বীরভূম, 22 মার্চ : জনতা কারফিউয়ে কার্যত স্তব্ধ বীরভূম জেলা । সকাল থেকেই বন্ধ সমস্ত দোকান বাজার থেকে শুরু করে যান চলাচল । বীরভূম জেলার বোলপুর, সিউড়ি, রামপুরহাটের রাস্তাঘাট জনশূন্য । বলা চলে ওষুধের দোকান ছাড়া বন্ধ সমস্ত দোকান । এমনকি, বন্ধ খাবারের দোকান, হোটেল গুলিও ।
কোরোনা সংক্রমণ যাতে না হয় সেজন্য বাড়ি থেকে বেরতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা । কোরোনা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় সেজন্য জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন জনতা কারফিউয়ের । আজ সেই মতোই সকাল থেকে জনতা কারফিউয়ে সাড়া দিল বীরভূমবাসী । শান্তিনিকেতনে দেখা গেল না খোলা দোকানপাটও । বীরভূমজুড়ে বন্ধ খাবারের দোকানও ।
কারফিউয়ের জেরে শহরাঞ্চল তো জনশূন্যই । জনশূন্য গ্রামাঞ্চলও ।