ETV Bharat / state

"আমরা সংবাদমাধ্যম মানি না", বলেই মার সাংবাদিককে

তারাপীঠের পুণ্যার্থীদের মারধরের ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করার অভিযোগ তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে । অভিযুক্ত পুলিশকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

ভবানীপ্রসাদ রায়
author img

By

Published : Aug 31, 2019, 5:33 PM IST

Updated : Aug 31, 2019, 6:41 PM IST

রামপুরহাট, 31 অগাস্ট : তারাপীঠের পুণ্যার্থীদের মারধর করছিল পুলিশ । সেই ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে থানায় নিয়ে গিয়ে রাতভর বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে । সকালে সেই চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয় । পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে । সেই ভিড় সামাল দিতে গিয়ে গতরাতে পুলিশের সঙ্গে বচসা বাধে পুণ্যার্থীদের । বচসার জেরে পুণ্যার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । সেই ছবি তোলার সময় ভবানীপ্রসাদ রায় নামে ওই চিত্র সাংবাদিককে পুলিশ আটক করে । অভিযোগ, সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারাপীঠ থানার SI দেবপ্রসাদ মণ্ডল তাঁকে জোর করে থানায় নিয়ে যান । থানায় ওই চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করেন SI ও সিভিক ভলান্টিয়াররা । রক্তাক্ত অবস্থায় আজ সকালে চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয় । পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ভবানীপ্রসাদ রায়ের বক্তব্য

ভবানীপ্রসাদ বলেন, "গতরাত দেড়টা নাগাদ তারাপীঠে পুণ্যার্থীদের সঙ্গে পুলিশের বচসা হয় । খবরটা পেয়ে ঘটনাস্থানে যাই । ঘটনার ছবি তোলায় দুটো পুলিশ এসে আমার মোবাইল কেড়ে নেয় । তারপর আমায় থানায় নিয়ে যাওয়া হয় । সেখানে SI দেবপ্রসাদ মণ্ডল ও সিভিক ভলান্টিয়াররা আমায় ব্যাপক মারধর করে । রক্তপাত হয় । গালিগালাজও করে । তাঁদের জানাই যে আমি সংবাদমাধ্যমের লোক । তখন আমায় বলছে আমরা সংবাদমাধ্যম মানি না ।" পাশাপাশি তাঁর অভিযোগ, পকেটে থাকা চার হাজার দুশো টাকা জোর করে কেড়ে নেয় সিভিক ভলান্টিয়ার । আজ সকালে ভবানীপ্রসাদ SI দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে রামপুরহাট SDPO-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ।

ঘটনায় জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "অভিযুক্ত পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে ।"

রামপুরহাট, 31 অগাস্ট : তারাপীঠের পুণ্যার্থীদের মারধর করছিল পুলিশ । সেই ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে থানায় নিয়ে গিয়ে রাতভর বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে । সকালে সেই চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয় । পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে । সেই ভিড় সামাল দিতে গিয়ে গতরাতে পুলিশের সঙ্গে বচসা বাধে পুণ্যার্থীদের । বচসার জেরে পুণ্যার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । সেই ছবি তোলার সময় ভবানীপ্রসাদ রায় নামে ওই চিত্র সাংবাদিককে পুলিশ আটক করে । অভিযোগ, সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারাপীঠ থানার SI দেবপ্রসাদ মণ্ডল তাঁকে জোর করে থানায় নিয়ে যান । থানায় ওই চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করেন SI ও সিভিক ভলান্টিয়াররা । রক্তাক্ত অবস্থায় আজ সকালে চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয় । পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ভবানীপ্রসাদ রায়ের বক্তব্য

ভবানীপ্রসাদ বলেন, "গতরাত দেড়টা নাগাদ তারাপীঠে পুণ্যার্থীদের সঙ্গে পুলিশের বচসা হয় । খবরটা পেয়ে ঘটনাস্থানে যাই । ঘটনার ছবি তোলায় দুটো পুলিশ এসে আমার মোবাইল কেড়ে নেয় । তারপর আমায় থানায় নিয়ে যাওয়া হয় । সেখানে SI দেবপ্রসাদ মণ্ডল ও সিভিক ভলান্টিয়াররা আমায় ব্যাপক মারধর করে । রক্তপাত হয় । গালিগালাজও করে । তাঁদের জানাই যে আমি সংবাদমাধ্যমের লোক । তখন আমায় বলছে আমরা সংবাদমাধ্যম মানি না ।" পাশাপাশি তাঁর অভিযোগ, পকেটে থাকা চার হাজার দুশো টাকা জোর করে কেড়ে নেয় সিভিক ভলান্টিয়ার । আজ সকালে ভবানীপ্রসাদ SI দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে রামপুরহাট SDPO-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ।

ঘটনায় জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "অভিযুক্ত পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে ।"

Intro:তারাপীঠের পূর্ণ্যার্থীদের মারধর করছিল পুলিশ। সেই ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে থানায় নিয়ে গিয়ে রাতভর বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে। সকালে সেই চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।Body:রামপুরহাট, ৩১ আগস্টঃ তারাপীঠের পূর্ণ্যার্থীদের মারধর করছিল পুলিশ। সেই ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে থানায় নিয়ে গিয়ে রাতভর বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে। সকালে সেই চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে লক্ষাধিক পূর্ণ্যার্থীর ঢল নেমেছে। সেই ভিড় সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে পূর্ণ্যার্থীদের। বচসার জেরে পূর্ণ্যার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এই ছবি তোলার সময় ভবানীপ্রসাদ রায় নামে এক চিত্র সাংবাদিককে পুলিশ আটক করে। অভিযোগ, সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারাপীঠ থানার এস আই দেবপ্রসাদ মণ্ডল তাঁকে থানায় নিয়ে যায়। থানায় ওই চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করে ওই এস আই ও সিভিক ভলেন্টিয়াররা। রক্তাক্ত অবস্থায় এদিন সকালে ওই চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়। পরে গুরুত্বর জখম অবস্থায় ওই সাংবাদিককে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে।
জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "অভিযুক্ত পুলিশ অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে।"Conclusion:
Last Updated : Aug 31, 2019, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.