ETV Bharat / state

বোলপুরের সুফল বাংলায় পিঁয়াজ বিক্রির সময় লুট

বোলপুরে রাজ্যের কৃষি বিপণন বিভাগের অন্তর্গত সুফল বাংলার দোকানে আজ ২ কুইন্টাল পিঁয়াজ আনা হয়েছিল । মাথাপিছু ৫৯ টাকা কেজি দরে এক কেজি পিঁয়াজ বিক্রি করা হচ্ছিল । সেই মতো লাইন পড়েছিল অনেক দূর পর্যন্ত । পরের দিকে পিঁয়াজ কম পড়ায় মাথাপিছু ৫০০ গ্রাম করে পেঁয়াজ দিতে শুরু করে । এরপরই ক্রেতাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায় । সেই সময় প্রায় ২৫ কেজি মতো পিঁয়াজ লুট করে নিয়ে যায় ।

image
পিঁয়াজ লুট
author img

By

Published : Dec 9, 2019, 4:09 PM IST

বোলপুর, 9 ডিসেম্বর : রাজ্য কৃষি বিপণন বিভাগের সুফল বাংলার বোলপুরের দোকান থেকে পিঁয়াজ লুট । আজ সস্তায় পিঁয়াজ বণ্টনের সময় প্রায় 25 কেজি পিঁয়াজ লুট করে নিয়ে যায় ক্রেতারা । এমন কী, কর্মীদের ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ ।

বোলপুরে রাজ্যের কৃষি বিপণন বিভাগের অন্তর্গত সুফল বাংলার দোকানে আজ ২ কুইন্টাল পিঁয়াজ আনা হয়েছিল। মাথাপিছু ৫৯ টাকা কেজি দরে এককেজি করে পিঁয়াজ বিক্রি করা হচ্ছিল । সেই মত লাইন পড়েছিল অনেক দূর পর্যন্ত । পরের দিকে পিঁয়াজ কম পড়ায় মাথাপিছু ৫০০ গ্রাম করে পিঁয়াজ দিতে শুরু করেন কর্মীরা । এরপরই ক্রেতাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায় । সেই সময় প্রায় ২৫ কেজি মতো পিঁয়াজ লুট করে নিয়ে যায় । এমন কী, সুফল বাংলার কর্মীদের ধাক্কাধাক্কি করে । মারধর করার হুমকি দেয় । এ ঘটনায় সস্তায় পিঁয়াজ বিক্রি করতে ভয় পাচ্ছেন কর্মীরা ।

দেখুন ভিডিয়ো

এ প্রসঙ্গে জেলা কৃষি বিপণন আধিকারিক অচিন্ত্য থোকদার বলেন, "খবর পেয়েছি । পুলিশকে জানিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব আমরা ।"

বোলপুর, 9 ডিসেম্বর : রাজ্য কৃষি বিপণন বিভাগের সুফল বাংলার বোলপুরের দোকান থেকে পিঁয়াজ লুট । আজ সস্তায় পিঁয়াজ বণ্টনের সময় প্রায় 25 কেজি পিঁয়াজ লুট করে নিয়ে যায় ক্রেতারা । এমন কী, কর্মীদের ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ ।

বোলপুরে রাজ্যের কৃষি বিপণন বিভাগের অন্তর্গত সুফল বাংলার দোকানে আজ ২ কুইন্টাল পিঁয়াজ আনা হয়েছিল। মাথাপিছু ৫৯ টাকা কেজি দরে এককেজি করে পিঁয়াজ বিক্রি করা হচ্ছিল । সেই মত লাইন পড়েছিল অনেক দূর পর্যন্ত । পরের দিকে পিঁয়াজ কম পড়ায় মাথাপিছু ৫০০ গ্রাম করে পিঁয়াজ দিতে শুরু করেন কর্মীরা । এরপরই ক্রেতাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায় । সেই সময় প্রায় ২৫ কেজি মতো পিঁয়াজ লুট করে নিয়ে যায় । এমন কী, সুফল বাংলার কর্মীদের ধাক্কাধাক্কি করে । মারধর করার হুমকি দেয় । এ ঘটনায় সস্তায় পিঁয়াজ বিক্রি করতে ভয় পাচ্ছেন কর্মীরা ।

দেখুন ভিডিয়ো

এ প্রসঙ্গে জেলা কৃষি বিপণন আধিকারিক অচিন্ত্য থোকদার বলেন, "খবর পেয়েছি । পুলিশকে জানিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব আমরা ।"

Intro:বোলপুর, ৯ ডিসেম্বরঃ রাজ্য কৃষি বিপণন বিভাগের সুফল বাংলার বোলপুরের দোকান থেকে পিঁয়াজ লুঠ হয়ে গেল এদিন। সস্তায় পিঁয়াজ বন্টনের সময় প্রায় ২৫ কেজি পিঁয়াজ লুঠ করে নিয়ে যায় ক্রেতারা। এমনকি, কর্মীদের ধাক্কাধাক্কি করে।Body:বোলপুর, ৯ ডিসেম্বরঃ রাজ্য কৃষি বিপণন বিভাগের সুফল বাংলার বোলপুরের দোকান থেকে পিঁয়াজ লুঠ হয়ে গেল এদিন। সস্তায় পিঁয়াজ বন্টনের সময় প্রায় ২৫ কেজি পিঁয়াজ লুঠ করে নিয়ে যায় ক্রেতারা। এমনকি,

জেলা কৃষি বিপণন আধিকারিক অচিন্ত্য থোকদার বলেন, "খবর পেয়েছি। পুলিশকে জানিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব আমরা।"

বোলপুর রাজ্যের কৃষি বিপণন বিভাগের অন্তর্গত সুফল বাংলার দোকানে এদিন ২ কুইন্টাল পিঁয়াজ আনা হয়েছিল। মাথাপিছু ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছিল। সেই মত লাইন পড়েছিল অনেক দূর পর্যন্ত। পরের দিকে পিঁয়াজ কম পড়ায় মাথাপিছু ৫০০ গ্রাম করে পিঁয়াজ দিতে শুরু করে। এরপরেই ক্রেতাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যায়। সেই সময় প্রায় ২৫ কেজি মত পিঁয়াজ লুঠ করে নিয়ে যায়। এমনকি, সুফল বাংলার কর্মীদের ধাক্কাধাক্কি করে। মারধর করার হুমকি দেয়। সস্তায় পিঁয়াজ বিক্রি করতে ভয় পাচ্ছেন কর্মীরা।
দেশ জুড়ে আকাশ ছোঁয়া পিঁয়াজের দামের জন্য এই পরিস্থিতি। তাই সস্তায় পিঁয়াজ দিলেই লুঠ হবে বলে মনে করছেন কর্মীরা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.