ETV Bharat / state

Train Cancellation: শুরু হবে রামপুরহাট-চাতরা তৃতীয় লাইনের কাজ, বাতিল বহু ট্রেন

author img

By

Published : Aug 17, 2023, 9:55 PM IST

শুক্রবার থেকে রামপুরহাট-চাতরায় শুরু হচ্ছে তৃতীয় লাইনের কাজ ৷ তার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু ট্রেনকে আলাদা রুটে চালানো হবে বলে জানিয়েছে পূর্বরেলের হাওড়া ডিভিশন ৷

Etv Bharat
রামপুরহাট জংশন

রামপুরহাট, 17 অগস্ট: তৃতীয় লাইনের কাজ শুরু হবে ৷ তার জন্য 18 অগস্ট শুক্রবার থেকে পূর্বরেলের রামপুরহাট-চাতরা রুটে নিয়ন্ত্রণ করা হবে ট্রেন চলাচল । পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল-সহ বেশ কিছু ট্রেনকে আলাদা রুটে চালানো হবে ৷ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে পূর্বরেলের হাওড়া ডিভিশন ।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 18 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট-চাতরা লাইনে প্রায় 23 কিলোমিটার তৃতীয় লাইন তৈরির কাজ চলবে । এছাড়াও হবে প্রি-ইন্টারলকিং কাজ । আনুমানিক খরচ হবে 300 কোটি টাকা । কাজ চলাকালীন 10 জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়েও চালানো হবে ।

একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল । দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে । তবে নিত্যযাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে । এছাড়াও বাতিল করা হয়েছে, তারাপীঠ-বোলপুরগামী হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, দিঘা-মালদা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর, হাওড়া-সিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস ও রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস ।

আরও পড়ুন : আগামী মাসে বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, ভোগান্তি যাত্রীদের

এতগুলি ট্রেন বাতিলের ফলে প্রভাব পড়বে নিত্যযাত্রী থেকে আরম্ভ করে তারাপীঠের হোটেল ব্যবসার উপর । এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "তারাপীঠে মন্দিরকে কেন্দ্র করে আশপাশের গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের পেট চলে । আর সবটাই নির্ভর করে মা তারার ভক্ত সমাগমের উপর ৷ যার শতকরা 90 ভাগ মানুষ রেলপথে তারাপীঠে আসে । হোটেল ব্যবসা, ফুল ব্যবসা, খাবারের দোকান, রামপুরহাট তারাপীঠে কয়েকশো অটো চলে, সবই প্রায় বন্ধ হয়ে যাবে এই কয়েক দিন । রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে । কয়েক দিন পরই কৌশিকী অমাবস্যা, কয়েক লক্ষ ভক্তের ভিড় হবে । তার আগেই যাতে সমস্ত রকম কাজ সম্পূর্ণ হয় ।"

রামপুরহাট, 17 অগস্ট: তৃতীয় লাইনের কাজ শুরু হবে ৷ তার জন্য 18 অগস্ট শুক্রবার থেকে পূর্বরেলের রামপুরহাট-চাতরা রুটে নিয়ন্ত্রণ করা হবে ট্রেন চলাচল । পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল-সহ বেশ কিছু ট্রেনকে আলাদা রুটে চালানো হবে ৷ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে পূর্বরেলের হাওড়া ডিভিশন ।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 18 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট-চাতরা লাইনে প্রায় 23 কিলোমিটার তৃতীয় লাইন তৈরির কাজ চলবে । এছাড়াও হবে প্রি-ইন্টারলকিং কাজ । আনুমানিক খরচ হবে 300 কোটি টাকা । কাজ চলাকালীন 10 জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়েও চালানো হবে ।

একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছে রেল । দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে । তবে নিত্যযাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে । এছাড়াও বাতিল করা হয়েছে, তারাপীঠ-বোলপুরগামী হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, দিঘা-মালদা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর, হাওড়া-সিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস ও রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস ।

আরও পড়ুন : আগামী মাসে বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন, ভোগান্তি যাত্রীদের

এতগুলি ট্রেন বাতিলের ফলে প্রভাব পড়বে নিত্যযাত্রী থেকে আরম্ভ করে তারাপীঠের হোটেল ব্যবসার উপর । এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "তারাপীঠে মন্দিরকে কেন্দ্র করে আশপাশের গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের পেট চলে । আর সবটাই নির্ভর করে মা তারার ভক্ত সমাগমের উপর ৷ যার শতকরা 90 ভাগ মানুষ রেলপথে তারাপীঠে আসে । হোটেল ব্যবসা, ফুল ব্যবসা, খাবারের দোকান, রামপুরহাট তারাপীঠে কয়েকশো অটো চলে, সবই প্রায় বন্ধ হয়ে যাবে এই কয়েক দিন । রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করব যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে । কয়েক দিন পরই কৌশিকী অমাবস্যা, কয়েক লক্ষ ভক্তের ভিড় হবে । তার আগেই যাতে সমস্ত রকম কাজ সম্পূর্ণ হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.