সিউড়ি, 25 এপ্রিল : দলীয় প্রার্থীর সমর্থনে সিউড়িতে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে পাঁচ বছরে নিজের কাজের সঙ্গে মোদির কাজের তুলনা করেন । একাধিক ইশুতে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে । অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেছেন, "মমতা দিদি আমাকে কুর্তা পাঠান ।" এই ইশুতে আজ মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় । কুর্তা পাঠানোর মধ্যে দোষের কিছু নেই ।"
এক নজরে দেখে নেব কী কী বললেন মমতা-
- চিনে রাখুন BJP-র দালালদের, পরে কাজে লাগবে
- কেষ্ট তোমার পিছনে কেউ লাগলে একটু চমকাবে-ধমকাবে
- আমার গোত্র মা-মাটি-মানুষ
- মায়েদের উলুধ্বনি, ভাইয়েদের তালি । BJP -কে করুন খালি
- আমি অনেক পরিশ্রম করি, আপনাদের কাছ থেকে শঙ্খ ধ্বনি শুনব
- শতাব্দী রায় আমাদের প্রার্খী অনেক কাজ করে, 365 দিন সংসদে কাজ করে
- জয় হবে বাংলার তরুণ প্রজন্মের
- জয় হবে বীরভূমের মাটির, বাংলার মাটির
- 29 এপ্রিল আসছে দিন BJP-কে কবর দিন
- BJP-কে হারিয়ে দিন, দিল্লির সরকার উলটে দিন পালটে দিন
- মা-বোনেরা, ভাইরা জোরে বলুন চৌকিদার চোর হয়
- এখন পাঁচ বছর বাদে বলছে আমি চাওয়ালা নই, এখন চৌকিদার
- মোদির এখন কেটলির বদলে আছে জেটলি
- বাংলায় NRC হতে দেব না
- ছোটো ছেলে ভুল করলে একটা থাপ্পর, বড়রা করলে 10টা
- আমি যতদিন আছি আমার গলা কেটে দিলেও আমি BJP-কে মানবো না, এটা আমার জেদ
- রোজ একবার করে বাংলায় আসে কারণ জানে এই মেয়েটাই পারবে দিল্লির সরকার পালটাতে
- আমি গুন্ডা হলে আপনি কী ?
- উনি শুধু একটা নাম নিয়েছেন আমি তো অনেককে পাঠাই, জন্মদিনের কার্ড পাঠাই সকলকে, ওনাকেও পাঠাই
- শুধু মোদি নয় আমি অনেককেই কুর্তা পাঠাই, তফাত শুধু ওরা বলে আর আমি বলি না
- আমি না কি কুর্তা পাঠাই, পাঠালে দোষ কী আছে
- কেন্দ্রীয় বাহিনী আসলে তাকে মিষ্টি খাওয়ান
- CPI(M) ও কংগ্রেস এখন BJP-র সবচেয়ে ভালো বন্ধু
- প্রায় 98 শতাংশ আদিবাসী ভাই-বোনেরা 17 শতাংশ সংরক্ষণে ঢুকে গেছে
- সবাইকে নিয়ে চলতে হবে কারণ জগতটা সকলের, আমরা সব পুজো করি
- মোদি হোমওয়ার্ক করে আসেন না
- এই বীরভূম জেলা আমারও মাটি, আমি এই মাটির সব চিনি
- আমরা পুজো করি ফুল দিয়ে আর ওরা(BJP) গদা দিয়ে
- BJP না সরলে দেশে আগুন জ্বলবে
- বিশ্বভারতীর একটা রাস্তাও ঠিক করেনি মোদি
- মেদির মাথা পরীক্ষা করা উচিত, ওনি না কি কাল বলেছেন এখানে আমরা গুন্ডা তৈরি করেছি
- বাংলায় সালটা 1426, বাংলা চায় 42-এ 42
- বাংলায় মোদি বড় বড় রসগোল্লা পাবে
- ভোটের আগে শুধু হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করে
- নিজের মতো করে ইলেকশন সাজিয়েছেন মোদি
- মা কালী আগে জন্মেছেন না মোদি ?
- রামকৃষ্ণ আগে জন্মেছিল ? না সাইনবোর্ড ওই অমিত শাহ ?
- ইলেকশন আসলেই হিন্দু হিন্দু করে
- বোলপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে
- এখানে পানীয় জলের সমস্যা মিটেছে
- কেন উন্নয়ন হয়নি, কৈফিয়ৎ দিন মোদি
- আর মোদি পাঁচ বছরে কোনও কাজ করেনি
- গর্ভধারীণি মাকে গর্ভধারণের জন্য টাকা দি আমরা
- কারোর ঘর আগুনে পুড়ে গেলে সাহায্য করি
- আমাদের ভিক্ষা চাই না মোদিবাবু
-
আমরা তো এতকিছু করলাম, আপনারা পাঁচ বছরে একটা মন্দিরও করতে পারলেন না
-
মোদিবাবু শ্বশান তৈরি করে কী করবেন, মানুষ খুন করে ওনাকে পাঠাবেন ?
-
তারা মার মন্দির বিউটিফিকেশন করেছি আমরা
-
এখানে নতুন বিশ্ববিদ্যালয় হবে। বিশ্বভারতীর আদলে । বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়
-
নানুর, দুবরাজপুর, মুরারইয়ে ICDS কেন্দ্র হয়েছে
-
কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । অনেক সাহায্য করা হয়েছে
-
নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ, আপনারা কেন MOU তৈরি করতে কাজ ফেলে রেখেছেন । এতদিন অনেক কাজ হয়ে যেত
-
দেউচা পাচামি এলাকায় দেশের সর্ব বৃহৎ কোল বেল্ট তৈরি হচ্ছে
-
সিউড়ি-বোলপুর স্টেডিয়ামের সংস্করণ করেছি
-
2 লাখ ৭ হাজার কৃষককে সাহায্য করেছি
-
7 টি IIT হয়েছে বীরভূমে
-
বিশ্বভারতীর আদলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে 377 কোটি টাকা ব্যায়ে
- আমি যা কথা বলছি মিথ্যা বলছি, চ্যালেঞ্জ করছি BJP ও নরেন্দ্র মোদিকে, সত্যি বলছে এখানে বলে যান
- গতকাল প্রধানমন্ত্রী মিটিঙে গুণ্ডা বলেছে, উন্নয়ন হয়নি, এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি
- দার্জিলিঙে বিনয় তামাং-কে সমর্থন করছে তৃণমূল
-
আবদুল করিম চৌধুরি লড়বেন ইসলামপুর থেকে
- অমল কিস্কু হবিবপুর থেকে লড়বেন
- ভাটপাড়ায় প্রার্থী মদন মিত্র
- তিন জায়গায় আমাদের বিধানসভা বাই ইলেকশন হচ্ছে
- কেষ্ট বলল খুব গরম তাই আমি বক্তব্য শুরু করলাম