ETV Bharat / state

কুর্তা পাঠালে দোষ কোথায়, এটা নিয়ে রাজনীতি উচিত নয় : মমতা - SIURI

মমতা
author img

By

Published : Apr 25, 2019, 1:49 PM IST

Updated : Apr 25, 2019, 7:37 PM IST

2019-04-25 13:44:05

সিউড়ির সভা থেকে নরেন্দ্র মোদিকে একাধিক ইশুতে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়


সিউড়ি, 25 এপ্রিল : দলীয় প্রার্থীর সমর্থনে সিউড়িতে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে পাঁচ বছরে নিজের কাজের সঙ্গে মোদির কাজের তুলনা করেন । একাধিক ইশুতে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে । অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেছেন, "মমতা দিদি আমাকে কুর্তা পাঠান ।" এই ইশুতে আজ মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় । কুর্তা পাঠানোর মধ্যে দোষের কিছু নেই ।"

এক নজরে দেখে নেব কী কী বললেন মমতা-

  • চিনে রাখুন BJP-র দালালদের, পরে কাজে লাগবে
  • কেষ্ট তোমার পিছনে কেউ লাগলে একটু চমকাবে-ধমকাবে
  • আমার গোত্র মা-মাটি-মানুষ
  • মায়েদের উলুধ্বনি, ভাইয়েদের তালি । BJP -কে করুন খালি
  • আমি অনেক পরিশ্রম করি, আপনাদের কাছ থেকে শঙ্খ ধ্বনি শুনব
  • শতাব্দী রায় আমাদের প্রার্খী অনেক কাজ করে,  365 দিন সংসদে কাজ করে
  • জয় হবে বাংলার তরুণ প্রজন্মের
  • জয় হবে বীরভূমের মাটির, বাংলার মাটির
  • 29 এপ্রিল আসছে দিন BJP-কে কবর দিন
  • BJP-কে হারিয়ে দিন, দিল্লির সরকার উলটে দিন পালটে দিন
  • মা-বোনেরা, ভাইরা জোরে বলুন চৌকিদার চোর হয়
  • এখন পাঁচ বছর বাদে বলছে আমি চাওয়ালা নই, এখন চৌকিদার
  • মোদির এখন কেটলির বদলে আছে জেটলি
  • বাংলায় NRC হতে দেব না
  • ছোটো ছেলে ভুল করলে একটা থাপ্পর, বড়রা করলে 10টা
  • আমি যতদিন আছি আমার গলা কেটে দিলেও আমি BJP-কে মানবো না, এটা আমার জেদ
  • রোজ একবার করে বাংলায় আসে কারণ জানে এই মেয়েটাই পারবে দিল্লির সরকার পালটাতে
  • আমি গুন্ডা হলে আপনি কী ?
  • উনি শুধু একটা নাম নিয়েছেন আমি তো অনেককে পাঠাই, জন্মদিনের কার্ড পাঠাই সকলকে, ওনাকেও পাঠাই
  • শুধু মোদি নয় আমি অনেককেই কুর্তা পাঠাই, তফাত শুধু ওরা বলে আর আমি বলি না
  • আমি না কি কুর্তা পাঠাই, পাঠালে দোষ কী আছে
  • কেন্দ্রীয় বাহিনী আসলে তাকে মিষ্টি খাওয়ান
  • CPI(M) ও কংগ্রেস এখন BJP-র সবচেয়ে ভালো বন্ধু
  • প্রায় 98 শতাংশ আদিবাসী ভাই-বোনেরা 17 শতাংশ সংরক্ষণে ঢুকে গেছে
  • সবাইকে নিয়ে চলতে হবে কারণ জগতটা সকলের, আমরা সব পুজো করি
  • মোদি হোমওয়ার্ক করে আসেন না
  • এই বীরভূম জেলা আমারও মাটি, আমি এই মাটির সব চিনি
  • আমরা পুজো করি ফুল দিয়ে আর ওরা(BJP) গদা দিয়ে
  • BJP না সরলে দেশে আগুন জ্বলবে
  • বিশ্বভারতীর একটা রাস্তাও ঠিক করেনি মোদি
  • মেদির মাথা পরীক্ষা করা উচিত, ওনি না কি কাল বলেছেন এখানে আমরা গুন্ডা তৈরি করেছি
  • বাংলায় সালটা 1426, বাংলা চায় 42-এ 42
  • বাংলায় মোদি বড় বড় রসগোল্লা পাবে
  • ভোটের আগে শুধু হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করে
  • নিজের মতো করে ইলেকশন সাজিয়েছেন মোদি
  • মা কালী আগে জন্মেছেন না মোদি ?
  • রামকৃষ্ণ আগে জন্মেছিল ? না সাইনবোর্ড ওই অমিত শাহ ?
  • ইলেকশন আসলেই হিন্দু হিন্দু করে
  • বোলপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে
  • এখানে পানীয় জলের সমস্যা মিটেছে
  • কেন উন্নয়ন হয়নি, কৈফিয়ৎ দিন মোদি
  • আর মোদি পাঁচ বছরে কোনও কাজ করেনি
  • গর্ভধারীণি মাকে গর্ভধারণের জন্য টাকা দি আমরা
  • কারোর ঘর আগুনে পুড়ে গেলে সাহায্য করি
  • আমাদের ভিক্ষা চাই না মোদিবাবু
  • আমরা তো এতকিছু করলাম, আপনারা পাঁচ বছরে একটা মন্দিরও করতে পারলেন না

