ETV Bharat / state

স্বাস্থ্যসাথি কার্ড থাকা সত্ত্বেও মিলছে না পরিষেবা, সমস্যায় রোগীরা - রোগী

স্বাস্থ্যসাথী কার্ড না থাকা সত্ত্বেও পরিষেবা পাচ্ছেন না রোগীরা।

RAMPURHAT
author img

By

Published : Mar 25, 2019, 3:22 AM IST

রামপুরহাট, ২৫ মার্চ : রয়েছে স্বাস্থ্যসাথি কার্ড। কিন্তু মিলছে না পরিষেবা। কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসাধীন রোগীরা ওষুধ পাচ্ছেন না রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক সাফ জানিয়ে দিচ্ছে যে বকেয়া টাকা না পেলে ওষুধ দিতে পারবে না।

স্বাস্থ্যসাথি কার্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল, যাতে প্রতিটি প্রান্তিক মানুষ উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা পান। বলা হয়েছিল, কার্ড হোল্ডার পরিবারের কেউ অসুস্থ হলে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। গুরুতর ও জটিল রোগের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। চিকিৎসা চলাকালীন সমস্ত টেস্ট ও ওষুধ দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া রোগীদের যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা এবং রোগীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৫ দিন বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে।

কিন্তু বর্তমানে ছবিটা একেবারেই আলাদা। রোগীরা কার্ড থাকা সত্ত্বেও পাচ্ছেন না কোনও সুযোগ সুবিধা। এক ওষুধের দোকানের মালিক বিকাশ মণ্ডল বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বকেয়া ওষুধের টাকা পাচ্ছি না। হাসপাতালে বহুবার বিলের বিষয়ে বলেছি। কিন্তু সেই বিল পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। এই বিল কবে পাব, তারও কোনও ঠিক নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই আমরা রোগীদের ওষুধ দিতে পারছি না।" তিনি আরও বলেন, "প্রায় ছয়মাস হয়ে গেল আমরা বকেয়া টাকা পাইনি। স্টকিস্টদের কাছে অনেক টাকা বাকি হয়ে যাওয়ায় তারাও আমাদের ওষুধ দিচ্ছে না।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

হৃদরোগে আক্রান্ত এক কার্ডহোল্ডার রোগীর আত্মীয় স্নেহা বিবি জানান, "ওষুধের দোকানে গেলে ওষুধ পাচ্ছি না। খুব বিপদে পড়েছি। কী করব বুঝতে পারছি না।" এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি।

রামপুরহাট, ২৫ মার্চ : রয়েছে স্বাস্থ্যসাথি কার্ড। কিন্তু মিলছে না পরিষেবা। কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসাধীন রোগীরা ওষুধ পাচ্ছেন না রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক সাফ জানিয়ে দিচ্ছে যে বকেয়া টাকা না পেলে ওষুধ দিতে পারবে না।

স্বাস্থ্যসাথি কার্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল, যাতে প্রতিটি প্রান্তিক মানুষ উন্নত ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা পান। বলা হয়েছিল, কার্ড হোল্ডার পরিবারের কেউ অসুস্থ হলে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। গুরুতর ও জটিল রোগের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। চিকিৎসা চলাকালীন সমস্ত টেস্ট ও ওষুধ দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া রোগীদের যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা এবং রোগীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৫ দিন বিনামূল্যে ওষুধ পাওয়া যাবে।

কিন্তু বর্তমানে ছবিটা একেবারেই আলাদা। রোগীরা কার্ড থাকা সত্ত্বেও পাচ্ছেন না কোনও সুযোগ সুবিধা। এক ওষুধের দোকানের মালিক বিকাশ মণ্ডল বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বকেয়া ওষুধের টাকা পাচ্ছি না। হাসপাতালে বহুবার বিলের বিষয়ে বলেছি। কিন্তু সেই বিল পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। এই বিল কবে পাব, তারও কোনও ঠিক নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই আমরা রোগীদের ওষুধ দিতে পারছি না।" তিনি আরও বলেন, "প্রায় ছয়মাস হয়ে গেল আমরা বকেয়া টাকা পাইনি। স্টকিস্টদের কাছে অনেক টাকা বাকি হয়ে যাওয়ায় তারাও আমাদের ওষুধ দিচ্ছে না।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

হৃদরোগে আক্রান্ত এক কার্ডহোল্ডার রোগীর আত্মীয় স্নেহা বিবি জানান, "ওষুধের দোকানে গেলে ওষুধ পাচ্ছি না। খুব বিপদে পড়েছি। কী করব বুঝতে পারছি না।" এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.