নলহাটি, 20 ডিসেম্বর: বীরভূমের নলহাটিতে লরির সঙ্গে বনদফতরের একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল বনকর্মী চালকের । এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা-সহ আরও তিন জন বনকর্মী । জানা গিয়েছে, ত্রিপুরা থেকে দুটি স্পেক্ট্যাকল লেঙ্গুর বা চশমা বাঁদরকে নিয়ে আসা হচ্ছিল বেঙ্গল সাফারি পার্কে ৷ সেই গাড়িকেই এসকর্ট করে আসছিল বন দফতরের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ৷
আজ সকালে পথ দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার কাঁটাগড়িয়া পেট্রল পাম্পের কাছে । আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে মোড়গ্রামের দিক থেকে নলহাটির দিকে আসছিল একটি সিমেন্ট বোঝাই লরি । আর নলহাটির দিক থেকে মোড়গ্রামের দিকে যাচ্ছিল রাজ্য সরকারের বনদফতরের একটি চারচাকা গাড়ি । নলহাটির কাঁটাগড়িয়া পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে মুখোমুখি ধাক্কা মারে বন দফতরের গাড়িটি ৷ তীব্র সংঘর্ষে ঘটনস্থলেই মৃত্যু হয় বন দফতরের গাড়ির চালক সমরেশ দাসের । সময়মতো তাঁর এয়ারব্যাগ খোলেনি বলে তিনি প্রাণে বাঁচতে পারেননি বলে জানা গিয়েছে ৷
এই দুর্ঘটনায় আহত হন ওই গাড়িতে থাকা বেঙ্গল সাফারি পার্কের রেঞ্জার সোমা দে সরকার-সহ তিনজন বনকর্মী । এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । সোমা এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে ৷
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে ৷ খুবই দুর্ভাগ্যজনক ৷ বেঙ্গল সাফারির অধিকর্তা ঘটনাস্থলে গিয়েছেন ৷ তিনি প্রাণীগুলিকে নিয়ে ফিরছেন ৷ রাতের মধ্যেই তাঁরা বেঙ্গল সাফারি পার্কে পৌঁছে যাবেন ৷"
পথ দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ ।
আরও পড়ুন: