ETV Bharat / state

Three Died in an Accident: বীরভূমে বাইক ও ডাম্পারের সংঘর্ষ, মৃত 3 যুবক

14 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 3 যুবক ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ। পাশপাশি প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 11, 2023, 10:40 AM IST

Updated : Jul 11, 2023, 12:06 PM IST

নলহাটি (বীরভূম), 11 জুলাই: বাইক ও পাথর বোঝাই ডাম্পারের সংঘর্ষে মৃত্যু তিন যুবকের ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত 10টা নাগাদ নলহাটি থানার 14 নম্বর মোড়গ্রাম পানাগড় জাতীয় সড়কের উপর তিলোরা গ্রামের কাছে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালক-সহ তিন আরোহীর ৷ মৃতরা হলেন আনজারুল শেখ, তফিজুল শেখ ও নাকিমুদ্দিন শেখ । তাঁরা তিনজনই নলহাটির কাঁটাগড়িয়া ও বিরলচৌকি এলাকার বাসিন্দা ৷

জানা গিয়েছে, সোমবার রাতে পাথর বোঝাই ডাম্পারটি দ্রুত গতিতে নলহাটির দিতে আসছিল ৷ সে সময়ে তিলোরা গ্রামের কাছে তিনি যুবক মোড়গ্রামের দিকে যাচ্ছিল ৷ পাথর বোঝাই ডাম্পারও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন যুবকের ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷

মৃতদেহ গুলিকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। পুলিশ দেখেই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঘাতক ডাম্পারটিতেও ভাঙচুর চালায় ৷ প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে উত্তেজিত জনতা ৷ এলাকায় যানজটোর সৃষ্টি হয় ৷ বন্ধ হয়ে যায় মোড়গ্রাম পানাগড় 14 নম্বর জাতীয় সড়ক ।

আরও পডুন: টালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর আটটি গাড়িকে ধাক্কা বাসের, আহত কয়েকজন

এলাকাবাসী জানিয়েছেন, গ্রামের উপর দিয়ে জাতীয় সড়ক থাকায় গাড়ির গতিবেগ অত্য়ন্ত বেশি থাকে ৷ ফলে প্রায়শই দুর্ঘটনা হয়। এমনকী মৃত্যুর ঘটনাও ঘটে ৷ বিশেষত রাতে অধিকাংশ সময়েই এই অংশে পুলিশ থাকে না ৷ ফলে বাণিজ্যিক লরি, ডাম্পার- সহ অন্য যানবাহন বেপরোয়া গতিতে চলতে থাকে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে ৷ এলাকাবাসীর দাবি, জাতীয় সড়কের ওই অংশে পুলিশ ও আলোর ব্যবস্থা করতে হবে অবিলম্বে ৷

নলহাটি (বীরভূম), 11 জুলাই: বাইক ও পাথর বোঝাই ডাম্পারের সংঘর্ষে মৃত্যু তিন যুবকের ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত 10টা নাগাদ নলহাটি থানার 14 নম্বর মোড়গ্রাম পানাগড় জাতীয় সড়কের উপর তিলোরা গ্রামের কাছে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালক-সহ তিন আরোহীর ৷ মৃতরা হলেন আনজারুল শেখ, তফিজুল শেখ ও নাকিমুদ্দিন শেখ । তাঁরা তিনজনই নলহাটির কাঁটাগড়িয়া ও বিরলচৌকি এলাকার বাসিন্দা ৷

জানা গিয়েছে, সোমবার রাতে পাথর বোঝাই ডাম্পারটি দ্রুত গতিতে নলহাটির দিতে আসছিল ৷ সে সময়ে তিলোরা গ্রামের কাছে তিনি যুবক মোড়গ্রামের দিকে যাচ্ছিল ৷ পাথর বোঝাই ডাম্পারও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন যুবকের ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷

মৃতদেহ গুলিকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। পুলিশ দেখেই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঘাতক ডাম্পারটিতেও ভাঙচুর চালায় ৷ প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে উত্তেজিত জনতা ৷ এলাকায় যানজটোর সৃষ্টি হয় ৷ বন্ধ হয়ে যায় মোড়গ্রাম পানাগড় 14 নম্বর জাতীয় সড়ক ।

আরও পডুন: টালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর আটটি গাড়িকে ধাক্কা বাসের, আহত কয়েকজন

এলাকাবাসী জানিয়েছেন, গ্রামের উপর দিয়ে জাতীয় সড়ক থাকায় গাড়ির গতিবেগ অত্য়ন্ত বেশি থাকে ৷ ফলে প্রায়শই দুর্ঘটনা হয়। এমনকী মৃত্যুর ঘটনাও ঘটে ৷ বিশেষত রাতে অধিকাংশ সময়েই এই অংশে পুলিশ থাকে না ৷ ফলে বাণিজ্যিক লরি, ডাম্পার- সহ অন্য যানবাহন বেপরোয়া গতিতে চলতে থাকে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে ৷ এলাকাবাসীর দাবি, জাতীয় সড়কের ওই অংশে পুলিশ ও আলোর ব্যবস্থা করতে হবে অবিলম্বে ৷

Last Updated : Jul 11, 2023, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.