ETV Bharat / state

ব্যক্তিকে কুপিয়ে খুন, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ?

author img

By

Published : Aug 29, 2020, 3:08 PM IST

মৃত জ়াকিরের অধীনে শ্রমিকের কাজ করত মূল অভিযুক্ত বাবু শেখ । রাজস্থানে কাজ করতে গিয়ে বাবু ও আদিবাসী এক মহিলা বিয়ে করেন ।

person killed by lovers husband
মুরারইয়ে খুন এক ব্যক্তি

মুরারই, 29 অগাস্ট : মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন । মুরারইয়ের দু'নম্বর ব্লকের পাইকর থানার কলহপুর গ্রামের ঘটনা । মৃতের নাম জ়াকির শেখ । বয়স প্রায় 50 । ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখ পলাতক । মহিলাকে আটক করেছে পুলিশ ।

কলহপুর গ্রামের বাসিন্দা জ়াকির শেখ ঠিকাদারের কাজ করতেন । ভিন রাজ্যে শ্রমিকদের পাঠাতেন তিনি । পুলিশ সূত্রে খবর, চার-পাঁচ বছর আগে বাবু শেখ ও ঝাড়খণ্ডের আমড়াডাঙার বাসিন্দা এক আদিবাসী মহিলা জ়াকিরের অধীনে রাজস্থানে কাজ করতে যান । আদিবাসী মহিলার দাবি, সেখানে গিয়ে তাঁর ও বাবুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । এমনকী তাঁরা বিয়ে করেন বলেও দাবি ওই মহিলার । দু'বছর আগে বাবু ও তিনি ফিরে আসেন । এরপর জ়াকিরের সঙ্গে ওই মহিলার সম্পর্ক তৈরি হয় । এই নিয়ে থেকে বাবু ও জ়াকিরের মধ্যে প্রায়ই বিবাদ বাঁধত বলে জানা গেছে । মৃতের পরিবারের দাবি, গতকাল জ়াকিরের সঙ্গে ফের বচসা হয় বাবুর । অভিযোগ, বচসা চলাকালীন জ়াকিরের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় বাবু । ঘটনার খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান জ়াকিরের বাবা ও অন্যান্যরা । রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় ।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন

পুলিশ সূত্রে খবর, মৃতের আসল বাড়ি মুর্শিদাবাদে । কাজের সূত্রে তিনি মুরারইয়ে থাকতেন । তাঁর বিবি মুর্শিদাবাদেই থাকেন । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবু ও আদিবাসী মহিলা পরিকল্পনা করে এই খুন করতে পারেন । ঘটনার পর থেকে পলাতক বাবু । ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাইকর থানার পুলিশ ।

মুরারই, 29 অগাস্ট : মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন । মুরারইয়ের দু'নম্বর ব্লকের পাইকর থানার কলহপুর গ্রামের ঘটনা । মৃতের নাম জ়াকির শেখ । বয়স প্রায় 50 । ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখ পলাতক । মহিলাকে আটক করেছে পুলিশ ।

কলহপুর গ্রামের বাসিন্দা জ়াকির শেখ ঠিকাদারের কাজ করতেন । ভিন রাজ্যে শ্রমিকদের পাঠাতেন তিনি । পুলিশ সূত্রে খবর, চার-পাঁচ বছর আগে বাবু শেখ ও ঝাড়খণ্ডের আমড়াডাঙার বাসিন্দা এক আদিবাসী মহিলা জ়াকিরের অধীনে রাজস্থানে কাজ করতে যান । আদিবাসী মহিলার দাবি, সেখানে গিয়ে তাঁর ও বাবুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । এমনকী তাঁরা বিয়ে করেন বলেও দাবি ওই মহিলার । দু'বছর আগে বাবু ও তিনি ফিরে আসেন । এরপর জ়াকিরের সঙ্গে ওই মহিলার সম্পর্ক তৈরি হয় । এই নিয়ে থেকে বাবু ও জ়াকিরের মধ্যে প্রায়ই বিবাদ বাঁধত বলে জানা গেছে । মৃতের পরিবারের দাবি, গতকাল জ়াকিরের সঙ্গে ফের বচসা হয় বাবুর । অভিযোগ, বচসা চলাকালীন জ়াকিরের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় বাবু । ঘটনার খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান জ়াকিরের বাবা ও অন্যান্যরা । রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় ।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন

পুলিশ সূত্রে খবর, মৃতের আসল বাড়ি মুর্শিদাবাদে । কাজের সূত্রে তিনি মুরারইয়ে থাকতেন । তাঁর বিবি মুর্শিদাবাদেই থাকেন । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবু ও আদিবাসী মহিলা পরিকল্পনা করে এই খুন করতে পারেন । ঘটনার পর থেকে পলাতক বাবু । ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাইকর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.