তারাপীঠ , 10 জুন : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 জুন থেকে খুলতে পারে তারাপীঠের মন্দির । সেই দিনকে লক্ষ্য করে সব রকম প্রস্তুতি শুরু করেছে তারাপীঠ মন্দির কমিটি । সতর্কতামূলক সব কাজ সম্পন্ন হওয়ার পর 14 জুন মন্দির কমিটির বৈঠকে মন্দির খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
সেইমতো মন্দিরের মূল প্রবেশদ্বারগুলিতে বসানো হচ্ছে স্যানিটাইজ়ার টানেল । প্রতিটি পুণ্যার্থীদের স্যানিটাইজ়ার টানেলের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে । মন্দিরে আগত পুণ্যার্থীদের মাস্ক ও গ্লাভস পরলে তবে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে । তার পাশাপাশি মায়ের গর্ভগৃহে প্রবেশ করার লাইনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে সামাজিক দূরত্ব । দর্শনার্থীদের সচেতন করার জন্য বারবার মাইকে ঘোষণা করা হবে সচেতনতা বার্তা । মন্দিরে প্রবেশের মূল তিনটি দ্বারে উচ্চক্ষমতাসম্পন্ন তিনটি অত্যাধুনিক স্যানিটাইজ়ার টানেল বসানোর কাজ প্রায় সম্পন্ন । অন্যদিকে , কোরোনা সচেতনতায় মা তারার মূর্তি স্পর্শ করার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে মা তারা সেবায়েত সংঘ । এবার থেকে আর কোনও পুণ্যার্থীরা মা-কে স্পর্শ করতে পারবেন না । মন্দিরের গর্ভগৃহে ভিড় করতে দেওয়া হবে না । এই প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করা হবে মন্দির কমিটিতে নিযুক্ত থাকা নিরাপত্তা কর্মীদের দিয়ে । এছাড়াও ক্লোজ় সার্কিট ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালাবে তারাপীঠ মন্দির কমিটি ।
মা তারা মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে , কয়েকদিন আগেই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের কাছে মন্দির কমিটির পক্ষ থেকে স্যানিটাইজ়ার টানেলের জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল । তারই পরিপ্রেক্ষিতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক স্যানিটাইজ়ার টানেল দেওয়া হয়েছে । মা তারা মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা সচেতনতার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী যা যা দরকার তার কাজ পুরোদমে চলছে । তিনটি প্রবেশদ্বারে তিনটি স্যানিটাইজ়ার টানেল বসানোর কাজ হয়ে গেছে । আগামী 14 জুন মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মা তারার মন্দির খোলা হবে ।"
স্যানিটাইজ়িংয়ের কাজ প্রায় সম্পন্ন, খুব তাড়াতাড়ি খুলছে তারাপীঠের মন্দির
আগামী 15 জুন খুলতে পারে তারাপীঠের মন্দির । তার আগে কোরোনা সচেতনতায় শুরু হয়েছে স্যানিটাইজিংয়ের কাজ । তবে 14 জুন আগে এই ব্যাপারে বৈঠক হবে । তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
তারাপীঠ , 10 জুন : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 জুন থেকে খুলতে পারে তারাপীঠের মন্দির । সেই দিনকে লক্ষ্য করে সব রকম প্রস্তুতি শুরু করেছে তারাপীঠ মন্দির কমিটি । সতর্কতামূলক সব কাজ সম্পন্ন হওয়ার পর 14 জুন মন্দির কমিটির বৈঠকে মন্দির খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
সেইমতো মন্দিরের মূল প্রবেশদ্বারগুলিতে বসানো হচ্ছে স্যানিটাইজ়ার টানেল । প্রতিটি পুণ্যার্থীদের স্যানিটাইজ়ার টানেলের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে । মন্দিরে আগত পুণ্যার্থীদের মাস্ক ও গ্লাভস পরলে তবে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে । তার পাশাপাশি মায়ের গর্ভগৃহে প্রবেশ করার লাইনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে সামাজিক দূরত্ব । দর্শনার্থীদের সচেতন করার জন্য বারবার মাইকে ঘোষণা করা হবে সচেতনতা বার্তা । মন্দিরে প্রবেশের মূল তিনটি দ্বারে উচ্চক্ষমতাসম্পন্ন তিনটি অত্যাধুনিক স্যানিটাইজ়ার টানেল বসানোর কাজ প্রায় সম্পন্ন । অন্যদিকে , কোরোনা সচেতনতায় মা তারার মূর্তি স্পর্শ করার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছে মা তারা সেবায়েত সংঘ । এবার থেকে আর কোনও পুণ্যার্থীরা মা-কে স্পর্শ করতে পারবেন না । মন্দিরের গর্ভগৃহে ভিড় করতে দেওয়া হবে না । এই প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করা হবে মন্দির কমিটিতে নিযুক্ত থাকা নিরাপত্তা কর্মীদের দিয়ে । এছাড়াও ক্লোজ় সার্কিট ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালাবে তারাপীঠ মন্দির কমিটি ।
মা তারা মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে , কয়েকদিন আগেই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের কাছে মন্দির কমিটির পক্ষ থেকে স্যানিটাইজ়ার টানেলের জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল । তারই পরিপ্রেক্ষিতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক স্যানিটাইজ়ার টানেল দেওয়া হয়েছে । মা তারা মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা সচেতনতার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী যা যা দরকার তার কাজ পুরোদমে চলছে । তিনটি প্রবেশদ্বারে তিনটি স্যানিটাইজ়ার টানেল বসানোর কাজ হয়ে গেছে । আগামী 14 জুন মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মা তারার মন্দির খোলা হবে ।"