বোলপুর, 10 অক্টোবর : শতাব্দী প্রাচীন জমিদারিত্বের প্রথা মেনে শান্তিনিকেতনের সুরুল জমিদার বাড়ির পুজো সকলের নজর কাড়ে । আগের মতোই এখনও বহু মূল্যবান বেলজিয়াম কাচের তৈরি ঝাড়বাতি দিয়ে সাজানো হয় পুজো মণ্ডপ । কথিত আছে, শান্তিনিকেতনের ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে সুরুলের সরকার জমিদার বাড়ির সু-সম্পর্ক ছিল । এক সময় নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে আসতেন সুরুল জমিদার বাড়ির এই পুজোয় ৷ কালের নিয়মে বনেদি বাড়ির এই পুজো ধীরে ধীরে সর্বজনীন রূপ নিয়েছে ।
বর্ধমান জেলার নীলপুর গ্রাম থেকে বীরভূমের শান্তিনিকেতন লাগোয়া সুরুল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ভরত চন্দ্র ঘোষ ( 'সরকার' পদবি ইংরেজ প্রদত্ত )। তাঁকে সরকার বাড়ির প্রাণপুরুষ বলা হত । জানা যায়, তাঁরই পুত্র কৃষ্ণহরি সরকার জমিদার বাড়ির অভ্যন্তরে আনুমানিক 287 বছর আগে প্রথম এই দুর্গাপূজার সূচনা করেন ।
আরও পড়ুন : Durga Puja 2021 : শিল্পের ছোঁয়া সোনাঝুরির হীরালিনী দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ
সেই থেকেই চিরাচরিত বনেদি বাড়ির প্রথা মেনে আজও চলে আসছে সুরুলের সরকার বাড়ির দুর্গাপুজো । জমিদারবাড়ির এই পুজোর জাঁকজমকপূর্ণ বিশেষত্ব হল গ্রামের সবাই মিলে সপ্তমীর দিন নবপত্রিকা আনা ও ঘট ভরতে যাওয়া ৷
এছাড়াও রীতি অনুযায়ী সপ্তমীতে চালকুমড়ো, অষ্টমীতে ছাগ ও নবমীতে আখ বলি দেওয়া হয় এখানে । প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কোনওরকম ছাঁচ ব্যবহার করা হয় না । মাটি দিয়ে হাতে তৈরি প্রতিমাকে ডাকের সাজে সাজানো হয় ৷
আরও পড়ুন : Durga Pujo 2021 : মণ্ডপের পথে উমা, কন্যা বিদায়ের বিষাদ কুমোরটুলিতে
এখনও পুজোর দিন নাটমন্দির সাজানো হয় প্রাচীন বহু মূল্যবান বেলজিয়াম কাচের তৈরি ঝাড়বাতি দিয়ে । যার অপরূপ দৃশ্য নজর কাড়ে । ঐতিহ্যবাহী সুরুল জমিদার বাড়ির পুজো দেখতে বাইরে থেকে বহু মানুষ পুজোর চারদিন ভিড় জমান । সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য বিশাল বাড়িটি মানুষজনকে আকৃষ্ট করে ।
সরকার পরিবারের সদস্য বিশ্বদীপ সরকার বলেন, "পুজোর সূচনা থেকে এবছর 287-তে পা দিল । আজও প্রাচীন জমিদারি প্রথা মেনে আমাদের এই পুজো হয় । আদি রীতি মেনে পুজো শুরু দিন সকালে গ্রামের সবাই মিলে ঘট ভরা ও নবপত্রিকা আনা হয় ৷ পূর্বপুরুষদের কাছে শুনেছি এক সময় ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে সু-সম্পর্ক ছিল আমাদের সরকার পরিবারের । এখন প্রমাণ না থাকলেও শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরও একসময় নাকি আসতেন এই পুজোয় ৷"
আরও পড়ুন : Durga Puja 2021 : প্রজাদের মঙ্গল কামনায় দাঁতনের দাস মহাপাত্র বাড়িতে আজও হয় মহামারি পুজো