ETV Bharat / state

Mamata Reacts on Budget: গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট, কেন্দ্রকে নিশানা মমতার - বাজেট নিয়ে প্রতিক্রিয়া মমতার

কেন্দ্রীয় বাজেটকে সুবিধাবাদীদের বাজেট এবং গরিব-বিরোধী বাজেট বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Reacts on Budget)৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 1, 2023, 2:13 PM IST

Updated : Feb 1, 2023, 3:12 PM IST

বীরভূমে মমতা

বোলপুর, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2023) সুবিধেবাদীদের বাজেট বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Reacts on Budget)৷ তাঁর দাবি, এই বাজেট গরিব-বিরোধী ৷ বোলপুরে মমতা বলেন, "এই বাজেটে বেকারদের জন্য কিছু নেই ৷ শুধুমাত্র এক শ্রেণির সুবিধের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে ৷ এই বাজেটে গরিব মানুষকে বঞ্চনা করা হয়েছে ৷"

'বাজেটে বেকারদের জন্য কিছু নেই': বর্তমানে বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চাঁছাছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাজেট না অন্য কিছু ! মুখে বলা হচ্ছে যে দারুণ নাকি বাজেট হয়েছে ৷ বাজেটে একটা কথাও বেকারদের জন্য বলা নেই । সব বিক্রি করে দিয়েছে ৷ চাকরির কথা বলার নেই ৷ 100 দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছিল ৷ যাঁরা 100 দিনের কাজ করেছেন তাঁদের বেতন পর্যন্ত দেয়নি ৷ ক্রিমিনাল অফেন্স এটা ৷ সংবিধানে বলা আছে 100 দিনের কাজ করলে টাকা দিতে হবে ৷ কিন্তু ওরা দেয়নি ৷"

'গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট': কেন্দ্রীয় বাজেটকে সুবিধেবাদীদের ও জনতা-বিরোধী বাজেট বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "গ্যাসের দাম গ্যাস বেলুনের মতো কমিয়েছে ৷ ছিল 700 টাকা, করল 1120, তার থেকে 1170 টাকা । বাড়িয়েছে 70 টাকা, কমিয়েছে 4 টাকা ৷ তাই বলছি, বিজেপিকে ভোট নয় ৷ এটা টোটাল অ্যান্টি পিপল বাজেট ৷"

আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য দরাজ-দিল নির্মলা

'বাজেটে টোটালটাই লোকসান': বাজেটে সেল্ফ হেল্প গ্রুপের জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর কথায়, "জিনিসপত্রের দাম আকাশছোঁয়া । বাজেটের নামে দরিদ্ররা হয়েছেন বঞ্চিত ৷ একাংশ হয়েছেন লাভবান ৷ টোটালটাই লোকসান ৷ মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৷ তাই আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে লাভ নেই ৷"

কেন্দ্রীয় দল পাঠানো ও ইডি-সিবিআই নিয়ে কেন্দ্রকে তোপ: বারবার কেন্দ্রীয় দল পাঠানো নিয়েও এ দিন কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আজ পর্যন্ত কোনও কথা রাখতে পারেনি কেন্দ্র সরকার ৷ এখানে একটা উইপোকা কামড়ালেও বিজেপি নেতারা সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয় ৷ উত্তরপ্রদেশে পাঠাও না ৷ ডাকাত সর্দাররা বসে আছে ওখানে, কটাকে বের করেছো । উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের প্যারোলে ছেড়ে দিয়েছো । আমি এই রকম সরকার দেখিনি ৷ যাকে পারছে সিবিআই-ইডি ধরাচ্ছে । আর টিকটিকি ঢুকলেই এনআইএ ঢুকে যাচ্ছে ৷ কাল নাকি সারা দেশজুড়ে রেইড হয়েছে । কেন টাকা নেই বুঝি !"

বীরভূমে মমতা

বোলপুর, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2023) সুবিধেবাদীদের বাজেট বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Reacts on Budget)৷ তাঁর দাবি, এই বাজেট গরিব-বিরোধী ৷ বোলপুরে মমতা বলেন, "এই বাজেটে বেকারদের জন্য কিছু নেই ৷ শুধুমাত্র এক শ্রেণির সুবিধের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে ৷ এই বাজেটে গরিব মানুষকে বঞ্চনা করা হয়েছে ৷"

'বাজেটে বেকারদের জন্য কিছু নেই': বর্তমানে বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চাঁছাছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাজেট না অন্য কিছু ! মুখে বলা হচ্ছে যে দারুণ নাকি বাজেট হয়েছে ৷ বাজেটে একটা কথাও বেকারদের জন্য বলা নেই । সব বিক্রি করে দিয়েছে ৷ চাকরির কথা বলার নেই ৷ 100 দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছিল ৷ যাঁরা 100 দিনের কাজ করেছেন তাঁদের বেতন পর্যন্ত দেয়নি ৷ ক্রিমিনাল অফেন্স এটা ৷ সংবিধানে বলা আছে 100 দিনের কাজ করলে টাকা দিতে হবে ৷ কিন্তু ওরা দেয়নি ৷"

'গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট': কেন্দ্রীয় বাজেটকে সুবিধেবাদীদের ও জনতা-বিরোধী বাজেট বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "গ্যাসের দাম গ্যাস বেলুনের মতো কমিয়েছে ৷ ছিল 700 টাকা, করল 1120, তার থেকে 1170 টাকা । বাড়িয়েছে 70 টাকা, কমিয়েছে 4 টাকা ৷ তাই বলছি, বিজেপিকে ভোট নয় ৷ এটা টোটাল অ্যান্টি পিপল বাজেট ৷"

আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য দরাজ-দিল নির্মলা

'বাজেটে টোটালটাই লোকসান': বাজেটে সেল্ফ হেল্প গ্রুপের জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর কথায়, "জিনিসপত্রের দাম আকাশছোঁয়া । বাজেটের নামে দরিদ্ররা হয়েছেন বঞ্চিত ৷ একাংশ হয়েছেন লাভবান ৷ টোটালটাই লোকসান ৷ মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৷ তাই আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে লাভ নেই ৷"

কেন্দ্রীয় দল পাঠানো ও ইডি-সিবিআই নিয়ে কেন্দ্রকে তোপ: বারবার কেন্দ্রীয় দল পাঠানো নিয়েও এ দিন কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আজ পর্যন্ত কোনও কথা রাখতে পারেনি কেন্দ্র সরকার ৷ এখানে একটা উইপোকা কামড়ালেও বিজেপি নেতারা সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয় ৷ উত্তরপ্রদেশে পাঠাও না ৷ ডাকাত সর্দাররা বসে আছে ওখানে, কটাকে বের করেছো । উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের প্যারোলে ছেড়ে দিয়েছো । আমি এই রকম সরকার দেখিনি ৷ যাকে পারছে সিবিআই-ইডি ধরাচ্ছে । আর টিকটিকি ঢুকলেই এনআইএ ঢুকে যাচ্ছে ৷ কাল নাকি সারা দেশজুড়ে রেইড হয়েছে । কেন টাকা নেই বুঝি !"

Last Updated : Feb 1, 2023, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.