ETV Bharat / state

সাংসদ নির্বাচিত হলে মেজিয়া শিল্পাঞ্চলে নতুন কারখানা গড়ে তুলব : সুব্রত মুখোপাধ্যায় - BANKURA

"সাংসদ নির্বাচিত হলে শিল্পাঞ্চলের মানুষকে আমি নতুন উপহার দেব। বেশ কিছু নতুন কলকারখানা নির্মাণ করব।" একথা বললেন সুব্রত মুখোপাধ্যায়

সুব্রত মুখোপাধ্যায়
author img

By

Published : Apr 2, 2019, 5:50 AM IST

বাঁকুড়া, ২ এপ্রিল : "সাংসদ নির্বাচিত হলে মেজিয়া শিল্পাঞ্চলে নতুন কারখানা গড়ে তুলব।" প্রচার করতে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। গতকাল মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন তিনি। এর আগে এলাকায় রোড শো করেন।

শিল্পাঞ্চল মেজিয়ায় একের পর এক কারখানা বন্ধ। রোজগারহীন একাধিক শ্রমিক পরিবার। মূলত এই ইশুকে সামনে রেখে শিল্পাঞ্চল এলাকাগুলিতে প্রচার চালাচ্ছে লাল ও গেরুয়া শিবির। তবে এই ইশুকে গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

ভিডিয়োয় শুনুন সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য

সুব্রতবাবু বলেন, "সাংসদ নির্বাচিত হলে শিল্পাঞ্চলের মানুষকে আমি নতুন উপহার দেব। বেশ কিছু নতুন কলকারখানা নির্মাণ করব।" শিল্পাঞ্চলে কালো কালির প্রসঙ্গে সুব্রতবাবু বলেন, "স্পঞ্জ আয়রনের কালো কালির সমস্যা একটু আছে ঠিকই তবে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শিল্পাঞ্চলের মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি মেজিয়ার জন্য বেশকিছু নতুন কলকারখানা নির্মাণে উদ্যোগী হব। তার মধ্যে কিছু সরকারি কারখানাও থাকবে। বেসরকারি উদ্যোগ নিয়ে আসার চেষ্টা করব।"

বাঁকুড়া, ২ এপ্রিল : "সাংসদ নির্বাচিত হলে মেজিয়া শিল্পাঞ্চলে নতুন কারখানা গড়ে তুলব।" প্রচার করতে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। গতকাল মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন তিনি। এর আগে এলাকায় রোড শো করেন।

শিল্পাঞ্চল মেজিয়ায় একের পর এক কারখানা বন্ধ। রোজগারহীন একাধিক শ্রমিক পরিবার। মূলত এই ইশুকে সামনে রেখে শিল্পাঞ্চল এলাকাগুলিতে প্রচার চালাচ্ছে লাল ও গেরুয়া শিবির। তবে এই ইশুকে গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

ভিডিয়োয় শুনুন সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য

সুব্রতবাবু বলেন, "সাংসদ নির্বাচিত হলে শিল্পাঞ্চলের মানুষকে আমি নতুন উপহার দেব। বেশ কিছু নতুন কলকারখানা নির্মাণ করব।" শিল্পাঞ্চলে কালো কালির প্রসঙ্গে সুব্রতবাবু বলেন, "স্পঞ্জ আয়রনের কালো কালির সমস্যা একটু আছে ঠিকই তবে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শিল্পাঞ্চলের মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি মেজিয়ার জন্য বেশকিছু নতুন কলকারখানা নির্মাণে উদ্যোগী হব। তার মধ্যে কিছু সরকারি কারখানাও থাকবে। বেসরকারি উদ্যোগ নিয়ে আসার চেষ্টা করব।"

Intro:সংসদ নির্বাচিত হলে মেজিয়া শিল্পাঞ্চলে নতুন কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন ভোটের প্রচারে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়।Body:শিল্পাঞ্চল মেজিয়ায় একের পর এক কারখানা বন্ধ। রুজি রোজগার হীন কয়েক শ্রমিক পরিবার। মূলত এই ইস্যুকে সামনে রেখে শিল্পাঞ্চল এলাকাগুলিতে প্রচার চালাচ্ছে লাল ও গেরুয়া শিবির। তবে শাসক দল এই ইস্যুকে গুরুত্ব দিতে নারাজ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জির সমর্থনে  সোমবার সকালে এক কর্মী সভার ডাক দেওয়া হয়েছিল মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ।সেই কর্মীসভায় যোগ দিয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি। কমী সভা শুরুর আগে হুডখোলা গাড়িতে চেপে জেলা নেতৃত্বদের সাথে নিয়ে একটি রোড শো করেন সুব্রত মুখার্জি।
সুব্রতর এই প্রথম প্রচারে তৃণমূল কর্মীদের ভিড় ছিল উপচে পড়া। তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি সংবাদ মাধ্যমকে দেওয়া এক  সাক্ষাৎকারে জানান সাংসদ নির্বাচিত হলে শিল্পাঞ্চল বাসীর জন্য তিনি নতুন উপহার দেবেন। বেশ কিছু নতুন কল কারখানা নির্মাণে তিনি  উদ্যোগী হবেন।সাংবাদিকরা  শিল্পাঞ্চলে কালো কালির প্রসঙ্গ সুব্রত মুখার্জি সামনে তুলে ধরলে তিনি বলেন স্পঞ্জ আয়রন এর কালো কালির সমস্যা একটু আছে ঠিকই,তবে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শিল্পাঞ্চল এর মানুষ যদি সুব্রত মুখার্জী কে দুহাত তুলে আশীর্বাদ দেন তাহলে তিনি এই শিল্পাঞ্চল মেজিয়ার জন্য বেশকিছু নতুন কলকারখানা নির্মাণে উদ্যোগী হবেন বলে জানালেন।তার মধ্যে কিছু সরকারি কারখানা নির্মাণের হার হবে অনেকটাই বেশি।Conclusion:বাইট:সুব্রত মূখার্জী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.