ETV Bharat / state

বীরভূমের সরকারি আইনজীবী তৃণমূলের সহ-সভাপতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধীদের - বীরভূমে মলয় মুখোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

দীর্ঘদিন ধরেই তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি পদে রয়েছেন মলয় মুখোপাধ্যায় । অন্যদিকে, জেলা আদালতের সরকারি আইনজীবী হওয়ার সুবাদে তিনি নীল বাতি গাড়িও ব্যবহার করে থাকেন । আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা । তাঁদের অভিযোগ, একজন সরকারি আইনজীবী রাজনৈতিক দলের পদাধিকারী হতে পারেন না । এতে তাঁর নিরপেক্ষতা বজায় থাকে না । যদিও , সরকারি আইনজীবী তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "আমি দুটি পদে থাকতেই পারি । যদি আমি আমার কাজে নিরপেক্ষতা বজায় না রাখি তখন বিরোধীরা প্রশ্ন তুলতেই পারেন ।"

Malay Mukhopadhyay
মলয় মুখোপাধ্যায়
author img

By

Published : Mar 15, 2020, 5:56 PM IST

বীরভূম , 15 মার্চ : সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় । তিনি আবার বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি পদেও রয়েছেন । সরকারি আইনজীবী কীভাবে একটি রাজনৈতিক দলের পদে থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে CPI(M) ও BJP । একই সঙ্গে রাজনৈতিক ও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে থাকায় তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা ।

শুনে নিন কী বলছেন বিরোধীরা

দীর্ঘদিন ধরেই তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি পদে রয়েছেন মলয় মুখোপাধ্যায় । অন্যদিকে , জেলা আদালতের সরকারি আইনজীবী হওয়ার সুবাদে তিনি নীল বাতি গাড়িও ব্যবহার করে থাকেন । একইসঙ্গে উভয় পদে থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । তাঁদের অভিযোগ, একজন সরকারি আইনজীবী রাজনৈতিক দলের পদাধিকারী হতে পারেন না । এতে তাঁর নিরপেক্ষতা বজায় থাকে না । প্রসঙ্গত, প্রায় সময় মলয়বাবুকে দেখা যায় নীল বাতি গাড়ি নিয়ে তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও জনসভায় অংশগ্রহণ করতে । এমনকী, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলীয় মঞ্চে বক্তব্য রাখেন মলয় বাবু । 'দিদিকে বলো' কর্মসূচি-সহ NRC, CAA বিরোধী দলীয় আন্দোলনেও একাধিকবার দেখা গিয়েছে তাঁকে । যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । এই প্রসঙ্গে, CPI(M)-র রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, "বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরকারি আইনজীবী । তিনি যদি একই সঙ্গে কোনও রাজনৈতিক দলের পদে থাকেন সেটা ঠিক নয় । এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় । তিনি দুটি পদে কোনওভাবেই থাকতে পারেন না ।" BJP-র জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, "একজন সরকারি আইনজীবী যদি তৃণমূলের পদে থাকেন তাহলে তিনি কীভাবে নিরপেক্ষ থাকবেন । যদি কোনও তৃণমূল কর্মীকে আদালতে তোলা হয় সেক্ষেত্রে তিনি কোন পক্ষ অবলম্বন করবেন? এইভাবে দুটি পদে তিনি থাকতে পারেন না ।"

যদিও, এই প্রসঙ্গে সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "আমি দুটি পদে থাকতেই পারি । যদি আমি আমার কাজে নিরপেক্ষতা বজায় না রাখি, তখন বিরোধীরা প্রশ্ন তুলতেই পারেন ।"

বীরভূম , 15 মার্চ : সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় । তিনি আবার বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি পদেও রয়েছেন । সরকারি আইনজীবী কীভাবে একটি রাজনৈতিক দলের পদে থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে CPI(M) ও BJP । একই সঙ্গে রাজনৈতিক ও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে থাকায় তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা ।

শুনে নিন কী বলছেন বিরোধীরা

দীর্ঘদিন ধরেই তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি পদে রয়েছেন মলয় মুখোপাধ্যায় । অন্যদিকে , জেলা আদালতের সরকারি আইনজীবী হওয়ার সুবাদে তিনি নীল বাতি গাড়িও ব্যবহার করে থাকেন । একইসঙ্গে উভয় পদে থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । তাঁদের অভিযোগ, একজন সরকারি আইনজীবী রাজনৈতিক দলের পদাধিকারী হতে পারেন না । এতে তাঁর নিরপেক্ষতা বজায় থাকে না । প্রসঙ্গত, প্রায় সময় মলয়বাবুকে দেখা যায় নীল বাতি গাড়ি নিয়ে তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও জনসভায় অংশগ্রহণ করতে । এমনকী, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলীয় মঞ্চে বক্তব্য রাখেন মলয় বাবু । 'দিদিকে বলো' কর্মসূচি-সহ NRC, CAA বিরোধী দলীয় আন্দোলনেও একাধিকবার দেখা গিয়েছে তাঁকে । যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । এই প্রসঙ্গে, CPI(M)-র রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, "বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরকারি আইনজীবী । তিনি যদি একই সঙ্গে কোনও রাজনৈতিক দলের পদে থাকেন সেটা ঠিক নয় । এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় । তিনি দুটি পদে কোনওভাবেই থাকতে পারেন না ।" BJP-র জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, "একজন সরকারি আইনজীবী যদি তৃণমূলের পদে থাকেন তাহলে তিনি কীভাবে নিরপেক্ষ থাকবেন । যদি কোনও তৃণমূল কর্মীকে আদালতে তোলা হয় সেক্ষেত্রে তিনি কোন পক্ষ অবলম্বন করবেন? এইভাবে দুটি পদে তিনি থাকতে পারেন না ।"

যদিও, এই প্রসঙ্গে সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "আমি দুটি পদে থাকতেই পারি । যদি আমি আমার কাজে নিরপেক্ষতা বজায় না রাখি, তখন বিরোধীরা প্রশ্ন তুলতেই পারেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.