শান্তিনিকেতন, 17 জুন : ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে আন্দোলন করে সাসপেন্ড হওয়া বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে 'মাওবাদী' আখ্যা দিলেন তিনি । 16 জুন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে এমনই মন্তব্য করেন তিনি ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী । ওই বৈঠকের অডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে ৷
বুধবার 16 জুন বিশ্বভারতীর প্রায় 180 জন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সেখানেই সাসপেন্ড হওয়া তিন পড়ুয়াকে 'মাওবাদী' বলেন । অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিধানসভা নির্বাচনের বোলপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন । সেই সময় অনির্বাণবাবু বহুবার সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনা করেন । অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় উপাচার্যের বিরুদ্ধে সাসপেন্ড হওয়া পড়ুয়া ফাল্গুনী পান ধর্নায় বসেছিলেন । উপাসনা গৃহের সামনে সেই ধর্না মঞ্চে এসে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় । উপাচার্যকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছিলেন অনির্বাণবাবু ৷ 16 জুনের বৈঠকে তাঁকেও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ বৈঠকের এমনই একটি অডিও প্রকাশ্যে এসেছে । (যদিও অডিও-র সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) অডিওতে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে, "তিনটি ছাত্র, যারা মাওইস্ট । অনির্বাণ গঙ্গোপাধ্যায় তাঁদের সঙ্গে গিয়ে বৈঠক করছে । বলছে উপাচার্যকে বহিষ্কার করব । আর আপনারা (অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক) কেউ কিছু বললেন না ।"
গত 24 এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করায় বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ফাল্গুনী পান, সোমনাথ সৌ, সঙ্গীতভবনের ছাত্রী রূপা চক্রবর্তীকে সাসপেন্ড করা হয় । এখনও তাঁরা সাসপেন্ড রয়েছেন ৷
আরও পড়ুন : Visva-Bharati : অধ্যাপকের সম্মানহানি, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ফাল্গুনী পান বলেন, "আমাদের মাওইস্ট বলা হয়েছে শুনলাম । আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করলেই মাওবাদী আখ্যা দেওয়া হয় ৷ উপাচার্যের এই ধরনের উক্তির তীব্র নিন্দা করি ও পদত্যাগ দাবি করি ।"
যদিও, এই প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ।