ETV Bharat / state

Congress on Visva Bharati Notice: অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ নিয়ে মোদি সরকারকে নিশানা কংগ্রেসের - মোদি সরকার

শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির কিছুটা অংশ দখলমুক্ত করার নোটিশ দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ এই নিয়ে মোদি সরকারকে নিশানা করল কংগ্রেস ৷

Congress on Visva Bharati Notice
Congress on Visva Bharati Notice
author img

By

Published : Apr 20, 2023, 7:52 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করল কংগ্রেস ৷ কেন্দ্র অমর্ত্য সেনকে হেনস্তা করছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ এই নিয়ে টুইট করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী যে তাঁর কঠোর সমালোচকদের হয়রানি করবেন এবং ভয় দেখাবেন, তা সবাই জেনে গিয়েছে । কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেনকেও তাঁর নিশানা করাটা দুঃখজনক ।"

প্রসঙ্গত, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, বোলপুরে অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির 13 ডেসিমেল জায়গা বিশ্বভারতীর ৷ সেই কারণে ওই জায়গা ছেড়ে দিতে বিশ্বভারতীর তরফে নোটিশ দেওয়া হয় বুধবার ৷ আগামী 6 মে অর্থাৎ 15 দিনের মধ্যে ওই জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ তার পর এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷

ভারত সরকারের উপদেষ্টা ও সিএজি রিপোর্ট মেনে শতাব্দী-প্রাচীন এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের জরুরিভিত্তিতে দখল হয়ে থাকা জমি ফেরানোর প্রয়োজনীয়তা রয়েছে ৷ সেই নিয়ে একটি রিপোর্টও মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে ৷ সেই পরিস্থিতিতে অমর্ত্য় সেনকে দেওয়া নোটিশে বলা হয়েছে, "উল্লিখিত এলাকা থেকে অমর্ত্য কুমার সেন ও সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্ছেদ করার দায়বদ্ধতা রয়েছে ।’’ প্রয়োজনে শক্তি প্রয়োগ করে উচ্ছেদ করা হতে পারে বলেও জানানো হয়েছে ওই নোটিশে ৷

যদিও অমর্ত্য সেন এখন শান্তিনিকেতনে নেই ৷ তিনি এখন বিদেশে রয়েছেন ৷ তাঁর অনুপস্থিতিতে তাঁর বাড়ি বেদখল হতে পারে এই সংক্রান্ত একটি মামলা চলছে বোলপুর মহকুমা শাসকের এজলাসে । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের বাড়ি চত্বরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তিনিকেতন থানাকে নির্দেশও দিয়েছেন ম্যাজিস্ট্রেট । ফলে বিশ্বভারতী যদি বলপূর্বক কোনও পদক্ষেপ করতে যায়, তাহলে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

এদিকে এই নোটিশ নিয়ে দিনভর বিভিন্ন মহলে হইচই হয়েছে ৷ বিশ্বভারতীর সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই ৷ তাই এই ইস্যুতে শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 15 দিনের মধ্যে জমি খালি না করলে বল প্রয়োগ ! অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর

নয়াদিল্লি, 20 এপ্রিল: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করল কংগ্রেস ৷ কেন্দ্র অমর্ত্য সেনকে হেনস্তা করছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ এই নিয়ে টুইট করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী যে তাঁর কঠোর সমালোচকদের হয়রানি করবেন এবং ভয় দেখাবেন, তা সবাই জেনে গিয়েছে । কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেনকেও তাঁর নিশানা করাটা দুঃখজনক ।"

প্রসঙ্গত, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, বোলপুরে অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির 13 ডেসিমেল জায়গা বিশ্বভারতীর ৷ সেই কারণে ওই জায়গা ছেড়ে দিতে বিশ্বভারতীর তরফে নোটিশ দেওয়া হয় বুধবার ৷ আগামী 6 মে অর্থাৎ 15 দিনের মধ্যে ওই জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ তার পর এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷

ভারত সরকারের উপদেষ্টা ও সিএজি রিপোর্ট মেনে শতাব্দী-প্রাচীন এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের জরুরিভিত্তিতে দখল হয়ে থাকা জমি ফেরানোর প্রয়োজনীয়তা রয়েছে ৷ সেই নিয়ে একটি রিপোর্টও মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে ৷ সেই পরিস্থিতিতে অমর্ত্য় সেনকে দেওয়া নোটিশে বলা হয়েছে, "উল্লিখিত এলাকা থেকে অমর্ত্য কুমার সেন ও সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্ছেদ করার দায়বদ্ধতা রয়েছে ।’’ প্রয়োজনে শক্তি প্রয়োগ করে উচ্ছেদ করা হতে পারে বলেও জানানো হয়েছে ওই নোটিশে ৷

যদিও অমর্ত্য সেন এখন শান্তিনিকেতনে নেই ৷ তিনি এখন বিদেশে রয়েছেন ৷ তাঁর অনুপস্থিতিতে তাঁর বাড়ি বেদখল হতে পারে এই সংক্রান্ত একটি মামলা চলছে বোলপুর মহকুমা শাসকের এজলাসে । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের বাড়ি চত্বরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তিনিকেতন থানাকে নির্দেশও দিয়েছেন ম্যাজিস্ট্রেট । ফলে বিশ্বভারতী যদি বলপূর্বক কোনও পদক্ষেপ করতে যায়, তাহলে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

এদিকে এই নোটিশ নিয়ে দিনভর বিভিন্ন মহলে হইচই হয়েছে ৷ বিশ্বভারতীর সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই ৷ তাই এই ইস্যুতে শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 15 দিনের মধ্যে জমি খালি না করলে বল প্রয়োগ ! অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.