পদ থেকে ইস্তফা দেবেন।

মঙ্গলবার রাতে চণ্ডীচরণকে গ্রেপ্তার করে কাঁকরতলা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে 341, 448, 143, 325, 326, 307, 120 B, 379, 34 IPC ও 25, 27 (আগ্নেয়াস্ত্র মজুত ও ব্যবহার) ধারায় মামলা রুজু করে পুলিশ। গতকাল তাঁকে আদালতে তোলার সময় পুলিশের তরফ থেকে তদন্তকারী অফিসাররা সাত দিন জেল হেপাজতের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারক তাঁকে তিনদিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

ভিডিয়োয় শুনুন ধৃত তৃণমূল নেতার বক্তব্য

এবিষয়ে চণ্ডীচরণ বলেন, "কী হয়েছে জানি না। আমাকে হঠাৎ রাত ১টায় পুলিশ এসে ধরে নিয়ে যায়। কারণ জানতে পারিনি। বিনা প্ররোচনায় আমাকে বেধড়ক মারধর করে পুলিশ। জঙ্গিদের মতো অত্যাচার করে আমার উপর। রাজনৈতিক ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি জেল থেকে বেরিয়ে পদ থেকে ইস্তফা দেব ও দল ছেড়ে দেব।"

বিহার থেকে বেড়াতে এসে হারিয়ে যাওয়া শিশুকে ফেরাল জি আর পি হাওড়া, ২৭ মার্চ: বিহার থেকে হাওড়াতে আত্মীয়ের বাড়িতে এসে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় এক শিশু কন্যা।শ্বেতা কুমারী নামে বছর চারেকের ওই শিশু কন্যাকে উদ্ধার করে বেলুড় জি আর পি।তুলে দেওয়া হয় তার পরিবারের লোকজনের কাছে।পুলিশ সূত্রে খবর,বিহারের কিউল থেকে বেলুড়ে এক আত্মীয়ের বাড়িতে বাবা মায়ের সাথে এসেছিল শ্বেতা।আজ বেলুড় স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় ভিড়ের চাপে আর ট্রেনে উঠতে পারেনি শ্বেতা।বাড়ির লোক ট্রেনে উঠে পড়লেও তাদের সন্তানকে তুলতে পারেননি ট্রেনে।তারা শেওরাফুলি স্টেশনে নেমে খবর দেয় জি আর পি কে।অন্যদিকে বেলুড় স্টেশনে কান্নাকাটি করতে দেখে জি আর পি উদ্ধার করে শ্বেতাকে।এরপর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়।
Last Updated : Mar 28, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.