ETV Bharat / state

Covid Rules Breach by TMC : শিকেয় কোভিডবিধি, স্কুল চত্বরে তৃণমূলের সভা ঘিরে বিতর্ক বীরভূমে - Covid Rules Breach by TMC

রাজ্যজুড়ে চলছে কড়া কোভিডবিধি ৷ তার মধ্যেই স্কুল চত্বরে শাসকদলের জনসভা ৷ বীরভূমের গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ে ঠাসাঠাসি ভিড়ে করোনাবিধি শিকেয় তুলে চলল 1000 জনকে কম্বল বিতরণ (Covid Rules Breach by TMC) ৷ কেমন ছিল আজকের সেই জনসভার ছবি ? বীরভূম থেকে তুলে ধরলেন ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায় ৷

tmc
কোভিড বিধির তোয়াক্কা না করে তৃণমূলের সভায় ভিড়
author img

By

Published : Jan 4, 2022, 5:38 PM IST

শান্তিনিকেতন, 4 জানুয়ারি : সংক্রমণের বাড়বাড়ন্তে রাজ্যজুড়ে লাগু হয়েছে করোনার নয়া বিধি ৷ বন্ধ হয়েছে স্কুল-কলেজ ৷ সাধারণ মানুষকে দূরত্ব মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার বীরভূমের গোয়ালাপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে তৃণমূলের জনসভা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক (birbhum tmc news) । কয়েকশো মানুষজনকে নিয়ে জনসভার পাশাপাশি এদিন শীতবস্ত্রও বিতরণ করা হয় ৷ সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল চত্বরে অনুষ্ঠিত এই জনসভায় দেখা মেলেনি একজন পুলিশেরও । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ওমর শেখ, বোলপুর শহর সভাপতি নরেশচন্দ্র বাউরি, তৃণমূল নেতা বাবু দাস প্রমুখ নেতৃত্ব ৷

করোনার তৃতীয় ঢেউ রুখতে 2 জানুয়ারি থেকে রাজ্যে নতুন করে জারি হয়েছে বিধিনিষেধ । এই পরিস্থিতিতে শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ে কীভাবে মঞ্চ বানিয়ে, দলীয় পতাকা ও ব্যানার লাগিয়ে জনসভা করার অনুমতি পেল তৃণমূল তাই নিয়ে উঠছে প্রশ্ন ।

tmc
কোভিড বিধির তোয়াক্কা না করে তৃণমূলের সভায় ভিড়

আরও পড়ুন : Birbhum CMOH covid Positive : করোনা আক্রান্ত বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সচেতনতায় পুলিশ

এদিনের অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেশ কয়েকজন যুবক ৷ ভিড়ে ঠাসাঠাসি করে লাইন দিয়ে চলে কম্বল বিতরণ । যা নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় । আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক (breaching covid rules tmc organise public meeting at a school premises in birbhum) ৷

বিধি না মেনে বীরভূমে তৃণমূলের সভায় উপচে পড়ছে ভিড়

এই বিষয়ে গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর ঘোষ বলেন, "বলাটা ঠিক হবে না । তাও বলছি এটা ঠিক নয় ৷ কোভিডবিধি কিছুই মানা হচ্ছে না ৷ এভাবেই কোভিড বাড়বে ৷ এটা ঠিক নয় ।"
যদিও, তৃণমূলের বোলপুর শহর সভাপতি নরেশচন্দ্র বাউরি বলেন, "1000 জনকে শীতবস্ত্র বিতরণ করা হল । আমরা বড় মাঠে করোনা বিধি মেনেই দূরে দূরে বসিয়ে অনুষ্ঠান করেছি ।"

আরও পড়ুন : Visva Bharati shuts down : রাজ্যের পথেই বিশ্বভারতী, 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়

শান্তিনিকেতন, 4 জানুয়ারি : সংক্রমণের বাড়বাড়ন্তে রাজ্যজুড়ে লাগু হয়েছে করোনার নয়া বিধি ৷ বন্ধ হয়েছে স্কুল-কলেজ ৷ সাধারণ মানুষকে দূরত্ব মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার বীরভূমের গোয়ালাপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে তৃণমূলের জনসভা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক (birbhum tmc news) । কয়েকশো মানুষজনকে নিয়ে জনসভার পাশাপাশি এদিন শীতবস্ত্রও বিতরণ করা হয় ৷ সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল চত্বরে অনুষ্ঠিত এই জনসভায় দেখা মেলেনি একজন পুলিশেরও । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ওমর শেখ, বোলপুর শহর সভাপতি নরেশচন্দ্র বাউরি, তৃণমূল নেতা বাবু দাস প্রমুখ নেতৃত্ব ৷

করোনার তৃতীয় ঢেউ রুখতে 2 জানুয়ারি থেকে রাজ্যে নতুন করে জারি হয়েছে বিধিনিষেধ । এই পরিস্থিতিতে শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ে কীভাবে মঞ্চ বানিয়ে, দলীয় পতাকা ও ব্যানার লাগিয়ে জনসভা করার অনুমতি পেল তৃণমূল তাই নিয়ে উঠছে প্রশ্ন ।

tmc
কোভিড বিধির তোয়াক্কা না করে তৃণমূলের সভায় ভিড়

আরও পড়ুন : Birbhum CMOH covid Positive : করোনা আক্রান্ত বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সচেতনতায় পুলিশ

এদিনের অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেশ কয়েকজন যুবক ৷ ভিড়ে ঠাসাঠাসি করে লাইন দিয়ে চলে কম্বল বিতরণ । যা নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় । আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক (breaching covid rules tmc organise public meeting at a school premises in birbhum) ৷

বিধি না মেনে বীরভূমে তৃণমূলের সভায় উপচে পড়ছে ভিড়

এই বিষয়ে গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর ঘোষ বলেন, "বলাটা ঠিক হবে না । তাও বলছি এটা ঠিক নয় ৷ কোভিডবিধি কিছুই মানা হচ্ছে না ৷ এভাবেই কোভিড বাড়বে ৷ এটা ঠিক নয় ।"
যদিও, তৃণমূলের বোলপুর শহর সভাপতি নরেশচন্দ্র বাউরি বলেন, "1000 জনকে শীতবস্ত্র বিতরণ করা হল । আমরা বড় মাঠে করোনা বিধি মেনেই দূরে দূরে বসিয়ে অনুষ্ঠান করেছি ।"

আরও পড়ুন : Visva Bharati shuts down : রাজ্যের পথেই বিশ্বভারতী, 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.