নলহাটি, 30 এপ্রিল : বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর স্ত্রীর । শনিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে, বীরভূমের নলহাটি থানার নাকপুর চেকপোস্টের কাছে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বামী (wife killed in road accident and husband hospitalised)।
মৃতার নাম পিনু লেট । তাঁর বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার কালুহা গ্রামে । আহত ব্যক্তির নাম রতন লেট ৷ স্বামী রতন লেটকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আজ সকালে স্ত্রী পিনু লেটকে মোটর সাইকেলে চাপিয়ে জাতীয় সড়ক ধরে মোড়গ্রামের দিকে যাচ্ছিলেন রতন। সেই সময় মোড়গ্রামের দিক থেকে একটি সরকারি বাস রামপুরহাটের দিকে আসছিল । এলাকাবাসীদের অনুমান, সেই সরকারি বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী পিনু লেটের ।
আরও পড়ুন : 7 arrested for filling the pond : পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার 7