ETV Bharat / state

সাসপেন্ড তিন পড়ুয়া ‘মাওবাদী’ , বিশ্বভারতীর উপাচার্যর অডিও ক্লিপ ঘিরে ফের বিতর্ক - বিদ্যুৎ চক্রবর্তী

বুধবার 16 জুন বিশ্বভারতীর প্রায় 180 জন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সেখানেই সাসপেন্ড হওয়া তিন পড়ুয়াকে 'মাওবাদী' বলেন তিনি । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ।

suspended-three-students-are-maoist-audio-clip-of-vice-chancellor-of-visva-bharati
suspended-three-students-are-maoist-audio-clip-of-vice-chancellor-of-visva-bharati
author img

By

Published : Jun 17, 2021, 6:58 PM IST

Updated : Jun 17, 2021, 7:39 PM IST

শান্তিনিকেতন, 17 জুন : ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে আন্দোলন করে সাসপেন্ড হওয়া বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে 'মাওবাদী' আখ্যা দিলেন তিনি । 16 জুন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে এমনই মন্তব্য করেন তিনি ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী । ওই বৈঠকের অডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে ৷

বুধবার 16 জুন বিশ্বভারতীর প্রায় 180 জন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সেখানেই সাসপেন্ড হওয়া তিন পড়ুয়াকে 'মাওবাদী' বলেন । অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিধানসভা নির্বাচনের বোলপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন । সেই সময় অনির্বাণবাবু বহুবার সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনা করেন । অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় উপাচার্যের বিরুদ্ধে সাসপেন্ড হওয়া পড়ুয়া ফাল্গুনী পান ধর্নায় বসেছিলেন । উপাসনা গৃহের সামনে সেই ধর্না মঞ্চে এসে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় । উপাচার্যকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছিলেন অনির্বাণবাবু ৷ 16 জুনের বৈঠকে তাঁকেও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ বৈঠকের এমনই একটি অডিও প্রকাশ্যে এসেছে । (যদিও অডিও-র সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) অডিওতে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে, "তিনটি ছাত্র, যারা মাওইস্ট । অনির্বাণ গঙ্গোপাধ্যায় তাঁদের সঙ্গে গিয়ে বৈঠক করছে । বলছে উপাচার্যকে বহিষ্কার করব । আর আপনারা (অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক) কেউ কিছু বললেন না ।"

উপাচার্যর অডিও ক্লিপ, প্রতিবাদ সাসপেন্ডেড ছাত্রর

গত 24 এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করায় বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ফাল্গুনী পান, সোমনাথ সৌ, সঙ্গীতভবনের ছাত্রী রূপা চক্রবর্তীকে সাসপেন্ড করা হয় । এখনও তাঁরা সাসপেন্ড রয়েছেন ৷

আরও পড়ুন : Visva-Bharati : অধ্যাপকের সম্মানহানি, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ফাল্গুনী পান বলেন, "আমাদের মাওইস্ট বলা হয়েছে শুনলাম । আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করলেই মাওবাদী আখ্যা দেওয়া হয় ৷ উপাচার্যের এই ধরনের উক্তির তীব্র নিন্দা করি ও পদত্যাগ দাবি করি ।"

যদিও, এই প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ।

শান্তিনিকেতন, 17 জুন : ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে আন্দোলন করে সাসপেন্ড হওয়া বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে 'মাওবাদী' আখ্যা দিলেন তিনি । 16 জুন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে এমনই মন্তব্য করেন তিনি ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী । ওই বৈঠকের অডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে ৷

বুধবার 16 জুন বিশ্বভারতীর প্রায় 180 জন আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সেখানেই সাসপেন্ড হওয়া তিন পড়ুয়াকে 'মাওবাদী' বলেন । অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিধানসভা নির্বাচনের বোলপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন । সেই সময় অনির্বাণবাবু বহুবার সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনা করেন । অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় উপাচার্যের বিরুদ্ধে সাসপেন্ড হওয়া পড়ুয়া ফাল্গুনী পান ধর্নায় বসেছিলেন । উপাসনা গৃহের সামনে সেই ধর্না মঞ্চে এসে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় । উপাচার্যকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছিলেন অনির্বাণবাবু ৷ 16 জুনের বৈঠকে তাঁকেও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ বৈঠকের এমনই একটি অডিও প্রকাশ্যে এসেছে । (যদিও অডিও-র সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) অডিওতে উপাচার্যকে বলতে শোনা গিয়েছে, "তিনটি ছাত্র, যারা মাওইস্ট । অনির্বাণ গঙ্গোপাধ্যায় তাঁদের সঙ্গে গিয়ে বৈঠক করছে । বলছে উপাচার্যকে বহিষ্কার করব । আর আপনারা (অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক) কেউ কিছু বললেন না ।"

উপাচার্যর অডিও ক্লিপ, প্রতিবাদ সাসপেন্ডেড ছাত্রর

গত 24 এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করায় বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ফাল্গুনী পান, সোমনাথ সৌ, সঙ্গীতভবনের ছাত্রী রূপা চক্রবর্তীকে সাসপেন্ড করা হয় । এখনও তাঁরা সাসপেন্ড রয়েছেন ৷

আরও পড়ুন : Visva-Bharati : অধ্যাপকের সম্মানহানি, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ফাল্গুনী পান বলেন, "আমাদের মাওইস্ট বলা হয়েছে শুনলাম । আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করলেই মাওবাদী আখ্যা দেওয়া হয় ৷ উপাচার্যের এই ধরনের উক্তির তীব্র নিন্দা করি ও পদত্যাগ দাবি করি ।"

যদিও, এই প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ।

Last Updated : Jun 17, 2021, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.