  • মোদিবাবু শ্বশান তৈরি করে কী করবেন, মানুষ খুন করে ওনাকে পাঠাবেন ?

  • তারা মার মন্দির বিউটিফিকেশন করেছি আমরা

  • এখানে নতুন বিশ্ববিদ্যালয় হবে। বিশ্বভারতীর আদলে । বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়

  • নানুর, দুবরাজপুর, মুরারইয়ে ICDS কেন্দ্র হয়েছে

  • কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । অনেক সাহায্য করা হয়েছে

  • নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ, আপনারা কেন MOU তৈরি করতে কাজ ফেলে রেখেছেন । এতদিন অনেক কাজ হয়ে যেত

  • দেউচা পাচামি এলাকায় দেশের সর্ব বৃহৎ কোল বেল্ট তৈরি হচ্ছে

  • সিউড়ি-বোলপুর স্টেডিয়ামের সংস্করণ করেছি

  • 2 লাখ ৭ হাজার কৃষককে সাহায্য করেছি

  • 7 টি IIT হয়েছে বীরভূমে

  • বিশ্বভারতীর আদলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে 377 কোটি টাকা ব্যায়ে

  • আমি যা কথা বলছি মিথ্যা বলছি, চ্যালেঞ্জ করছি BJP ও নরেন্দ্র মোদিকে, সত্যি বলছে এখানে বলে যান
  • গতকাল প্রধানমন্ত্রী মিটিঙে গুণ্ডা বলেছে, উন্নয়ন হয়নি, এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি
  • দার্জিলিঙে বিনয় তামাং-কে সমর্থন করছে তৃণমূল
  • আবদুল করিম চৌধুরি লড়বেন ইসলামপুর থেকে

  • অমল কিস্কু হবিবপুর থেকে লড়বেন
  • ভাটপাড়ায় প্রার্থী মদন মিত্র
  • তিন জায়গায় আমাদের বিধানসভা বাই ইলেকশন হচ্ছে
  • কেষ্ট বলল খুব গরম তাই আমি বক্তব্য শুরু করলাম

2019-04-25 13:44:05

সিউড়ির সভা থেকে নরেন্দ্র মোদিকে একাধিক ইশুতে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়


