ETV Bharat / state

Civic Poll Voter Amartya Sen : বোলপুরে 2 নম্বর ওয়ার্ডে ভোটার অমর্ত্য সেন, ভোট দেওয়ার আর্জি জানিয়ে ইমেল - Email to Civic Poll Voter Amartya Sen

বোলপুর পৌরসভায় নতুন ওয়ার্ড গঠন হয়েছে ৷ তার ভোটার অমর্ত্য সেন (Civic Poll Voter Amartya Sen) ৷

Bolpur Municipal Election
বোলপুর পৌরসভার বামপ্রার্থী সৌমেন সৌ
author img

By

Published : Feb 22, 2022, 12:10 PM IST

Updated : Feb 22, 2022, 12:39 PM IST

শান্তিনিকেতন, 22 ফেব্রুয়ারি : আসন্ন পৌরভোটে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোট দেওয়ার আর্জি জানালেন বামপ্রার্থী ৷ নব গঠিত পৌর ওয়ার্ডে তাঁকে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করে ইমেল করেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ৷ আগামী দিনে উন্নয়নের স্বার্থে তাঁর মতামতও চেয়েছেন বামপ্রার্থী (Email to Amartya Sen requesting to cast his vote in Bolpur Municipality) ।

বোলপুর পৌরসভায় 20টি ওয়ার্ড ছিল । এবছর দু'টি ওয়ার্ড বেড়ে 22টি হয়েছে ৷ শান্তিনিকেতনের রতনপল্লি, সুভাষপল্লি, শ্যামবাটি প্রভৃতি এলাকাগুলি এতকাল রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল । এবার এই অঞ্চলগুলি বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত হয়ে 2 নম্বর ওয়ার্ড গঠিত হয় ৷

Bolpur Municipal Election
অমর্ত্য় সেনকে ইমেল করেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন পোড়ানোর অভিযোগ ; উত্তেজনা বারাসতে

এই নতুন ওয়ার্ডের ভোটার অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী, সঙ্গীতজ্ঞ মোহন সিং খাঙ্গুরা প্রমুখ ।বর্তমানে বিদেশে থাকেন অমর্ত্য সেন । তিনি বাইশের পৌরনির্বাচনের ভোটার । তাই এদিন তাঁকে ইমেল মারফৎ ভোটাধিকার প্রয়োগের আর্জি জানান 2 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ।

ইমেলে তিনি লেখেন, "আমি গর্বিত আপনি এই ওয়ার্ডের ভোটার ৷ আমি বিশ্বভারতীর অর্থনীতি বিভাগেরই ছাত্র । যে প্রতিষ্ঠানের আপনি প্রণম্য আশ্রমিক ৷ আমার অনুরোধ আসন্ন নির্বাচনে আপনি ভোটাধিকার প্রয়োগ করুন ৷ আগামী দিনে উন্নয়ন সংক্রান্ত আপনার মূল্যবান উপদেশ শিরধার্য করে বোলপুর পৌরসভা প্রতিনিধিরা কাজ করবে ।"

শান্তিনিকেতন, 22 ফেব্রুয়ারি : আসন্ন পৌরভোটে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোট দেওয়ার আর্জি জানালেন বামপ্রার্থী ৷ নব গঠিত পৌর ওয়ার্ডে তাঁকে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করে ইমেল করেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ৷ আগামী দিনে উন্নয়নের স্বার্থে তাঁর মতামতও চেয়েছেন বামপ্রার্থী (Email to Amartya Sen requesting to cast his vote in Bolpur Municipality) ।

বোলপুর পৌরসভায় 20টি ওয়ার্ড ছিল । এবছর দু'টি ওয়ার্ড বেড়ে 22টি হয়েছে ৷ শান্তিনিকেতনের রতনপল্লি, সুভাষপল্লি, শ্যামবাটি প্রভৃতি এলাকাগুলি এতকাল রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল । এবার এই অঞ্চলগুলি বোলপুর পৌরসভার অন্তর্ভুক্ত হয়ে 2 নম্বর ওয়ার্ড গঠিত হয় ৷

Bolpur Municipal Election
অমর্ত্য় সেনকে ইমেল করেন সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন পোড়ানোর অভিযোগ ; উত্তেজনা বারাসতে

এই নতুন ওয়ার্ডের ভোটার অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী, সঙ্গীতজ্ঞ মোহন সিং খাঙ্গুরা প্রমুখ ।বর্তমানে বিদেশে থাকেন অমর্ত্য সেন । তিনি বাইশের পৌরনির্বাচনের ভোটার । তাই এদিন তাঁকে ইমেল মারফৎ ভোটাধিকার প্রয়োগের আর্জি জানান 2 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সোমনাথ সৌ ।

ইমেলে তিনি লেখেন, "আমি গর্বিত আপনি এই ওয়ার্ডের ভোটার ৷ আমি বিশ্বভারতীর অর্থনীতি বিভাগেরই ছাত্র । যে প্রতিষ্ঠানের আপনি প্রণম্য আশ্রমিক ৷ আমার অনুরোধ আসন্ন নির্বাচনে আপনি ভোটাধিকার প্রয়োগ করুন ৷ আগামী দিনে উন্নয়ন সংক্রান্ত আপনার মূল্যবান উপদেশ শিরধার্য করে বোলপুর পৌরসভা প্রতিনিধিরা কাজ করবে ।"

Last Updated : Feb 22, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.