ETV Bharat / state

Illegal Shoping Mall: বোলপুর আদালতের নির্দেশ অমান্য করে চলছে শপিং কমপ্লেক্স, চুপ প্রশাসন - বোলপুর

বোলপুর মহকুমা আদালতের নির্দেশ অমান্য করেই রমরমিয়ে চলছে শপিং কমপ্লেক্স ৷ যে জমিতে ওই শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে, তার এক অংশীদার বোলপুর আদালতে মামলা করেছিলেন ৷ সেই মামলার শুনানি চলাকালীনা শপিং কমপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আদালত ৷

Disobeying court order A Illegal Shoping Mall Run in Bolpur Birbhum
বোলপুর আদালতের নির্দেশ অমান্য করে চলছে শপিং কমপ্লেস, চুপ প্রশাসন
author img

By

Published : Sep 10, 2021, 7:54 PM IST

বোলপুর, 10 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ উপেক্ষা করেই বোলপুরে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ পুলিশ ও বোলপুর পৌরসভাকে আদালত এই শপিং কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, সেই নির্দেশ অমান্য করেই রমরমিয়ে চলছে শপিং কমপ্লেক্সটি। জানা গিয়েছে, শপিং কমপ্লেক্সটি তৈরির সময় এক অংশীদার বোলপুর মহকুমা আদালতে মামলা করেছিলেন ৷ সেই মামলার প্রেক্ষিতে শপিং কমপ্লেক্সটি তৈরিতে স্থগিতাদেশ জারি করেছিল আদালত ৷

বোলপুর লজ মোড় এলাকায় একটি বিলাসবহুল শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে ৷ কমপ্লেক্সটি তৈরির সময় প্রদীপকুমার চন্দ্র নামে এক অংশীদারকে তাঁর অংশ বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ৷ প্রতারণার অভিযোগে বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন প্রদীপবাবু ৷ এই মামলায় আদালত শপিং কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল ৷ অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই নির্মাণ কাজ শেষ করে শপিং কমপ্লেক্স উদ্বোধন করা হয় ৷ আদালতের নির্দেশ অবমাননা করার জন্য পুনরায় বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন প্রদীপবাবু ৷ আদালত শপিং কমপ্লেক্সটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় ৷ এই মর্মে বোলপুর থানা ও বোলপুর পৌরসভাকে আদালত নির্দেশ দিয়েছিল মলটি বন্ধ করে দেওয়ার জন্য ৷ কিন্তু, দেখা গিয়েছে আদালতের নির্দেশকে উপেক্ষা করে রমরমিয়ে চলছে বিলাসবহুল এই শপিং মলটি ৷ এমনকি, আদালত মামলাকারী প্রদীপকুমার চন্দ্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছিীল ৷ কিন্তু, সেই নিরাপত্তাও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

মামলাকারীর প্রদীপকুমার চন্দ্র বলেন, ‘‘আদালতের নির্দেশ মানছে না । পুলিশ কোনওরকম সহযোগিতা করছে না ৷ আমি নিজে আদালতের নির্দেশ নিয়ে পুলিশের কাছে গিয়েছি ৷ কিন্তু, পুলিশ কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না ৷’’ ওই মামলার আইনজীবী নাজিমুল করিম বলেন, ‘‘মহামান্য আদালতের নির্দেশ অমান্য করেই শপিং কমপ্লেক্সটা চলছে ৷ আমার মক্কেলকে পুলিশ প্রটেকশন দিতে বলা হয়েছে ৷ পুলিশের কাছে জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না ৷ এই বিষয়ে আমরা আবার কোর্টে যাব ৷’’ বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ বলেন, ‘‘কোর্টের নির্দেশের বিষয়টা আমি খতিয়ে দেখছি ৷ প্রশাসক বোর্ডের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব ৷’’

আরও পড়ুন : Bansdroni Firing: বাঁশদ্রোণীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 2 দুষ্কৃতী

বোলপুর, 10 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ উপেক্ষা করেই বোলপুরে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ পুলিশ ও বোলপুর পৌরসভাকে আদালত এই শপিং কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, সেই নির্দেশ অমান্য করেই রমরমিয়ে চলছে শপিং কমপ্লেক্সটি। জানা গিয়েছে, শপিং কমপ্লেক্সটি তৈরির সময় এক অংশীদার বোলপুর মহকুমা আদালতে মামলা করেছিলেন ৷ সেই মামলার প্রেক্ষিতে শপিং কমপ্লেক্সটি তৈরিতে স্থগিতাদেশ জারি করেছিল আদালত ৷

বোলপুর লজ মোড় এলাকায় একটি বিলাসবহুল শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে ৷ কমপ্লেক্সটি তৈরির সময় প্রদীপকুমার চন্দ্র নামে এক অংশীদারকে তাঁর অংশ বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ৷ প্রতারণার অভিযোগে বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন প্রদীপবাবু ৷ এই মামলায় আদালত শপিং কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল ৷ অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই নির্মাণ কাজ শেষ করে শপিং কমপ্লেক্স উদ্বোধন করা হয় ৷ আদালতের নির্দেশ অবমাননা করার জন্য পুনরায় বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন প্রদীপবাবু ৷ আদালত শপিং কমপ্লেক্সটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় ৷ এই মর্মে বোলপুর থানা ও বোলপুর পৌরসভাকে আদালত নির্দেশ দিয়েছিল মলটি বন্ধ করে দেওয়ার জন্য ৷ কিন্তু, দেখা গিয়েছে আদালতের নির্দেশকে উপেক্ষা করে রমরমিয়ে চলছে বিলাসবহুল এই শপিং মলটি ৷ এমনকি, আদালত মামলাকারী প্রদীপকুমার চন্দ্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছিীল ৷ কিন্তু, সেই নিরাপত্তাও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

মামলাকারীর প্রদীপকুমার চন্দ্র বলেন, ‘‘আদালতের নির্দেশ মানছে না । পুলিশ কোনওরকম সহযোগিতা করছে না ৷ আমি নিজে আদালতের নির্দেশ নিয়ে পুলিশের কাছে গিয়েছি ৷ কিন্তু, পুলিশ কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না ৷’’ ওই মামলার আইনজীবী নাজিমুল করিম বলেন, ‘‘মহামান্য আদালতের নির্দেশ অমান্য করেই শপিং কমপ্লেক্সটা চলছে ৷ আমার মক্কেলকে পুলিশ প্রটেকশন দিতে বলা হয়েছে ৷ পুলিশের কাছে জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না ৷ এই বিষয়ে আমরা আবার কোর্টে যাব ৷’’ বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ বলেন, ‘‘কোর্টের নির্দেশের বিষয়টা আমি খতিয়ে দেখছি ৷ প্রশাসক বোর্ডের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব ৷’’

আরও পড়ুন : Bansdroni Firing: বাঁশদ্রোণীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 2 দুষ্কৃতী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.