সিউড়ি, 25 এপ্রিল : দলীয় প্রার্থীর সমর্থনে সিউড়িতে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে পাঁচ বছরে নিজের কাজের সঙ্গে মোদির কাজের তুলনা করেন । একাধিক ইশুতে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে । অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেছেন, "মমতা দিদি আমাকে কুর্তা পাঠান ।" এই ইশুতে আজ মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় । কুর্তা পাঠানোর মধ্যে দোষের কিছু নেই ।"

এক নজরে দেখে নেব কী কী বললেন মমতা-

  • চিনে রাখুন BJP-র দালালদের, পরে কাজে লাগবে
  • কেষ্ট তোমার পিছনে কেউ লাগলে একটু চমকাবে-ধমকাবে
  • আমার গোত্র মা-মাটি-মানুষ
  • মায়েদের উলুধ্বনি, ভাইয়েদের তালি । BJP -কে করুন খালি
  • আমি অনেক পরিশ্রম করি, আপনাদের কাছ থেকে শঙ্খ ধ্বনি শুনব
  • শতাব্দী রায় আমাদের প্রার্খী অনেক কাজ করে,  365 দিন সংসদে কাজ করে
  • জয় হবে বাংলার তরুণ প্রজন্মের
  • জয় হবে বীরভূমের মাটির, বাংলার মাটির
  • 29 এপ্রিল আসছে দিন BJP-কে কবর দিন
  • BJP-কে হারিয়ে দিন, দিল্লির সরকার উলটে দিন পালটে দিন
  • মা-বোনেরা, ভাইরা জোরে বলুন চৌকিদার চোর হয়
  • এখন পাঁচ বছর বাদে বলছে আমি চাওয়ালা নই, এখন চৌকিদার
  • মোদির এখন কেটলির বদলে আছে জেটলি
  • বাংলায় NRC হতে দেব না
  • ছোটো ছেলে ভুল করলে একটা থাপ্পর, বড়রা করলে 10টা
  • আমি যতদিন আছি আমার গলা কেটে দিলেও আমি BJP-কে মানবো না, এটা আমার জেদ
  • রোজ একবার করে বাংলায় আসে কারণ জানে এই মেয়েটাই পারবে দিল্লির সরকার পালটাতে
  • আমি গুন্ডা হলে আপনি কী ?
  • উনি শুধু একটা নাম নিয়েছেন আমি তো অনেককে পাঠাই, জন্মদিনের কার্ড পাঠাই সকলকে, ওনাকেও পাঠাই
  • শুধু মোদি নয় আমি অনেককেই কুর্তা পাঠাই, তফাত শুধু ওরা বলে আর আমি বলি না
  • আমি না কি কুর্তা পাঠাই, পাঠালে দোষ কী আছে
  • কেন্দ্রীয় বাহিনী আসলে তাকে মিষ্টি খাওয়ান
  • CPI(M) ও কংগ্রেস এখন BJP-র সবচেয়ে ভালো বন্ধু
  • প্রায় 98 শতাংশ আদিবাসী ভাই-বোনেরা 17 শতাংশ সংরক্ষণে ঢুকে গেছে
  • সবাইকে নিয়ে চলতে হবে কারণ জগতটা সকলের, আমরা সব পুজো করি
  • মোদি হোমওয়ার্ক করে আসেন না
  • এই বীরভূম জেলা আমারও মাটি, আমি এই মাটির সব চিনি
  • আমরা পুজো করি ফুল দিয়ে আর ওরা(BJP) গদা দিয়ে
  • BJP না সরলে দেশে আগুন জ্বলবে
  • বিশ্বভারতীর একটা রাস্তাও ঠিক করেনি মোদি
  • মেদির মাথা পরীক্ষা করা উচিত, ওনি না কি কাল বলেছেন এখানে আমরা গুন্ডা তৈরি করেছি
  • বাংলায় সালটা 1426, বাংলা চায় 42-এ 42
  • বাংলায় মোদি বড় বড় রসগোল্লা পাবে
  • ভোটের আগে শুধু হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করে
  • নিজের মতো করে ইলেকশন সাজিয়েছেন মোদি
  • মা কালী আগে জন্মেছেন না মোদি ?
  • রামকৃষ্ণ আগে জন্মেছিল ? না সাইনবোর্ড ওই অমিত শাহ ?
  • ইলেকশন আসলেই হিন্দু হিন্দু করে
  • বোলপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে
  • এখানে পানীয় জলের সমস্যা মিটেছে
  • কেন উন্নয়ন হয়নি, কৈফিয়ৎ দিন মোদি
  • আর মোদি পাঁচ বছরে কোনও কাজ করেনি
  • গর্ভধারীণি মাকে গর্ভধারণের জন্য টাকা দি আমরা
  • কারোর ঘর আগুনে পুড়ে গেলে সাহায্য করি
  • আমাদের ভিক্ষা চাই না মোদিবাবু
  • আমরা তো এতকিছু করলাম, আপনারা পাঁচ বছরে একটা মন্দিরও করতে পারলেন না

