নানুর, 2 এপ্রিল : BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নানুর। ঘটনাটি নানুরের সিঙ্গি গ্রামের। ছ'জন BJP কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় সিঙ্গি গ্রামে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে মিছিল বের হয়। মিছিল থেকে BJP বিরোধী স্লোগান দেওয়া হয়। এরপরই রাতে শুরু হয়ে যায় BJP-তৃণমূল সংঘর্ষ। BJP-কর্মীদের বাড়িতে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় দরজা, জানালা, বাইক।
এরপরই সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান অসীমা মণ্ডলের বাড়ি ভাঙচুর করে BJP কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। BJP কর্মী খোকন দাস, বাপি মাঝি এবং তৃণমূল কর্মী বিশ্বজিৎ কোনারকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।