ETV Bharat / state

বিদেশ থেকে ফিরেছে মালিক, সংক্রমণের আশঙ্কায় ইলামবাজারের রিসর্টে ভাঙচুর - corona doubt

রিসটের মালিক সদ্য বিদেশ থেকে এসেছে । তাই ইলামবাজারের গোপালনগর গ্রামের এক রিসর্টে ভাঙচুর চালালেন বাসিন্দারা ।

resort vandalism out of corona fear at illambazer in birbhum
resort vandalism out of corona fear at illambazer in birbhum
author img

By

Published : Apr 3, 2020, 4:25 PM IST

ইলামবাজার, 3 এপ্রিল: বিদেশ থেকে ফিরেছেন রিসর্ট মালিক । তাই তাঁর থেকে ছড়াতে পারে কোরোনা সংক্রমণ । সেই ভয় থেকে রিসর্টে ভাঙচুর চালালেন গ্রামের বাসিন্দারা । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের উস্কানিতেই বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামের ওই রিসর্টে ভাঙচুর চালানো হয় । বাধা দিতে গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে বোলপুরের SDPO-র নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।


ইলামবাজারের গোপালনগরে রাস্তার ধারে রয়েছে একটি বেসরকারি রিসর্ট । ওই রিসর্টের মালিক সম্প্রতি অ্যামেরিকা থেকে ফিরেছেন । তাই তাঁর থেকে ছড়াতে পারে কোরোনা সংক্রমণ, এই আশঙ্কায় আজ রিসর্টের সামনে জমায়েত হয়ে প্রথমে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । পরে রিসর্টটিতে ভাঙচুর চালানো হয় । যদিও তখন ঘটনাস্থানে ছিলেন না রিসর্ট মালিক ।

অভিযোগ, ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দিলীপ ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা লালন শেখের উস্কানিতে গ্রামের বাসিন্দারা ভাঙচুর চালান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ । পুলিশ বাধা দিতে গেলে তাদের গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় । পরে বোলপুরের SDPO অভিষেক রায়ের নেতৃত্বে পুলিশ গ্রামে পৌঁছায় । বিক্ষোভকারীদের দূরে সরিয়ে পরিস্থিতি সামাল দেয় তারা ।

এই বিষয়ে তৃণমূল পরিচালিত ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু বলেন, "গ্রামবাসীদের ভুল বোঝানো হয়েছিল । তাই এই ঘটনা ঘটেছে । গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করা হয়েছে ।"

ইলামবাজার, 3 এপ্রিল: বিদেশ থেকে ফিরেছেন রিসর্ট মালিক । তাই তাঁর থেকে ছড়াতে পারে কোরোনা সংক্রমণ । সেই ভয় থেকে রিসর্টে ভাঙচুর চালালেন গ্রামের বাসিন্দারা । অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের উস্কানিতেই বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামের ওই রিসর্টে ভাঙচুর চালানো হয় । বাধা দিতে গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে বোলপুরের SDPO-র নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।


ইলামবাজারের গোপালনগরে রাস্তার ধারে রয়েছে একটি বেসরকারি রিসর্ট । ওই রিসর্টের মালিক সম্প্রতি অ্যামেরিকা থেকে ফিরেছেন । তাই তাঁর থেকে ছড়াতে পারে কোরোনা সংক্রমণ, এই আশঙ্কায় আজ রিসর্টের সামনে জমায়েত হয়ে প্রথমে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা । পরে রিসর্টটিতে ভাঙচুর চালানো হয় । যদিও তখন ঘটনাস্থানে ছিলেন না রিসর্ট মালিক ।

অভিযোগ, ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দিলীপ ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা লালন শেখের উস্কানিতে গ্রামের বাসিন্দারা ভাঙচুর চালান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ । পুলিশ বাধা দিতে গেলে তাদের গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় । পরে বোলপুরের SDPO অভিষেক রায়ের নেতৃত্বে পুলিশ গ্রামে পৌঁছায় । বিক্ষোভকারীদের দূরে সরিয়ে পরিস্থিতি সামাল দেয় তারা ।

এই বিষয়ে তৃণমূল পরিচালিত ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু বলেন, "গ্রামবাসীদের ভুল বোঝানো হয়েছিল । তাই এই ঘটনা ঘটেছে । গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করা হয়েছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.