ETV Bharat / state

রাজ্য স্বনির্ভর, বিশ্বভারতীর সঙ্গে কাজ করার পরিকল্পনা নেই, মন্তব্য ইন্দ্রনীল সেনের - বিশ্বভারতী সঙ্গে কাজ করা নিয়ে মন্তব্য ইন্দ্রনীলের

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবই স্তব্ধ । প্রভাব পড়েছে সব ক্ষেত্রে ৷ তবে পর্যটন শিল্পকে ঢেলে সাজিয়ে পুনরায় চাঙ্গা করার দিকে নজর দিতে চান নতুন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । গতকাল, তিনি বীরভূম সফরে আসেন । প্রথমে তারাপীঠে যান । বোলপুরের বল্লভপুরে রাঙাবিতানের আদলে 'তারাবিতান' তৈরির কথা ঘোষণা করেন ৷ পরে বিশ্বভারতীর সঙ্গে কাজ করার পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি ৷

Indranil Sen
ইন্দ্রনীল সেন
author img

By

Published : Jul 4, 2021, 7:44 AM IST

Updated : Jul 4, 2021, 8:34 AM IST

বোলপুর, 4 জুলাই : "রাজ্য স্বনির্ভর, বিশ্বভারতীর সঙ্গে যৌথভাবে কাজ করার কোনও পরিকল্পনা নেই ৷" গতকাল বীরভূমে এসে এমনই বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । বোলপুর-শান্তিনিকেতনের পর্যটনকে উন্নত করতে বিশ্বভারতীকে কেন্দ্র করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দফতর যৌথভাবে বিভিন্ন আলোচনা সভা করেছে । এদিন, বীরভূমের পর্যটনকে ঢেলে সাজাতে তারাপীঠ, জয়দেব ও বোলপুর ঘুরে দেখেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ।

করোনা আবহে পর্যটন শিল্প সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। মাঝে পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় দীঘা, মন্দারমণি, শান্তিনিকেতন, উত্তরবঙ্গের দার্জিলিং প্রভৃতি খুলে দেওয়া হয়েছিল । ফের করোনার দ্বিতীয় ঢেউয়ে সবই স্তব্ধ । তবে পর্যটন শিল্পকে ঢেলে সাজিয়ে পুনরায় চাঙ্গা করার দিকে নজর দিতে চান নতুন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকাল, তিনি বীরভূম সফরে আসেন । প্রথমে তারাপীঠে যান । বোলপুরের বল্লভপুরে রাঙাবিতানের আদলে 'তারাবিতান' তৈরির কথা ঘোষণা করেন ৷

উল্লেখ্য, অজয় নদের তীরে জয়দেব-কেন্দুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হচ্ছে 'বাউল একাডেমি'। দীর্ঘ ছয় বছর ধরে এই কাজ কার্যত থমকে রয়েছে ৷ এদিন, সেই কাজ ঘুরে দেখেন পর্যটন মন্ত্রী। ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করার জন্য বীরভূম জেলা শাসক বিধান রায়কে নির্দেশ দেন মন্ত্রী । পরে বোলপুরে 'বাউল বিতান' দেখতে আসেন তিনি ৷ প্রায় 11..23 একর জমির উপর তৈরি হচ্ছে বাউল বিতান । এখানে হস্ত ও কুটির শিল্পীর খোলা বাজার সহ কটেজ তৈরি হচ্ছে ।

কী বললেন ইন্দ্রনীল সেন ? শুনে নিন...

আরও পড়ুন, তৃণমূলকে এক ইঞ্চিও ছাড় নয়, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলীপ-শুভেন্দুর

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "করোনার জন্য সব কিছুতেই বাধা পড়েছে । তবে এই পরিস্থিতিতেও রাজ্য পর্যটন দফতর খুব ভাল কাজ করে চলেছে ৷ আগামীতে পরিবেশ স্বাভাবিক হলে পর্যটনে এই রাজ্য অনেক উন্নতি করবে । মানুষের ঢল নেওয়া যাবে না । তারাবিতান হচ্ছে । খুব তাড়াতাড়ি বাউল একাডেমি, রাঙাবিতান 2, বাউল বিতান গড়ে উঠবে ।"

উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দফতর যৌথভাবে বিশ্বভারতীকে সামনে রেখে পর্যটন শিল্পের উন্নতিতে জোর দেওয়ার উদ্যোগ নিয়েছিল । বিশেষ করে বোলপুর-শান্তিনিকেতনের পর্যটনের প্রসার ঘটাতে একাধিক সেমিনারও হয়েছিল । বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত চরমে । তাই বন্ধ সমস্ত যৌথ সেমিনারও । এই প্রসঙ্গে ইন্দ্রনীল সেন জানিয়ে দেন বিশ্বভারতীর সঙ্গে যৌথভাবে কাজ করার কোনও পরিকল্পনা নেই ৷ বলেন, "2018 সালে একটি সেমিনার হয়েছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য পর্যটন দফতর এখন স্বনির্ভর । অনেক আয়ও হচ্ছে ৷ "

বোলপুর, 4 জুলাই : "রাজ্য স্বনির্ভর, বিশ্বভারতীর সঙ্গে যৌথভাবে কাজ করার কোনও পরিকল্পনা নেই ৷" গতকাল বীরভূমে এসে এমনই বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন । বোলপুর-শান্তিনিকেতনের পর্যটনকে উন্নত করতে বিশ্বভারতীকে কেন্দ্র করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দফতর যৌথভাবে বিভিন্ন আলোচনা সভা করেছে । এদিন, বীরভূমের পর্যটনকে ঢেলে সাজাতে তারাপীঠ, জয়দেব ও বোলপুর ঘুরে দেখেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ।

করোনা আবহে পর্যটন শিল্প সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। মাঝে পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় দীঘা, মন্দারমণি, শান্তিনিকেতন, উত্তরবঙ্গের দার্জিলিং প্রভৃতি খুলে দেওয়া হয়েছিল । ফের করোনার দ্বিতীয় ঢেউয়ে সবই স্তব্ধ । তবে পর্যটন শিল্পকে ঢেলে সাজিয়ে পুনরায় চাঙ্গা করার দিকে নজর দিতে চান নতুন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকাল, তিনি বীরভূম সফরে আসেন । প্রথমে তারাপীঠে যান । বোলপুরের বল্লভপুরে রাঙাবিতানের আদলে 'তারাবিতান' তৈরির কথা ঘোষণা করেন ৷

উল্লেখ্য, অজয় নদের তীরে জয়দেব-কেন্দুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হচ্ছে 'বাউল একাডেমি'। দীর্ঘ ছয় বছর ধরে এই কাজ কার্যত থমকে রয়েছে ৷ এদিন, সেই কাজ ঘুরে দেখেন পর্যটন মন্ত্রী। ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করার জন্য বীরভূম জেলা শাসক বিধান রায়কে নির্দেশ দেন মন্ত্রী । পরে বোলপুরে 'বাউল বিতান' দেখতে আসেন তিনি ৷ প্রায় 11..23 একর জমির উপর তৈরি হচ্ছে বাউল বিতান । এখানে হস্ত ও কুটির শিল্পীর খোলা বাজার সহ কটেজ তৈরি হচ্ছে ।

কী বললেন ইন্দ্রনীল সেন ? শুনে নিন...

আরও পড়ুন, তৃণমূলকে এক ইঞ্চিও ছাড় নয়, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলীপ-শুভেন্দুর

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, "করোনার জন্য সব কিছুতেই বাধা পড়েছে । তবে এই পরিস্থিতিতেও রাজ্য পর্যটন দফতর খুব ভাল কাজ করে চলেছে ৷ আগামীতে পরিবেশ স্বাভাবিক হলে পর্যটনে এই রাজ্য অনেক উন্নতি করবে । মানুষের ঢল নেওয়া যাবে না । তারাবিতান হচ্ছে । খুব তাড়াতাড়ি বাউল একাডেমি, রাঙাবিতান 2, বাউল বিতান গড়ে উঠবে ।"

উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দফতর যৌথভাবে বিশ্বভারতীকে সামনে রেখে পর্যটন শিল্পের উন্নতিতে জোর দেওয়ার উদ্যোগ নিয়েছিল । বিশেষ করে বোলপুর-শান্তিনিকেতনের পর্যটনের প্রসার ঘটাতে একাধিক সেমিনারও হয়েছিল । বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত চরমে । তাই বন্ধ সমস্ত যৌথ সেমিনারও । এই প্রসঙ্গে ইন্দ্রনীল সেন জানিয়ে দেন বিশ্বভারতীর সঙ্গে যৌথভাবে কাজ করার কোনও পরিকল্পনা নেই ৷ বলেন, "2018 সালে একটি সেমিনার হয়েছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য পর্যটন দফতর এখন স্বনির্ভর । অনেক আয়ও হচ্ছে ৷ "

Last Updated : Jul 4, 2021, 8:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.