ETV Bharat / state

বোলপুর মহকুমা হাসপাতালে বিকল মর্গের ফ্রিজ, দুর্গন্ধে কাজ বন্ধ হওয়ার উপক্রম - দীপ্তেন্দু দত্ত

মর্গের ফ্রিজ খারাপ হয়ে পড়ে রয়েছে ৷ মৃতদেহের দুর্গন্ধের জেরে কাজ বন্ধ হওয়ার উপক্রম বোলপুর মহকুমা হাসপাতালে ৷

দুর্গন্ধে কাজ বন্ধ হওয়ার উপক্রম বোলপুর মহকুমা হাসপাতালে
দুর্গন্ধে কাজ বন্ধ হওয়ার উপক্রম বোলপুর মহকুমা হাসপাতালে
author img

By

Published : Jun 10, 2021, 9:15 PM IST

বোলপুর, 10 জুন : মৃতদেহ রাখার মর্গের রেফ্রিজারেটর সাত দিন ধরে বিকল । ফলে সেখানে রাখা মৃতদেহগুলি থেকে ইতিমধ্যেই দুর্গন্ধ বের হতে শুরু করেছে । এমনই চিত্র বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন মর্গে । পরিস্থিতি এতটাই খারাপ যে দ্রুত বিকল রেফ্রিজারেটর সারাই না করলে হাসপাতালে টেকা দায় হয়ে যাচ্ছে, এমনটাই জানালেন ভারপ্রাপ্ত সুপার ।



বোলপুর মহকুমা হাসপাতাল ভবনের ভেতরেই রয়েছে মর্গ । বিগত সাতদিন ধরে এই মর্গে রেফ্রিজারেটরটি বিকল হয়ে পড়ে রয়েছে এই মুহূর্তে পাঁচটি মৃতদেহ রয়েছে মর্গের মধ্যে । তার মধ্যে তিনটি শান্তিনিকেতন থানার অন্তর্গত অজ্ঞাত পরিচয় মৃতদেহ ও দুটি বোলপুর থানার অন্তর্গত । রেফ্রিজারেটর বিকল হওয়ায় ইতিমধ্যে দেহগুলি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ।

মর্গ সংলগ্ন এলাকাতেই সুপারের অফিস থেকে শুরু করে রয়েছে একাধিক বিভাগ-সহ প্রসূতি বিভাগ ৷ দুর্গন্ধের ফলে সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে তাঁদের আত্মীয় ও স্বাস্থ্যকর্মীরা ।

এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দীপ্তেন্দু দত্ত জানান, এর আগেও একবার এই রেফ্রিজারেটর খারাপ হয়েছিল । সঠিকভাবে সারাই না হওয়ায় ফের বিকল হয়ে যায় । ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি সহ জেলাশাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে জানানো হয়েছে ।

এছাড়াও তিনি আরও বলেন, "দ্রুত এই রেফ্রিজারেটর ঠিক না করলে, হাসপাতালে মর্গের দিকের সমস্ত কাজকর্ম আগামীকাল থেকে বন্ধ করে দিতে হবে । কারণ দুর্গন্ধ এতটাই যে টেকা দায় হয়ে উঠেছে ।"

মর্গের ফ্রিজ খারাপ , দুর্গন্ধের চোটে কাজ বন্ধ হওয়ার উপক্রম বোলপুর মহকুমা হাসপাতালে

আরও পড়ুন : বাড়িতে এসে ভ্যাকসিন দেওয়ার আর্জি বিশেষভাবে সক্ষমদের

বোলপুর, 10 জুন : মৃতদেহ রাখার মর্গের রেফ্রিজারেটর সাত দিন ধরে বিকল । ফলে সেখানে রাখা মৃতদেহগুলি থেকে ইতিমধ্যেই দুর্গন্ধ বের হতে শুরু করেছে । এমনই চিত্র বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন মর্গে । পরিস্থিতি এতটাই খারাপ যে দ্রুত বিকল রেফ্রিজারেটর সারাই না করলে হাসপাতালে টেকা দায় হয়ে যাচ্ছে, এমনটাই জানালেন ভারপ্রাপ্ত সুপার ।



বোলপুর মহকুমা হাসপাতাল ভবনের ভেতরেই রয়েছে মর্গ । বিগত সাতদিন ধরে এই মর্গে রেফ্রিজারেটরটি বিকল হয়ে পড়ে রয়েছে এই মুহূর্তে পাঁচটি মৃতদেহ রয়েছে মর্গের মধ্যে । তার মধ্যে তিনটি শান্তিনিকেতন থানার অন্তর্গত অজ্ঞাত পরিচয় মৃতদেহ ও দুটি বোলপুর থানার অন্তর্গত । রেফ্রিজারেটর বিকল হওয়ায় ইতিমধ্যে দেহগুলি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ।

মর্গ সংলগ্ন এলাকাতেই সুপারের অফিস থেকে শুরু করে রয়েছে একাধিক বিভাগ-সহ প্রসূতি বিভাগ ৷ দুর্গন্ধের ফলে সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে তাঁদের আত্মীয় ও স্বাস্থ্যকর্মীরা ।

এই বিষয়ে বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দীপ্তেন্দু দত্ত জানান, এর আগেও একবার এই রেফ্রিজারেটর খারাপ হয়েছিল । সঠিকভাবে সারাই না হওয়ায় ফের বিকল হয়ে যায় । ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি সহ জেলাশাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে জানানো হয়েছে ।

এছাড়াও তিনি আরও বলেন, "দ্রুত এই রেফ্রিজারেটর ঠিক না করলে, হাসপাতালে মর্গের দিকের সমস্ত কাজকর্ম আগামীকাল থেকে বন্ধ করে দিতে হবে । কারণ দুর্গন্ধ এতটাই যে টেকা দায় হয়ে উঠেছে ।"

মর্গের ফ্রিজ খারাপ , দুর্গন্ধের চোটে কাজ বন্ধ হওয়ার উপক্রম বোলপুর মহকুমা হাসপাতালে

আরও পড়ুন : বাড়িতে এসে ভ্যাকসিন দেওয়ার আর্জি বিশেষভাবে সক্ষমদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.