  • মোদিবাবু শ্বশান তৈরি করে কী করবেন, মানুষ খুন করে ওনাকে পাঠাবেন ?

  • তারা মার মন্দির বিউটিফিকেশন করেছি আমরা

  • এখানে নতুন বিশ্ববিদ্যালয় হবে। বিশ্বভারতীর আদলে । বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়

  • নানুর, দুবরাজপুর, মুরারইয়ে ICDS কেন্দ্র হয়েছে

  • কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । অনেক সাহায্য করা হয়েছে

  • নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ, আপনারা কেন MOU তৈরি করতে কাজ ফেলে রেখেছেন । এতদিন অনেক কাজ হয়ে যেত

  • দেউচা পাচামি এলাকায় দেশের সর্ব বৃহৎ কোল বেল্ট তৈরি হচ্ছে

  • সিউড়ি-বোলপুর স্টেডিয়ামের সংস্করণ করেছি

  • 2 লাখ ৭ হাজার কৃষককে সাহায্য করেছি

  • 7 টি IIT হয়েছে বীরভূমে

  • বিশ্বভারতীর আদলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে 377 কোটি টাকা ব্যায়ে

  • আমি যা কথা বলছি মিথ্যা বলছি, চ্যালেঞ্জ করছি BJP ও নরেন্দ্র মোদিকে, সত্যি বলছে এখানে বলে যান
  • গতকাল প্রধানমন্ত্রী মিটিঙে গুণ্ডা বলেছে, উন্নয়ন হয়নি, এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি
  • দার্জিলিঙে বিনয় তামাং-কে সমর্থন করছে তৃণমূল
  • আবদুল করিম চৌধুরি লড়বেন ইসলামপুর থেকে

  • অমল কিস্কু হবিবপুর থেকে লড়বেন
  • ভাটপাড়ায় প্রার্থী মদন মিত্র
  • তিন জায়গায় আমাদের বিধানসভা বাই ইলেকশন হচ্ছে
  • কেষ্ট বলল খুব গরম তাই আমি বক্তব্য শুরু করলাম
Varanasi (UP), Apr 25 (ANI): Being the largest river in India and revered for its religious importance, pollution in Ganga has been a focal point for a long time now. PM Modi had made clean-up of the Ganga as one of his key campaign promises in the 2014 general election. His administration committed $3 billion in 2015 for a five-year project to clean the 2,525-km (1,570-mile) river remains heavily polluted despite being a water source for over 400 million people. Five years on and several projects and efforts later, the levels of pollutants in the river remain a point of concern. The Ganges is arguably one of the most revered rivers in the world and one of the most polluted. While speaking to ANI, a local said, "In the view of tourism, we have illuminated the banks and brought some beautiful birds and pigeons. However, practically, if the sewers don't stop emptying in the river then the actual importance of the holy river, its purity is compromised. When we drink this polluted water, it's not good for health either."
Last Updated : Apr 25, 2019, 7:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.