ETV Bharat / state

ঘুমন্ত যুবতির উপর অ্যাসিড হামলা - acid attack in bengal

রামপুরহাটে শুক্রবার গভীর রাতে এক যুবতির উপর অ্যাসিড হামলা হয় । ঘটনার সময় তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন । অ্যাসিডে তাঁর হাত পুড়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত করছে ।

acid
author img

By

Published : Oct 18, 2019, 3:40 AM IST

Updated : Oct 18, 2019, 12:59 PM IST

রামপুরহাট, 18 অক্টোবর, : রামপুরহাট শহরের 4 নম্বর ওয়ার্ডের মালপাড়ায় শুক্রবার গভীর রাতে এক যুবতির উপর অ্যাসিড হামলা হয় । যুবতির নাম টিনা খাতুন । ঘটনার সময় ওই যুবতি তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন । পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

রাতের টিনার বিছানার পাশে জানালা খোলা ছিল । তখন কেউ বা কারা কাচের বাল্বে ভরে অ্যাসিড জানালা দিয়ে তাঁর গায়ে ছুড়ে মারে । টিনা বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম । হঠাৎ জানালা দিয়ে কিছু একটা আমার গায়ে পড়ে । তারপর হাত জ্বলতে থাকে । উঠে দেখি বিছানার চারপাশে কাচের টুকরো l ঘরে অ্যাসিডের গন্ধ l তবে আমার মুখ কাপড়ে ঢাকা ছিল তাই অ্যাসিড মুখে লাগেনি । তবে হাতের অনেকটা পুড়ে গেছে l"

ঘটনার পর প্রতিবেশীরা রামপুরহাট থানায় ফোন করলে পুলিশ আসে । তারা টিনাকে রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় l টিনা এখন সেখানে চিকিৎসাধীন l পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে । এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

acid attack
যুবতির হাতে অ্যাসিডের ক্ষত।

উল্লেখ্য, গত মাসে দাসপুরে দুই কিশোরীর উপর অ্যাসিড হামলা হয় । প্রাইভেট কোচিং থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা হয়েছিল । রাত 8টা নাগাদ তারা যখন সাইকেলে চেপে বাড়ি ফিরছিল এক যুবক তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে । এক ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত হয় । অন্য একজনের পিঠ পুড়ে যায় ।

দেখুন ভিডিয়ো

রামপুরহাট, 18 অক্টোবর, : রামপুরহাট শহরের 4 নম্বর ওয়ার্ডের মালপাড়ায় শুক্রবার গভীর রাতে এক যুবতির উপর অ্যাসিড হামলা হয় । যুবতির নাম টিনা খাতুন । ঘটনার সময় ওই যুবতি তাঁর ঘরে ঘুমিয়ে ছিলেন । পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

রাতের টিনার বিছানার পাশে জানালা খোলা ছিল । তখন কেউ বা কারা কাচের বাল্বে ভরে অ্যাসিড জানালা দিয়ে তাঁর গায়ে ছুড়ে মারে । টিনা বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম । হঠাৎ জানালা দিয়ে কিছু একটা আমার গায়ে পড়ে । তারপর হাত জ্বলতে থাকে । উঠে দেখি বিছানার চারপাশে কাচের টুকরো l ঘরে অ্যাসিডের গন্ধ l তবে আমার মুখ কাপড়ে ঢাকা ছিল তাই অ্যাসিড মুখে লাগেনি । তবে হাতের অনেকটা পুড়ে গেছে l"

ঘটনার পর প্রতিবেশীরা রামপুরহাট থানায় ফোন করলে পুলিশ আসে । তারা টিনাকে রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় l টিনা এখন সেখানে চিকিৎসাধীন l পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে । এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

acid attack
যুবতির হাতে অ্যাসিডের ক্ষত।

উল্লেখ্য, গত মাসে দাসপুরে দুই কিশোরীর উপর অ্যাসিড হামলা হয় । প্রাইভেট কোচিং থেকে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা হয়েছিল । রাত 8টা নাগাদ তারা যখন সাইকেলে চেপে বাড়ি ফিরছিল এক যুবক তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে । এক ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত হয় । অন্য একজনের পিঠ পুড়ে যায় ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:রামপুরহাট, 18 অক্টোবর, : রামপুরহাট শহরের মধ্যে 4 নং ওয়ার্ডের মালপাড়ায় মধ্যে রাত্রে ঘটলো যুবতী কে এসিড মারার ঘটনাl টিনা খাতুন নামের এই যুবতী বাড়ির মধ্যে শুয়ে ছিলl জানলা দিয়ে ব্ল্যাপের ভিতরে এসিড ভরে ছুড়ে দিলো দুষ্কৃতীরাl যুবতীর অভিযোগ, " বাড়ির মধ্যে আমি শুয়ে ছিলাম, ঘুমিয়ে ছিলামl হঠাৎ ই আমার গায়ে কি জানো একটা পড়লো, সারা গা জ্বালা করতে লাগলোl উঠে দেখি বিছানার চারিদিকে কাঁচের টুকরোl আর এসিডের গন্ধl মুখ ঢাকা ছিল বলে মুখে লাগে নি তবে সারা শরীর পুড়ে গেছেl প্রতিবেশীরা রামপুরহাট থানায় ফোন করলে পুলিশ এসে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়l আপাতত যুবতী চিকিৎসাধিনlConclusion:
Last Updated : Oct 18, 2019, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.