শান্তিনিকেতন, 18 অগস্ট : "রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো বলে মা তাঁকে কোলে নিতেন না ।" বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা বললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) । ইতিমধ্যেই এ-নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রীতিমতো ৷
কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বুধবার একটি অনুষ্ঠান ছিল বিশ্বভারতীর (Visva-Bharati University) কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে । সেখানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পাশে বসে মন্ত্রী বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সব লোকের গায়ের রং ধবধবে ফর্সা । রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং ছিল কালো ৷ তার জন্য কালো বলে তাঁর মা ও বাড়ির অনেকেই তাঁকে কোলে নিতেন না । পরবর্তীতে তিনি বিশ্বজয় করেছেন ।"
মন্ত্রীর এই বক্তব্যের জেরে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে । যদিও গায়ের রং কালো ছিল, সে কথা নিজেই 'ছেলেবেলা' গ্রন্থে লিখে গিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ৷ এছাড়া রথীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'ঘরোয়া' স্মৃতিকথায় উল্লেখ করেছেন, "কর্তা দিদিমা বলতেন সব ছেলেদের মধ্যে আমার রবিই কালো ৷" কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে তাঁর মা কোলে নিতেন না- বিশ্বভারতীতে বসে মন্ত্রীর এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে ।
ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, "গুরুদেবের গায়ের রং কালো ছিল । সেকথা তিনি নিজেই লিখে গিয়েছেন ৷ এই নিয়ে অনেক মজার মজার গল্প আছে ৷ তবে কালো বলে মা কোলে নিতেন না ৷ এই ধরনের কথা একেবারে বেমানান । অবমাননাকর মন্তব্য করেছেন মন্ত্রী ।"
আরও পড়ুন : Anubrata Mandal : বিশ্বভারতী ক্যাম্পাসে মিটিং করব, পারলে রুখবে ; হুঁশিয়ারি অনুব্রতর