ETV Bharat / state

Husband Murders Wife : মূল্যবৃদ্ধি ! জামাইকে মাংস খাওয়ানোর টাকা চেয়ে স্বামীর হাতে খুন স্ত্রী - Husband Murders Wife in Nalhati

নলহাটিতে জামাইকে মুরগির মাংস খায়াওনোর টাকা চেয়ে স্বামীর হাত খুন স্ত্রী ৷ ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী ৷ অভিযুক্ত প্রভাত কোনাইকে গ্রেফতার করেছে নলহাটি থানার পুলিশ (Husband Murders Wife in Nalhati) ৷

Birbhum Crime News
জামাইকে মাংস খাওয়ানোর টাকা চেয়ে স্বামীর হাতে ‘খুন’ স্ত্রী
author img

By

Published : May 20, 2022, 1:52 PM IST

নলহাটি,20মে : বীরভূমের নলহাটি থানার অর্ন্তগত বারাগ্রাম ৷ এখানেই দুই ছেলের সঙ্গে থাকতেন রাধারানি কোনাই ও প্রভাত কোনাই ৷ এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেক আগেই ৷ বৃহস্পতিবার বাড়িতে এসেছে মেয়ে জামাই ৷ সাধ করে জামাইকে মুরগির মাংস খাওয়াতে স্বামীর কাছে টাকা চেয়েছিলেন স্ত্রী ৷ সেটাই যে মৃত্যুবাণ হয়ে ফিরে আসবে কে জানত ৷ স্ত্রীর আবদার না মিটিয়ে রাগের মাথায় তাঁকে কোদাল দিতে খুন করল প্রভাত কোনাই (Husband Murders Wife in Nalhati) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুরগির মাংসর দাম অনেক ৷ তাই নিয়ে প্রবীণ দম্পতির মধ্যে বচসা বাধে ৷ সেই সময় স্বামী প্রভাত কোনাই কিছু না বলে বেরিয়ে যায় ৷ কিছুক্ষণ পরে ফিরে আসে মদ্যপান করে মত্ত অবস্থায় ৷ এরপরেই রাতের বেলার চাষের কোদাল দিয়ে ঘুমন্ত অবস্থায় রাধারানি কোনাইয়ের গলায় কোপ মারে তাঁর স্বামী ৷ চিৎকার শুনে পাড়া প্রতিবেশী ছুটে আসে বাড়িতে । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার হয় । মধ্যরাতে মৃত্যু হয় রাধারানির।

ঘুমন্ত অবস্থায় স্ত্রী রাধারানির গলায় কোদালের কোপ বসায় প্রভাত

আরও পড়ুন : Kultali Woman Death : পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক মৃতার স্বামী ও শাশুড়ি

ঘটনার খবর পেয়ে নলহাটি থানার পুলিশ বারাগ্রামে যায় । সেখানে থেকে অভিযুক্ত প্রভাত কোনাইকে গ্রেফতার করে ৷ মৃতার ছেলে সুখেন কোনাই বলেন, " বাবার কাছে মা মাংস আনার জন্য টাকা চেয়েছিল । বাড়িতে বোন ও জামাই এসেছিল । তখন ঝগড়া হয় । রাতে মদ্যপান করে এসে কোদাল দিয়ে গলায় কোপ মেরে মাকে খুন করেন বাবা ।" দেহটি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নলহাটি,20মে : বীরভূমের নলহাটি থানার অর্ন্তগত বারাগ্রাম ৷ এখানেই দুই ছেলের সঙ্গে থাকতেন রাধারানি কোনাই ও প্রভাত কোনাই ৷ এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেক আগেই ৷ বৃহস্পতিবার বাড়িতে এসেছে মেয়ে জামাই ৷ সাধ করে জামাইকে মুরগির মাংস খাওয়াতে স্বামীর কাছে টাকা চেয়েছিলেন স্ত্রী ৷ সেটাই যে মৃত্যুবাণ হয়ে ফিরে আসবে কে জানত ৷ স্ত্রীর আবদার না মিটিয়ে রাগের মাথায় তাঁকে কোদাল দিতে খুন করল প্রভাত কোনাই (Husband Murders Wife in Nalhati) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুরগির মাংসর দাম অনেক ৷ তাই নিয়ে প্রবীণ দম্পতির মধ্যে বচসা বাধে ৷ সেই সময় স্বামী প্রভাত কোনাই কিছু না বলে বেরিয়ে যায় ৷ কিছুক্ষণ পরে ফিরে আসে মদ্যপান করে মত্ত অবস্থায় ৷ এরপরেই রাতের বেলার চাষের কোদাল দিয়ে ঘুমন্ত অবস্থায় রাধারানি কোনাইয়ের গলায় কোপ মারে তাঁর স্বামী ৷ চিৎকার শুনে পাড়া প্রতিবেশী ছুটে আসে বাড়িতে । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার হয় । মধ্যরাতে মৃত্যু হয় রাধারানির।

ঘুমন্ত অবস্থায় স্ত্রী রাধারানির গলায় কোদালের কোপ বসায় প্রভাত

আরও পড়ুন : Kultali Woman Death : পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক মৃতার স্বামী ও শাশুড়ি

ঘটনার খবর পেয়ে নলহাটি থানার পুলিশ বারাগ্রামে যায় । সেখানে থেকে অভিযুক্ত প্রভাত কোনাইকে গ্রেফতার করে ৷ মৃতার ছেলে সুখেন কোনাই বলেন, " বাবার কাছে মা মাংস আনার জন্য টাকা চেয়েছিল । বাড়িতে বোন ও জামাই এসেছিল । তখন ঝগড়া হয় । রাতে মদ্যপান করে এসে কোদাল দিয়ে গলায় কোপ মেরে মাকে খুন করেন বাবা ।" দেহটি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.