ETV Bharat / state

কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বীরভূমের বেশ কিছু জায়গা

এদিন সিউড়ি শহর সহ জেলার বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি শুরু হয় । কয়েক মুহূর্তে তা ভয়ঙ্কর আকার নেয় । যার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিনিট ।তাতেই সিউড়ি থানা এলাকার বড় আলুন্দা, নন্দপুর, ভান্ডিবন সহ কয়েকটি গ্রামে ক্ষয়ক্ষতি হয় ।

কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বীরভূমের বেশ কিছু জায়গা
কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বীরভূমের বেশ কিছু জায়গা
author img

By

Published : May 25, 2020, 11:36 PM IST

বীরভূম, 25 মে: মাত্র কয়েক মিনিটের ঝড় । আর তাতেই ভেঙে পড়ল বাড়ির টিনের চাল, উপড়ে পড়ল বহু গাছ, ভাঙল বৈদ্যুতিক খুঁটি । সোমবারের ঝড়ে বীরভূমের সিউড়ি থানা এলাকার বেশ কয়েকটি গ্রাম পুরো লন্ডভন্ড হয়ে গেছে ।


এদিন সিউড়ি শহর সহ জেলার বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি শুরু হয় । কয়েক মুহূর্তে তা ভয়ঙ্কর আকার নেয় । যার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিনিট ।তাতেই সিউড়ি থানা এলাকার বড় আলুন্দা, নন্দপুর, ভান্ডিবন সহ কয়েকটি গ্রামে ক্ষয়ক্ষতি হয় । জেলার অন্যান্য জায়গাতেও কমবেশি ঝড় হয়েছে । বড় আলুন্দা ও নন্দপুর গ্রামে 15টির বেশি বাড়ির চাল উড়ে গেছে । প্রায় 30 থেকে 35টি গাছ ভেঙে পড়েছে । বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা ।"

অন্যদিকে একই সময়ে সিউড়ি 1 ব্লকের ভান্ডিবন, হুকমাপুর ও লাঙ্গুলিয়া গ্রামেও ঝড়ের প্রভাব পড়েছে । একাধিক বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়ে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় । এছাড়া হুকমাপুর থেকে ভান্ডিবন মন্দির যাওয়ার মূল রাস্তায় একটি বিশাল বট গাছ উপড়ে পড়ায় রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় । ভান্ডিবনের পার্শ্ববর্তী রায়পুর ও খটঙ্গা এলাকাতেও ঝড়ের প্রভাব পড়েছে ।

বীরভূম, 25 মে: মাত্র কয়েক মিনিটের ঝড় । আর তাতেই ভেঙে পড়ল বাড়ির টিনের চাল, উপড়ে পড়ল বহু গাছ, ভাঙল বৈদ্যুতিক খুঁটি । সোমবারের ঝড়ে বীরভূমের সিউড়ি থানা এলাকার বেশ কয়েকটি গ্রাম পুরো লন্ডভন্ড হয়ে গেছে ।


এদিন সিউড়ি শহর সহ জেলার বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি শুরু হয় । কয়েক মুহূর্তে তা ভয়ঙ্কর আকার নেয় । যার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিনিট ।তাতেই সিউড়ি থানা এলাকার বড় আলুন্দা, নন্দপুর, ভান্ডিবন সহ কয়েকটি গ্রামে ক্ষয়ক্ষতি হয় । জেলার অন্যান্য জায়গাতেও কমবেশি ঝড় হয়েছে । বড় আলুন্দা ও নন্দপুর গ্রামে 15টির বেশি বাড়ির চাল উড়ে গেছে । প্রায় 30 থেকে 35টি গাছ ভেঙে পড়েছে । বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা ।"

অন্যদিকে একই সময়ে সিউড়ি 1 ব্লকের ভান্ডিবন, হুকমাপুর ও লাঙ্গুলিয়া গ্রামেও ঝড়ের প্রভাব পড়েছে । একাধিক বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়ে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় । এছাড়া হুকমাপুর থেকে ভান্ডিবন মন্দির যাওয়ার মূল রাস্তায় একটি বিশাল বট গাছ উপড়ে পড়ায় রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় । ভান্ডিবনের পার্শ্ববর্তী রায়পুর ও খটঙ্গা এলাকাতেও ঝড়ের প্রভাব পড়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.