ETV Bharat / state

বন্দুক দেখিয়ে স্থানীয় BJP নেতার মেয়েকে অপহরণ - birbhum

লাভপুরে স্থানীয় BJP নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 16, 2019, 6:56 PM IST

লাভপুর, ১৬ ফেব্রুয়ারি : স্থানীয় BJP নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। গতরাতে বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গতরাত থেকেই রাস্তা অবরোধ করে। আগুন জ্বালিয়ে দেয় রাস্তায়। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ওই যুবতির। ঘটনাটি বীরভূমের লাভপুরের। লাভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কিছুদিন আগে তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছেন সুপ্রভাত বটব্যাল। তাঁর অনুপস্থিতিতে চারজন দুষ্কৃতী বন্দুক নিয়ে চড়াও হয় বাড়িতে। দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ে পারমিতা বটব্যালের (২৩) মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পারমিতার কোনও খোঁজ পায়নি পুলিশ। সুপ্রভাতবাবুর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তিনি বলেন, "আমাকে মারতে এসে না পেয়ে মেয়েকে তুলে নিয়ে গেছে।"

ঘটনাকে কেন্দ্র করে গতরাত থেকেই সিউড়ি-কাটোয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আজ সকালেও গ্রামে ঢুকতে দিচ্ছেন না এলাকাবাসীরা। এমন কী, সাংবাদিকদেরও গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না।

লাভপুর, ১৬ ফেব্রুয়ারি : স্থানীয় BJP নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। গতরাতে বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গতরাত থেকেই রাস্তা অবরোধ করে। আগুন জ্বালিয়ে দেয় রাস্তায়। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ওই যুবতির। ঘটনাটি বীরভূমের লাভপুরের। লাভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কিছুদিন আগে তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছেন সুপ্রভাত বটব্যাল। তাঁর অনুপস্থিতিতে চারজন দুষ্কৃতী বন্দুক নিয়ে চড়াও হয় বাড়িতে। দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ে পারমিতা বটব্যালের (২৩) মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পারমিতার কোনও খোঁজ পায়নি পুলিশ। সুপ্রভাতবাবুর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তিনি বলেন, "আমাকে মারতে এসে না পেয়ে মেয়েকে তুলে নিয়ে গেছে।"

ঘটনাকে কেন্দ্র করে গতরাত থেকেই সিউড়ি-কাটোয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আজ সকালেও গ্রামে ঢুকতে দিচ্ছেন না এলাকাবাসীরা। এমন কী, সাংবাদিকদেরও গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
++QUALITY AS INCOMING++
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Kadoma - 16 February 2019
1. Various of rescued miners in tent
2. SOUNDBITE (English) Tapererwa Paswavaviri, Government Deputy Chief Mining Engineer:
"So far, we have managed to bring out eight miners alive and we are yet to assess and find out if there are any more people down there who are still alive. But indications are that some of the guys succumbed to gassing (from blasting operations), that was the major cause of fatalities."
3. Relatives cheering
4. SOUNDBITE (English) Tapererwa Paswavaviri, Government Deputy Chief Mining Engineer:
(Question: Did they tell you of anything they saw? If they're alive?)
"It doesnt seem likely."
(Question: It doesn't seem likely that there are anymore survivors?)
"It doesnt seem likely."
5. Relatives cheering
STORYLINE:
Eight gold miners were rescued alive in Zimbabwe on Saturday after being trapped underground since Tuesday.
They looked weak, worn out and muddied, and were immediately taken to a tent for assessment.
Relatives hugged each other, ululating and cheering, as the miners were brought to the surface.
The government has said between 60 and 70 artisanal miners were feared trapped after heavy rains flooded shafts.
Miners, however, say that figure could be higher.
An official at the site on Saturday said it was unlikely any more miners would make it out alive.
The tunnels where the miners are trapped run as deep as 50 metres  (164 feet), making the rescue operation difficult.
The mine is on the outskirts of Kadoma, west of Zimbabwe's capital of Harare.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.