শান্তিনিকেতন, 28 অগস্ট : বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা বসাল বীরভূম জেলা পুলিশ । রাতভর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি ঘিরে অবস্থান-বিক্ষোভ চালায় বিশ্বভারতীর পড়ুয়ারা । এই অবস্থায় উপাচার্যের নিরাপত্তার স্বার্থে ও নজরদারির জন্যে এই পদক্ষেপ ।
শুক্রবার রাতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে পড়ুয়ারা । সেখানে উপাচার্যের আপ্তসহায়ক-সহ আধিকারিকদের ঘেরাও করা হয় । এতে আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা বাধে পড়ুয়াদের । এর আগে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সংগীত ভবনের এক ছাত্রীকে প্রায় ছয় মাস সাসপেন্ড করা হয়েছিল । পরে সেই সাসপেনশন আরও 3 মাস বাড়ানো হয় । এই সময়কালে তাঁদের তিন বছরের জন্য বহিষ্কার করা হয় ।
আরও পড়ুন : Visva-Bharati : কেন্দ্রীয় কার্যালয়ের পর এবার বিশ্বভারতীর উপাচার্যের বাড়ি ঘেরাও পড়ুয়াদের
এই ক্ষোভে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আপ্তসহায়ক তন্ময় নাগ-সহ আধিকারিকদের ঘেরাও করে পড়ুয়াদের একাংশ । এই মুহূর্তে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গেটের দু'দিক বন্ধ করে দেওয়া হয়েছে ।
এমনিতে উপাচার্যের বাসভবনের চারদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে ৷ আগে এই ক্যামেরাগুলি বিশ্বভারতীর তরফে লাগানো হয়েছিল ৷ ফের অশান্ত পরিস্থিতিতে কড়া নজরদারি চালাতে জেলা পুলিশের তরফে উপাচার্যের বাসভবনে নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানো হল । মনে করা হচ্ছে, বিশ্বভারতীকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত চলছে এক বছরেরও বেশি সময় ধরে ৷ তাই জেলা পুলিশের এই সতর্কতামূলক পদক্ষেপ ৷