ETV Bharat / state

পুলিশের উর্দি পরে কিছু লোক BJP কর্মীদের বাধা দেয়, বীরভূমে অভিযোগ ভারতীর - 144

সদাইপুর থানায় ধৃত কর্মীদের দেখতে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ভারতী ঘোষের । তাঁর আরও অভিযোগ, "নেমপ্লেট ছাড়া এবং মুখ ঢেকে পুলিশের উর্দি পরে কিছু মানুষ সেখানে ছিল ।

ভারতী
author img

By

Published : Sep 15, 2019, 2:10 AM IST

Updated : Sep 15, 2019, 7:02 AM IST

সিউড়ি, 15 সেপ্টেম্বর : প্রতিবাদ মঞ্চ থেকে BJP-র নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় ধুন্ধুমার এলাকা । শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে । গ্রেপ্তারের প্রতিবাদে দুপুরে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় বসে অবরোধ করেন BJP কর্মীরা । সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকে বহুক্ষণ । ঘটনাস্থানে বিশাল পুলিশবাহিনী গিয়ে BJP নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং পরে অবরোধ ওঠে । অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । এছাড়াও এ দিনই বীরভূমে আসেন BJP-র রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ ।

নানুরের BJP কর্মী স্বরূপ গরাই-এর প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার থেকে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে BJP । ইতিমধ্যেই সেই মঞ্চে সাংসদ সৌমিত্র খান, সুমন বন্দ্যোপাধ্যায়, সংসদ সুভাষ সরকার-সহ বিভিন্ন নেতা-নেত্রীরা উপস্থিত হয়েছেন । শনিবার ষষ্ঠ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল ভারতী ঘোষ এবং দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের ৷ কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গেই বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল এবং ম্যাজিস্ট্রেট শুভঙ্কর ভট্টাচার্য BJP-কে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন । পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় 144 ধারা জারি আছে ৷ সে জন্য এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না ।

BJP কর্মসূচি বন্ধ করতে অস্বীকার করলে তখন তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তার করা কর্মীদের সিউড়ি থানা ও সদাইপুর থানায় রাখা হয় । ধৃত কর্মী ও নেতাদের মুক্তির দাবিতে সিউড়ি নেতাজি সুভাষ বাস স্ট্যান্ডের সামনে বসে পড়েন দলের বাকি নেতা ও কর্মীরা ৷ সেখানে হাজির হন রাজু বন্দ্যোপাধ্যায় । ধৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস মেলার পরই BJP অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে ।

অন্যদিকে সদাইপুর থানায় ধৃত কর্মীদের দেখতে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ভারতী ঘোষের । তাঁর আরও অভিযোগ, "নেমপ্লেট ছাড়া এবং মুখ ঢেকে পুলিশের উর্দি পরে কিছু মানুষ সেখানে ছিল । পুলিশের সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা সেখানে হাজির হয় ।" বিষয়টি নিয়ে আদালতে যাবেন বলেও জানিয়েছেন ভারতী ৷

সিউড়ি, 15 সেপ্টেম্বর : প্রতিবাদ মঞ্চ থেকে BJP-র নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় ধুন্ধুমার এলাকা । শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে । গ্রেপ্তারের প্রতিবাদে দুপুরে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় বসে অবরোধ করেন BJP কর্মীরা । সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকে বহুক্ষণ । ঘটনাস্থানে বিশাল পুলিশবাহিনী গিয়ে BJP নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং পরে অবরোধ ওঠে । অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় । এছাড়াও এ দিনই বীরভূমে আসেন BJP-র রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ ।

নানুরের BJP কর্মী স্বরূপ গরাই-এর প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার থেকে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে BJP । ইতিমধ্যেই সেই মঞ্চে সাংসদ সৌমিত্র খান, সুমন বন্দ্যোপাধ্যায়, সংসদ সুভাষ সরকার-সহ বিভিন্ন নেতা-নেত্রীরা উপস্থিত হয়েছেন । শনিবার ষষ্ঠ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল ভারতী ঘোষ এবং দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের ৷ কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গেই বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল এবং ম্যাজিস্ট্রেট শুভঙ্কর ভট্টাচার্য BJP-কে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন । পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় 144 ধারা জারি আছে ৷ সে জন্য এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না ।

