শান্তিনিকেতন, 19 জুন : অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে ভ্রূণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী মহিলার বিরুদ্ধে । অভিযুক্ত মহিলার নাম আশা মাহাত । ওই মহিলাকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ । ঘটনাটি শান্তিনিকেতন থানার লালবাঁধ এলাকার ।
লালবাঁধ এলাকার বাসিন্দা বিমল মাহাত পেশায় রাজমিস্ত্রি । তাঁর স্ত্রী মীনা মাহাত 6 মাসের অন্তঃসত্ত্বা । তাঁদের 3 বছরের একটি কন্যাসন্তান আছে । মঙ্গলবার প্রতিবেশী আশা মাহাতর বাড়ির কাছে মলত্যাগ করে তাঁদের কন্যাসন্তান । এরপরই মীনার সঙ্গে বচসা শুরু হয় আশার । অভিযোগ, সেইসময় মীনার পেটে লাথি মারে আশা । রক্তপাত শুরু হয় মীনার । স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।
হাসপাতালে তাঁর গর্ভপাত হয় । হাসপাতাল থেকে নিয়ে এসে মৃত ভ্রূণটিকে বাড়ির সামনে পুকুরের পাড়ে পুঁতে দেয় মীনার পরিবারের সদস্যরা । খবর পেয়ে বাড়িতে আসেন মীনার স্বামী বিমল । ঘটনাটি জানার পর তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন । আজ পুলিশ এসে পুকুর পাড় থেকে ভ্রূণটিকে উদ্ধার করে । পাশাপাশি তদন্তের স্বার্থে ভিডিয়োগ্রাফি করে ।