ETV Bharat / state

তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাকে বহিষ্কার অনুব্রতর - তৃণমূল নেতাকে বহিষ্কার অনুব্রতর

সোনাঝুরি জঙ্গলে অবৈধভাবে গাছ কেটে নেওয়া ও ব্যবসায়ীদের উপর জোর-জুলুম এবং আদিবাসীদের প্রাপ্য আত্মসাতের অভিযোগে এক তৃণমূল নেতাকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয় ৷ বহিষ্কার করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷

Anubrata Mandal
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 12, 2020, 11:38 PM IST

বোলপুর, 12 মার্চ : সোনাঝুরি জঙ্গল থেকে বেআইনি ভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল নেতাকে । রূপপুর অঞ্চল কমিটির পদ থেকে কাজি নুরুল হুদাকে সরিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গাছ কেটে নেওয়া ছাড়াও, ব্যবসায়ীদের উপর জুলুম, আদিবাসীদের প্রাপ্য আত্মসাতের অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে ।

আজ সাংবাদিক বৈঠক করে ওই নেতার রূপপুর পঞ্চায়েত এলাকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেন অনুব্রত । সোনাঝুরি জঙ্গলে ক্যানেল সংস্কারের নামে 70 টির বেশি গাছ বেআইনি ভাবে কেটে ফেলা হয়েছিল । গাছ কাটার অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল নেতা কাজি নুরুল হুদার বিরুদ্ধে ৷ সোনাঝুরিতে গাছ কাটা নিয়ে নিন্দায় সরব হয়েছিলেন পরিবেশপ্রেমীরাও । এছাড়া তাঁর ছেলে গোলাপ কাজির বিরুদ্ধে সোনাঝুরি এলাকায় ব্যবসায়ীদের উপর জুলুম, আদিবাসীদের প্রাপ্য আত্মসাৎ সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এমনকী স্থানীয় ওই তৃণমূল নেতা কাজি নুরুল হুদার বিরুদ্ধে পুলিশের কাছেও কয়েকটি লিখিত অভিযোগ জমা পড়েছে ৷

রূপপুর এলাকায় দাপুটে নেতা হিসাবেই পরিচিত কাজি ৷ গ্রাম পঞ্চায়েতের যে কোনও কাজ বকলমে তাঁর নির্দেশ ছাড়া হত না ৷ এদিন অনুব্রত মণ্ডল বলেন, " প্রতিদিন বিভিন্ন অভিযোগ আসছিল । রূপপুর অঞ্চলে দলের পদ থেকে থেকে কাজিকে সরিয়ে দেওয়া হল ।"

কী বলছেন অনুব্রত

এ বিষয়ে জানতে কাজি নুরুল হুদাকে ফোন করা হলে তিনি বলেন, "আমি এ বিষয়ে এখনও কিছু জানি না ।"

বোলপুর, 12 মার্চ : সোনাঝুরি জঙ্গল থেকে বেআইনি ভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল নেতাকে । রূপপুর অঞ্চল কমিটির পদ থেকে কাজি নুরুল হুদাকে সরিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গাছ কেটে নেওয়া ছাড়াও, ব্যবসায়ীদের উপর জুলুম, আদিবাসীদের প্রাপ্য আত্মসাতের অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে ।

আজ সাংবাদিক বৈঠক করে ওই নেতার রূপপুর পঞ্চায়েত এলাকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেন অনুব্রত । সোনাঝুরি জঙ্গলে ক্যানেল সংস্কারের নামে 70 টির বেশি গাছ বেআইনি ভাবে কেটে ফেলা হয়েছিল । গাছ কাটার অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল নেতা কাজি নুরুল হুদার বিরুদ্ধে ৷ সোনাঝুরিতে গাছ কাটা নিয়ে নিন্দায় সরব হয়েছিলেন পরিবেশপ্রেমীরাও । এছাড়া তাঁর ছেলে গোলাপ কাজির বিরুদ্ধে সোনাঝুরি এলাকায় ব্যবসায়ীদের উপর জুলুম, আদিবাসীদের প্রাপ্য আত্মসাৎ সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এমনকী স্থানীয় ওই তৃণমূল নেতা কাজি নুরুল হুদার বিরুদ্ধে পুলিশের কাছেও কয়েকটি লিখিত অভিযোগ জমা পড়েছে ৷

রূপপুর এলাকায় দাপুটে নেতা হিসাবেই পরিচিত কাজি ৷ গ্রাম পঞ্চায়েতের যে কোনও কাজ বকলমে তাঁর নির্দেশ ছাড়া হত না ৷ এদিন অনুব্রত মণ্ডল বলেন, " প্রতিদিন বিভিন্ন অভিযোগ আসছিল । রূপপুর অঞ্চলে দলের পদ থেকে থেকে কাজিকে সরিয়ে দেওয়া হল ।"

কী বলছেন অনুব্রত

এ বিষয়ে জানতে কাজি নুরুল হুদাকে ফোন করা হলে তিনি বলেন, "আমি এ বিষয়ে এখনও কিছু জানি না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.