BJP কর্মসূচি বন্ধ করতে অস্বীকার করলে তখন তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তার করা কর্মীদের সিউড়ি থানা ও সদাইপুর থানায় রাখা হয় । ধৃত কর্মী ও নেতাদের মুক্তির দাবিতে সিউড়ি নেতাজি সুভাষ বাস স্ট্যান্ডের সামনে বসে পড়েন দলের বাকি নেতা ও কর্মীরা ৷ সেখানে হাজির হন রাজু বন্দ্যোপাধ্যায় । ধৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস মেলার পরই BJP অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে ।

অন্যদিকে সদাইপুর থানায় ধৃত কর্মীদের দেখতে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ভারতী ঘোষের । তাঁর আরও অভিযোগ, "নেমপ্লেট ছাড়া এবং মুখ ঢেকে পুলিশের উর্দি পরে কিছু মানুষ সেখানে ছিল । পুলিশের সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা সেখানে হাজির হয় ।" বিষয়টি নিয়ে আদালতে যাবেন বলেও জানিয়েছেন ভারতী ৷

Intro:Body:সিউড়ী 14 সেপ্টেম্বর:- ধরনা মঞ্চ থেকে বিজেপির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় ধুন্ধুমার এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার বীরভূমের সিউড়িতে। গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদে দুপুরে সিউড়ি বাস স্ট্যান্ডে র সামনের রাস্তায় বসে অবরোধ করেন বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষন সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং পরে অবরোধ ওঠে। অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন বীরভূমে আসেন বিজেপির রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ।
নানুর এর বিজেপি কর্মী স্বরূপ গরাই এর প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার থেকে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিজেপি। ইতিমধ্যেই সেই মঞ্চে সাংসদ সৌমিত্র খান সুমন বন্দ্যোপাধ্যায় সংসদ সুভাষ সরকার সহ বিভিন্ন নেতা-নেত্রীরা উপস্থিত হন। শনিবার ষষ্ঠ দিনের সেই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল ভারতী ঘোষ এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গেই বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমাল পাল এবং ম্যাজিস্ট্রেট শুভঙ্কর ভট্টাচার্য এসে বিজেপির নেতৃত্বকে ধরনা কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় এলাকাতে 144 ধারা জারি আছে অতএব এই ধরনের কোনো কর্মসূচি এদিন আর করা যাবে না। বিজেপি তাদের কর্মসূচি বন্ধ করতে অস্বীকার করলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার করা কর্মীদের কিছু সিউড়ি থানায় ও বাকিদের সদাইপুর থানায় রাখা হয়। ধৃত কর্মীও নেতৃত্তের মুক্তির দাবিতে সিউড়ি নেতাজি সুভাষ বাস স্ট্যান্ডের সামনে বসে পড়েন বিজেপির বাকি নেতা ও কর্মীরা সেখানে হাজির হন রাজু বন্দ্যোপাধ্যায়। ধৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস তারপর বিজেপি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। অন্যদিকে সদাইপুর থানায় ধৃত কর্মীদের দেখা করতে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ভারতী ঘোষের। সেদিন সন্ধ্যা পর্যন্ত ধৃত বিজেপি কর্মীদের ছাড়া হয়নি বলে জানা গিয়েছে। ভারতী ঘোষ অভিযোগ করে বলেন," নেমপ্লেট ছাড়া এবং মুখ ঢেকে পুলিশের উর্দি পরে কিছু মানুষ সেখানে ছিল। পুলিশের সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা সেখানে হাজির হয়েছিল। এ বিষয়ে আমি আদালতের দ্বারস্থ হব। পুলিশের কখনো উচিৎ নয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নির্লজ্জভাবে সমর্থন করা। বীরভূম জেলায় যে ঘটনা চলছে তা খুব নক্কারজনক।
Conclusion:
Last Updated : Sep 15, 2019, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.