ETV Bharat / state

Gora Sarbadhikari passes away : প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী, শোকের ছায়া শান্তিনিকেতনে - গোরা সর্বাধিকারীর মৃত্যু

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী (Gora Sarbadhikari)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শান্তিনিকেতনে।

Gora Sarbadhikari
প্রয়াত প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী
author img

By

Published : Jan 20, 2022, 6:49 AM IST

শান্তিনিকেতন, 20 জানুয়ারি : প্রয়াত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী (Gora Sarbadhikari)। বয়স হয়েছিল 81 বছর । তাঁর প্রয়াণে শোকের ছায়া শান্তিনিকেতনে । একসময় বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষ পদ সামলেছেন সঙ্গীতশিল্পী ৷

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর প্রয়াত হন সেই বছরেরই 29 জুলাই জন্মগ্রহণ করেন গোরা সর্বাধিকারী (rabindra sangeet singer gora sarbadhikari passes away) ৷ ঝাড়গ্রামের বাসিন্দা গোরা সর্বাধিকারীর জার্মানিতে পড়তে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, বিশ্বভারতীর সঙ্গীতভবনে পড়ার সুযোগ পেয়ে বিদেশে যাওয়ার মোহ ত্যাগ করেন ৷ 20 বছর বয়স থেকে এখানেই থেকে যান তিনি ৷ এরপর আশ্রম কন্যা তথা গুরুদেবের স্নেহের ছাত্রী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন তিনি ৷ ধীরে ধীরে সঙ্গীত জগতের ধ্রুবতারা হয়ে উঠতে থাকেন গোরা সর্বাধিকারী ৷ পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষও হন ৷ এমনকী, বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির সদস্যও ছিলেন তিনি ৷

আরও পড়ুন: বর্ধিত হল পঠন-পাঠন বন্ধের সময়সীমা, নয়া নির্দেশিকা বিশ্বভারতীর

কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে 'কণিকা ধারা' নামে একটি সাংস্কৃতিক সংস্থা স্থাপন করেন গোরা সর্বাধিকারী। যার ধারা আজও অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী প্রয়াত হন ৷ তাঁর চলে যাওয়া রবীন্দ্রসঙ্গীত জগতে বিরাট ক্ষতি বলে মনে করছেন সকলেই ৷

শান্তিনিকেতন, 20 জানুয়ারি : প্রয়াত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী (Gora Sarbadhikari)। বয়স হয়েছিল 81 বছর । তাঁর প্রয়াণে শোকের ছায়া শান্তিনিকেতনে । একসময় বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষ পদ সামলেছেন সঙ্গীতশিল্পী ৷

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর প্রয়াত হন সেই বছরেরই 29 জুলাই জন্মগ্রহণ করেন গোরা সর্বাধিকারী (rabindra sangeet singer gora sarbadhikari passes away) ৷ ঝাড়গ্রামের বাসিন্দা গোরা সর্বাধিকারীর জার্মানিতে পড়তে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, বিশ্বভারতীর সঙ্গীতভবনে পড়ার সুযোগ পেয়ে বিদেশে যাওয়ার মোহ ত্যাগ করেন ৷ 20 বছর বয়স থেকে এখানেই থেকে যান তিনি ৷ এরপর আশ্রম কন্যা তথা গুরুদেবের স্নেহের ছাত্রী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন তিনি ৷ ধীরে ধীরে সঙ্গীত জগতের ধ্রুবতারা হয়ে উঠতে থাকেন গোরা সর্বাধিকারী ৷ পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষও হন ৷ এমনকী, বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির সদস্যও ছিলেন তিনি ৷

আরও পড়ুন: বর্ধিত হল পঠন-পাঠন বন্ধের সময়সীমা, নয়া নির্দেশিকা বিশ্বভারতীর

কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে 'কণিকা ধারা' নামে একটি সাংস্কৃতিক সংস্থা স্থাপন করেন গোরা সর্বাধিকারী। যার ধারা আজও অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী প্রয়াত হন ৷ তাঁর চলে যাওয়া রবীন্দ্রসঙ্গীত জগতে বিরাট ক্ষতি বলে মনে করছেন সকলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.