ETV Bharat / state

কোরোনা: মল্লারপুরের পর এবার বীরভূমের রামপুরহাট - বরশাল পঞ্চায়েত

রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল পঞ্চায়েতের গ্রামের এক যুবক কোরোনা আক্রান্ত ৷ বর্তমানে তাঁকে রাখা হয়েছে রামপুরহাটের একটি আইসোলেশন সেন্টারে ।

rampur
রামপুরহাট
author img

By

Published : May 6, 2020, 8:04 PM IST

রামপুরহাট, 6মে: মল্লারপুরের পর এবার রামপুরহাটে কোরোনা আতঙ্ক । রামপুরহাটে 1 নম্বর ব্লকের কিষান মান্ডির কোয়ারানটিনে থাকা এক যুবকের কোরোনা পজিটি়ভ রিপোর্ট এসেছে।

এই যুবক কর্মসূত্রে হাওড়ায় থাকতেন। তাঁর বাড়ি রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল পঞ্চায়েতের গ্রামে। গত 28 তারিখ হাওড়া থেকে রামপুরহাট এসেছিলেন তিনি । বর্তমানে তাঁকে রামপুরহাটের কিষান মান্ডির কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

গত 2 মে তাঁর শরীরের সোয়াব নমুনা সংগ্রহ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে টেস্টিং এর জন্য পাঠানো হয়। পরে জানা যায় তিনি কেরোনা পজিটি়ভ ৷ কোরোনা সংক্রমণ খবর পাওয়ার পরে তাঁকে রাখা হয়েছে রামপুরহাটের একটি আইসোলেশন সেন্টারে ৷

রামপুরহাট, 6মে: মল্লারপুরের পর এবার রামপুরহাটে কোরোনা আতঙ্ক । রামপুরহাটে 1 নম্বর ব্লকের কিষান মান্ডির কোয়ারানটিনে থাকা এক যুবকের কোরোনা পজিটি়ভ রিপোর্ট এসেছে।

এই যুবক কর্মসূত্রে হাওড়ায় থাকতেন। তাঁর বাড়ি রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল পঞ্চায়েতের গ্রামে। গত 28 তারিখ হাওড়া থেকে রামপুরহাট এসেছিলেন তিনি । বর্তমানে তাঁকে রামপুরহাটের কিষান মান্ডির কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

গত 2 মে তাঁর শরীরের সোয়াব নমুনা সংগ্রহ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে টেস্টিং এর জন্য পাঠানো হয়। পরে জানা যায় তিনি কেরোনা পজিটি়ভ ৷ কোরোনা সংক্রমণ খবর পাওয়ার পরে তাঁকে রাখা হয়েছে রামপুরহাটের একটি আইসোলেশন সেন্টারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.