বীরভূম, 10 জুলাই : ফের বীরভূম থেকে উদ্ধার বোমা । পাড়ুই ও নানুর থেকে সাত ড্রাম বোমা উদ্ধার করল পুলিশ।
আজ সকালে জেলা পুলিশের একটি দল অভিযান চালায় নানুরের বন্দরগ্রামে । সেখানেই একটি পোলট্রি ফার্মের পিছন থেকে চারটি ড্রাম ভরতি বোমা উদ্ধার হয় । একইভাবে পাড়ুই থানার শিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তিন ড্রাম ভরতি বোমা উদ্ধার করে পুলিশ ।
সম্প্রতি, বীরভূমের মল্লারপুরের একটি ক্লাব ও লাভপুরের উপ-স্বাস্থ্যকেন্দ্র বোমা বিস্ফোরণে উড়ে যায় । বিরোধীদের অভিযোগ, গোটা জেলা কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে । এরপরই নড়ে বসে পুলিশ । জেলাজুড়ে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ । গত তিন দিন অভিযান চালিয়ে পুলিশ নানুর, লাভপুর, রামপুরহাট, পাড়ুই, সদাইপুর, দুবরাজপুর বিভিন্ন থানা থেকে 280টি বোমা, 9টি দেশি পিস্তল উদ্ধার করেছে । এখনও পর্যন্ত পুলিশ 1003 জনকে গ্রেপ্তার করেছে ।
আরও পড়ুন : বীরভূমে পুলিশি তল্লাশিতে উদ্ধার 112টি বোমা, গ্রেপ্তার 399
অন্যদিকে, আজ সকালে রামপুরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ । 11 হাজার 900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও 80 কেজি ডিটোনেটর উদ্ধার হয় ।
আরও পড়ুন : গভীর রাতে ক্লাবে বিস্ফোরণ, মজুত ছিল বোমা ?